Mr.N A F I Z

Mr.N A F I Z Broken�Heart
(3)

  Singapore City😑
23/02/2025

Singapore City😑

  🙏স্বপ্নের সিংঙ্গাপুরে এজেন্সি (মাধ্যম) নিয়ে কিছু বলতে চাই আমাদের দেশি ভাইদের জন্য।হয়তো অনেকের ঝলবে/পুড়বে তবুও বলতে চা...
23/02/2025


🙏স্বপ্নের সিংঙ্গাপুরে এজেন্সি (মাধ্যম) নিয়ে কিছু বলতে চাই আমাদের দেশি ভাইদের জন্য।

হয়তো অনেকের ঝলবে/পুড়বে তবুও বলতে চাই, এশিয়া মহাদেশের অন্যতম দেশ সিংঙ্গাপুর,যাকে আমরা স্বপ্নের দেশ বলি। বিশেষ করে মধ্যবিও তরুন প্রজন্মের কাছে এর চাহিদা বাড়ছে এবং বাংলাদেশে স্কিল পাশ করে সিংঙ্গাপুরে আসার সুযোগ আগের মত নেই, তাই বিকল্প হিসাবে আনস্কিলে আসার হিড়িক একটু বেশি। আর এজেন্সিগুলো রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে, কারন অধিকাংশ মানুষ তাদের কাছ থেকে প্রতারিত। 👉বর্তমানে এজেন্সি নামধারী বেশিরভাগ প্রতিষ্ঠান ভায়া হয়ে আই পির কাজ করে এবং যার জন্য মোটা অংকের টাকা দিতে হয় প্রার্থিদের। আসলে এজেন্সি নামে ভুয়া অফিস খুলে বড় সাইনবোর্ড ব্যাবহার করলেই ফাঁদে ফেলা সহজ হয় প্রার্থিদের। আর যারা সিংঙ্গাপুরে যেতে ইচ্ছামতী তারা অফিসওয়ালা এজেন্সিদের সহজেই বিশ্বাস করে এবং টাকা দেয়। পরিশেষে তাদের সপ্নের টাকা ইতি ঘটে পথে বসতে হয়। দোষটা এজেন্সির নয়, দোষটা আমাদের, কারন এজেন্সি অফিস থাকলেই তারা সঠিক নয়।
কারন সিংঙ্গাপুরে আই পি করার মুল মাধ্যম অবশ্যই সিংঙ্গাপুরেই থাকে, আর এসব এজেন্সি শুধু মাএ একটা মাধ্যম। আমরা বাঙ্গালী তাই বুদ্ধি একটু সবসময় বেশি কাজ করে। মোট কথা সিংঙ্গাপুরে সরাসরি বিশ্বস্ত এজেন্সিবীহীন আই পি করা সবচেয়ে উওম, বিশেষ করে সিংঙ্গাপুরে কর্মরত কারো কোম্পানির লোকের মাধ্যমে আই পি করা উওম। কারন বর্তমান পরিসংখ্যান বলছে যে -- নামধারী অফিসওয়াল এজেন্সিরা সবচেয়ে বেশি প্রতারক।
ধন্যবাদ।

23/02/2025

আজ ২৩-০২-২০২৫ রোজ রবিবার, অগ্রণীতে আজকের ডলার রেইট- 91.30 টাকা + 2.50% সরকারি বোনাস !!

23/02/2025

What is that Food of China anyone Know that😑🍷

আরো দেন শাহবাগে ওয়াইফাই!
23/02/2025

আরো দেন শাহবাগে ওয়াইফাই!

 ন তে নবাব, ন তে নায়ক আর ন তে নাঈম। হ্যাঁ দর্শক বলিউডে যেমন নবাব পরিবারের সন্তান নায়ক সাইফ আলী খান, তেমনই আমাদের দেশের ন...
23/02/2025


ন তে নবাব, ন তে নায়ক আর ন তে নাঈম। হ্যাঁ দর্শক বলিউডে যেমন নবাব পরিবারের সন্তান নায়ক সাইফ আলী খান, তেমনই আমাদের দেশের নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক নাঈম ও নবাব পরিবারের। ঢাকায় বেড়ে উঠা এ নবাব বংশধর কিভাবে চলচ্চিত্র জগতের নায়ক হয়ে উঠলেন চলুন জেনে নিই।

নাঈমের বাবা খাজা মুরাদ হচ্ছেন ঢাকার নবাব পরিবারের খাজা সলিমুল্লাহর নাতি। নাঈমের মায়ের পরিবার ও ছিল নবাব পরিবারের। টাঙ্গাইলের করোটিয়া জমিদার বাড়ির কন্যা ছিলেন তিনি। জনপ্রিয় পপ গায়িকা সাবা তানি নাঈমের মায়ের দিক থেকে বোন হয়৷ নবাব পরিবারের আভিজাত্যের মধ্য দিয়েও ছোটবেলা থেকেই গান বাজনার প্রতি ঝোঁক ছিল নাঈমের। এমনকি নাঈমের বাবাও খুব ভালো বাঁশি বাজাতেন। নিলয় ও শেখ ইশতিয়াকের সঙ্গে একসাথে গিটার শিখতেন নাঈম। তার বোন জেবা মুরাদ ও একজন লেখক এবং ফটোগ্রাফার। আশির দশকে ১৬ বছর বয়সেই শুভ্র দেব ও সাবা তানির মিউজিক ভিডিও “চলো না ঘুরে আসি’ গানে মডেল হন নাঈম। সঙ্গে করেছেন সানস্লিক ও বাটার বিজ্ঞাপন।।

নব্বইয়ের গোড়ার দশক চলচ্চিত্রের ক্যাপ্টেন খ্যাত বিখ্যাত পরিচালক এহতেশাম নতুনদের নিয়ে ছবি নির্মানের চিন্তা করছিলেন। কিন্তু নতুন মুখ পান কোথায়। খোঁজ নিতে নিতে দেখা পান নাঈমের, কিন্তু নাঈমের ছিল গানের প্রতি ঝোঁক। অবশেষে এহতেশাম তাকে রাজি করান, সঙ্গে নায়িকা নবাগতা শাবনাজ। এভাবেই শুরু ‘'চাঁদনী” ছবির কাজ। ১৯৯১ সালে মুক্তির পর যে ছবি পুরো বাংলাদেশে হৈ চৈ ফেলে দেয়। চাঁদনী তখন শুধু নিছকই বছরের সেরা ব্যবসাসফল ছবি নয়, নাঈম আর শাবনাজের আগমনের ফলে নতুনদের নিয়ে ছবি বানানোর হিড়িক পড়ে যার সুবাদে আমরা পাই ওমর সানী, সালমান শাহ, মৌসুমী, শাবনূর,সাব্বির, আমিন খান, রিয়াজ, শাকিল, পপি, শাকিব খানদের। এই জন্য নাঈমকে নব্বইয়ের দশকের নায়কদের অগ্রদূত বলা হয়।

06/12/2024

জীবনে সফল হতে হলে হতাশ হওয়া যাবে না.. সকল বাধা কে জয় করে সামনে এগিয়ে যেতে হবে...

Address

Doulatpur
Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr.N A F I Z posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr.N A F I Z:

Share