25/05/2025
সতর্কতা মূলক পোস্ট, প্লিজ সবাই সাবধান 🙏
টিউশন শেষ করে ৬:২৫-এ বাড়িতে এসেছি। এসে দেখি আম্মু এক মহিলা ভিক্ষুকের সাথে বারান্দায় বসে কথা বলছে। তার বয়স আনুমানিক ৪৫ হবে। রুমে এসে দেখি কারেন্ট নেই, আমি কাপড় চেঞ্জ করে গরমে বাইরে চলে আসি। আসার আগে আম্মু আমাকে বলে, তোর কাছে খুচরা টাকা থাকলে ওনাকে দে। ওনার ঘরবাড়ি সব পুড়ে গেছে। ৫০০ টাকাই ছিলো, ওনাকে দিয়ে বের হলাম বাড়ি থেকে, তখন প্রায় ৬:৪০ বাজে। সবকিছু নরমালই দেখে বের হলাম।
বাড়ি থেকে বেরিয়ে মাঠের দিকে হাঁটাহাঁটি করছি। আমার কিছু ভাইপো ভাইজিরা আইসক্রিম খাবে বলে বায়না ধরেছে, কিন্তু আমার কাছে কোনো টাকা না থাকায় আমি বাড়ি এসেছি টাকা নিতে। আমি বাড়ি ঢোকার সময় দেখি সেই ভিক্ষুক মহিলা খুব দ্রুত হেঁটে যাচ্ছে। আমি ভেবেছি আকাশে মেঘ, তাই হয়তো দ্রুত চলে যাচ্ছে।
বাড়িতে ঢুকে রুমে গিয়েই দেখি আম্মু ফ্লোরে পড়ে আছে। আলমারি খোলা, গহনা আর টাকার লকার খোলা,একদম ফাঁকা। আম্মু অচেতন হয়ে পড়ে আছে। দেখে আমি কী করবো বুঝে উঠতে না পেরে আগে ফোন দিয়েছি আমার কাকিদের। বলেছি, মাত্র যে ভিক্ষুক মহিলা গেলো, ওনাকে আটকাতে হবে। সারা মহল্লায় চিল্লাচিল্লি লেগে গেছে।
আম্মুর চোখে-মুখে পানি দিতে দিতে ডাক্তারকে ফোন দিলাম। ওদিকে আমাদের ভাগ্য ভালো মহিলাকে ধরে ফেলেছে, মারধরও করেছে। আমি গিয়ে ধরে আমাদের বাড়িতে আনি। তারপর আশেপাশের লোকজনদের তাড়িয়ে দিয়ে আমি ওনাকে নিয়ে রুমে আসি। আমি চাইনি যে এমন কিছু,যা মানুষ কোনোদিন দেখেনি..তা আজ সবাই দেখুক। ওনার কাছ থেকে আমি আগে গহনা উদ্ধার করে আলাদা রাখি। তারপর তাকে বাইরে নিয়ে আসি আর বাকি জিনিসগুলো উদ্ধার করি। কুরবানির গরু কেনার জন্য ১ লাখ টাকা নগদ ছিলো। আর একটা জমি কেনা হচ্ছিল, সেই টাকার পরিমাণ ছিলো ৫ লাখ। মোট নগদ ৬ লাখ টাকা আর আম্মু, বোন, তাদের বউমাদের জন্য তৈরি করা এ পর্যন্ত সমস্ত গহনা প্রায় ২০ ভরি সে চাউলের বস্তার ভেতর করে নিয়ে যাচ্ছিলো।
সমস্ত জিনিস আম্মু নিজ হাতে তাকে দিয়েছে। পরে আম্মুর জ্ঞান ফিরলে আম্মু বললো, ও আম্মুকে পুড়ে যাওয়া ছবি দেখাচ্ছিলো, তারপর আম্মুর আর কিছু মনে নাই।সে এখন আমাদের স্থানীয় থানায় আছে।
তবে আজকে ভাগ্য ভালো আর আল্লাহর কী রহমত আমরা এরকম একটা বিপদ থেকে রক্ষা পেয়েছি। আম্মুর বড় কোনো ক্ষতি করেও তো দিতে পারতো। আম্মু এতটাই সরল-সোজা যে কেউ একটু ভালো মুখ দেখালে জান কেটে দেয়। আর অসহায় দরিদ্র মানুষ দেখলে তো কথাই নেই। এরকম ঘটনা আমাদের জীবনে প্রথমবার। সবাই সাবধান, অপরিচিত ভিক্ষুক দেখলে বাড়ির ভেতরে ঢুকতে না দেওয়াটাই উচিত।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে
পোস্ট :সংগৃহীত hasan https://www.facebook.com/abir.hasan.645093