FAHAD PRO

FAHAD PRO সবাই ফলো করুন ভিডিওগুলা দেখুন

23/07/2025

তোমার আমার ফেলে আসা যত রঙিন স্মৃতি















প্রশ্ন : ছেলেদের কত বছর বয়সে বিয়ে করা উচিত? কত বছর বয়সে ছেলেদের ওপর বিয়ে ফরজ হয়?উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বিয়...
29/06/2025

প্রশ্ন : ছেলেদের কত বছর বয়সে বিয়ে করা উচিত? কত বছর বয়সে ছেলেদের ওপর বিয়ে ফরজ হয়?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বিয়ে করা তো সবার জন্য ফরজ নয়। বিয়ে করাটা মানুষ ভেদে নির্ভর করে। বিয়ে কারও জন্য ফরজ, কারও জন্য ওয়াজিব, কারও জন্য সুন্নত, কারও জন্য নফল, কারও জন্য মাকরুহ, আবার কারেও জন্য হারাম। তাই, বিয়ে করার জন্য নির্দিষ্ট কোনো বয়স ফরজ নেই। বিয়ে করা ফরজ হলো সে ব্যক্তির ওপর, যিনি যৌবনে পা দিয়েছেন, যাঁর আর্থিক সক্ষমতা রয়েছে এবং নৈতিক অবক্ষয় থেকে নিজেকে রক্ষার পথ খুঁজছেন—তাঁর জন্য। যাঁর সামর্থ্য আছে বিয়ে করার মতো কিংবা তাঁর আশঙ্কা আছে যে, তিনি বিয়ে না করলে নৈতিক অবক্ষয়ের পথে যেতে পারেন, তাঁর বিয়ে করা ফরজ। সবার ওপর বিয়েটা ফরজ নয়।

সময় পরিবর্তনশীল🤔🥺
29/06/2025

সময় পরিবর্তনশীল🤔🥺

20/06/2025

Bigfoot এর কুষ্টিয়া ভ্রমণ 🙆
এ ফ্লিম বাই VEO 3 AI























25/05/2025

সতর্কতা মূলক পোস্ট, প্লিজ সবাই সাবধান 🙏

টিউশন শেষ করে ৬:২৫-এ বাড়িতে এসেছি। এসে দেখি আম্মু এক মহিলা ভিক্ষুকের সাথে বারান্দায় বসে কথা বলছে। তার বয়স আনুমানিক ৪৫ হবে। রুমে এসে দেখি কারেন্ট নেই, আমি কাপড় চেঞ্জ করে গরমে বাইরে চলে আসি। আসার আগে আম্মু আমাকে বলে, তোর কাছে খুচরা টাকা থাকলে ওনাকে দে। ওনার ঘরবাড়ি সব পুড়ে গেছে। ৫০০ টাকাই ছিলো, ওনাকে দিয়ে বের হলাম বাড়ি থেকে, তখন প্রায় ৬:৪০ বাজে। সবকিছু নরমালই দেখে বের হলাম।

বাড়ি থেকে বেরিয়ে মাঠের দিকে হাঁটাহাঁটি করছি। আমার কিছু ভাইপো ভাইজিরা আইসক্রিম খাবে বলে বায়না ধরেছে, কিন্তু আমার কাছে কোনো টাকা না থাকায় আমি বাড়ি এসেছি টাকা নিতে। আমি বাড়ি ঢোকার সময় দেখি সেই ভিক্ষুক মহিলা খুব দ্রুত হেঁটে যাচ্ছে। আমি ভেবেছি আকাশে মেঘ, তাই হয়তো দ্রুত চলে যাচ্ছে।

বাড়িতে ঢুকে রুমে গিয়েই দেখি আম্মু ফ্লোরে পড়ে আছে। আলমারি খোলা, গহনা আর টাকার লকার খোলা,একদম ফাঁকা। আম্মু অচেতন হয়ে পড়ে আছে। দেখে আমি কী করবো বুঝে উঠতে না পেরে আগে ফোন দিয়েছি আমার কাকিদের। বলেছি, মাত্র যে ভিক্ষুক মহিলা গেলো, ওনাকে আটকাতে হবে। সারা মহল্লায় চিল্লাচিল্লি লেগে গেছে।

আম্মুর চোখে-মুখে পানি দিতে দিতে ডাক্তারকে ফোন দিলাম। ওদিকে আমাদের ভাগ্য ভালো মহিলাকে ধরে ফেলেছে, মারধরও করেছে। আমি গিয়ে ধরে আমাদের বাড়িতে আনি। তারপর আশেপাশের লোকজনদের তাড়িয়ে দিয়ে আমি ওনাকে নিয়ে রুমে আসি। আমি চাইনি যে এমন কিছু,যা মানুষ কোনোদিন দেখেনি..তা আজ সবাই দেখুক। ওনার কাছ থেকে আমি আগে গহনা উদ্ধার করে আলাদা রাখি। তারপর তাকে বাইরে নিয়ে আসি আর বাকি জিনিসগুলো উদ্ধার করি। কুরবানির গরু কেনার জন্য ১ লাখ টাকা নগদ ছিলো। আর একটা জমি কেনা হচ্ছিল, সেই টাকার পরিমাণ ছিলো ৫ লাখ। মোট নগদ ৬ লাখ টাকা আর আম্মু, বোন, তাদের বউমাদের জন্য তৈরি করা এ পর্যন্ত সমস্ত গহনা প্রায় ২০ ভরি সে চাউলের বস্তার ভেতর করে নিয়ে যাচ্ছিলো।

সমস্ত জিনিস আম্মু নিজ হাতে তাকে দিয়েছে। পরে আম্মুর জ্ঞান ফিরলে আম্মু বললো, ও আম্মুকে পুড়ে যাওয়া ছবি দেখাচ্ছিলো, তারপর আম্মুর আর কিছু মনে নাই।সে এখন আমাদের স্থানীয় থানায় আছে।

তবে আজকে ভাগ্য ভালো আর আল্লাহর কী রহমত আমরা এরকম একটা বিপদ থেকে রক্ষা পেয়েছি। আম্মুর বড় কোনো ক্ষতি করেও তো দিতে পারতো। আম্মু এতটাই সরল-সোজা যে কেউ একটু ভালো মুখ দেখালে জান কেটে দেয়। আর অসহায় দরিদ্র মানুষ দেখলে তো কথাই নেই। এরকম ঘটনা আমাদের জীবনে প্রথমবার। সবাই সাবধান, অপরিচিত ভিক্ষুক দেখলে বাড়ির ভেতরে ঢুকতে না দেওয়াটাই উচিত।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে

পোস্ট :সংগৃহীত hasan https://www.facebook.com/abir.hasan.645093

24/05/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Arshed Miah, Md Rasel, Md Munna Ahmed

16/10/2023

Yes �সত্য প্রকাশে এগিয়ে যাক কালবেলা সেই প্রত্যাশা

অল্প সময়ে অনেক জনপ্রিয় মিডিয়া হয়ে উঠেছে কালবেলা, তার জন্য অভিনন্দন �

কালবেলা সম্পাদক, কর্মকর্তা, কর্মচারী ও এর সাথে জড়িত সকলের জন্য দো�����

16/06/2023

এই শহরে, সবার বন্ধু হয় না😓

❤️😚😚😚
06/06/2022

❤️😚😚😚

23/01/2022

এই বুঝি শীত নামলো !
Please
Follow the new page
👇👇
Badhon

Address


Alerts

Be the first to know and let us send you an email when FAHAD PRO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FAHAD PRO:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share