Digital marketer Diba

Digital marketer Diba Page create,adsmange

😂😂😂😅😅
06/12/2023

😂😂😂😅😅

15/11/2023

For only $20, Sifatdiba12 will set up and optimise your facebook and instagram ads campaign. | About This GIGDo you want to grow your company,Increase traffic to your website and online store and produce more leads and sales?You're ideal for this | Fiverr

তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হচ্ছে অজুহাত! যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন...
09/10/2023

তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হচ্ছে অজুহাত! যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে..!!



চাঁদ নাকি ফুল 💝🌹💖
08/10/2023

চাঁদ নাকি ফুল 💝🌹💖

07/10/2023

ফ্রিল্যান্সিং কি? কিভাবে শুরু করবেন?
ফ্রিল্যান্সিং:
ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা। অর্থাৎ, আপনি কোন নির্দিষ্ট গন্ডি বা সময় বা স্থান
এর মধ্যে আবদ্ধ না থেকে নিজের ইচ্ছাকে স্বাধীনতা দিয়ে কোন কাজ করছেন, এটাই ফ্রিল্যান্সিং।
কিভাবে শুরু করবেন:
ফ্রিল্যান্সিং শুরু করার জন্য নিচের পয়েন্ট গুলো ভালো করে পড়ুন:
১) Device:
ল্যাপটপ/ কম্পিউটার থাকতে হবে। আপনার ল্যাপটপ/ কম্পিউটার কি রকম কনফিগার বা কোয়ালিটির হবে সেটা ডিপেন্ড করবে ক্যাটাগরি বা বিষয়ের উপর। যেমন ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি নিয়ে কাজ করার জন্য একটা অল্প দামের ল্যাপটপ/ কম্পিউটারই যথেষ্ট। এবং অবশ্যই বেসিক Computer Skill জানতে হবে।
২) Internet:
ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে। ইন্টারনেট কানেক্টিভিটির জন্য আপনি ব্রডব্যান্ড বা মডেম বা স্মার্ট ফোন ব্যবহার করতে পারেন।
৩) English:
বেসিক ইংলিশ জানতে হবে এবং দিনের পর দিন English Skill টাকে increase করতে হবে ।
৪) Category/ Service:
কোনো একটি ক্যাটাগরি বা বিষয়ের উপর পারদর্শী হতে হবে। যেমন আপনি Graphic Design/ Web Design/ Digital Marketing/ Data Entry/ Video Editing/ Photoshop Editing বা অন্য যেকোনো বিষয়ের উপর পারদর্শী হতে পারেন।
৫) Marketplace:
মার্কেটপ্লেস হচ্ছে যেখানে আমরা ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ পেয়ে থাকি, কিছু জনপ্রিয় মার্কেটপ্লেস হচ্ছে: UpWork. Com, Fiverr. Com, Freelancer. Com ও অন্নান্য। ফ্রিল্যান্সিং করার জন্য যেমন কোনো একটি বিষয় বা ক্যাটাগরির উপর পারদর্শী হতে হয়, ঠিক তেমনি আপনাকে মার্কেটপ্লেসের উপরেও পারদর্শী হতে হবে। আপনি একটি বা একের অধিক মার্কেটপ্লেসের উপর পারদর্শী হয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। মার্কেটপ্লেসের বাহিরেও আমরা ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ পেতে পারি এবং আয় করতে পারি, এটার জন্য মার্কেটপ্লেসের বাহিরে কিভাবে কাজ পাওয়া যায় বা আয় করা যায় সেটা শিখতে হবে।
উপরউক্ত ৫ টি পয়েন্ট এর ভিতর ১) এবং ২) পয়েন্ট সহজেই Complete করতে পারবেন কিন্তু ৩), ৪) এবং ৫) পয়েন্ট গুলো আয়ত্ত করার জন্য আপনাকে Learning এর উপর Focus করতে হবে। এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো:
ক) আপনি Google এবং YouTube এ Research করে এবং Tutorial দেখার মাধ্যমে শিখতে পারেন।
অথবা
খ) আপনি ভালো কোনো মেন্টরের কাছে বা প্রতিষ্ঠানে কোর্স করতে পারেন💗🌹

ধন্যবাদ ।

Address

Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital marketer Diba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital marketer Diba:

Share