কল্পকথা By Kobir Khan

কল্পকথা By Kobir Khan Steps For Life is Provide education, entertainment, culture and bangla news video and contents. Educational
Entertainment
News
Sports
Cultural

সূর্য যখন অস্তগামী পাখিরা সব ফেরে নীড়ে সারাদিনের ক্লান্ত শরীর শান্তির আশায় ঘরে ফেরে। ঘর কা বধূ না হয় যদি  দরদী মাখা খ...
18/12/2025

সূর্য যখন অস্তগামী
পাখিরা সব ফেরে নীড়ে
সারাদিনের ক্লান্ত শরীর
শান্তির আশায় ঘরে ফেরে।
ঘর কা বধূ না হয় যদি
দরদী মাখা খোশদিলে
দুনিয়া তার ছোটখাটো
কোথাও না শান্তি মিলে।
#কল্পকথা

10/12/2025

যোদ্ধা
""""""""""""""""""'"""""""""""
#কবির_খান।

মানুষ হয়ে জন্ম আমার
তবু মানুষের মত মানুষ হতে যুদ্ধ করি
যত সব শয়তান অমানুষের বিরুদ্ধে
মানবিক হতে সর্বদা লড়ি।

আমি ক্ষুদার্থ বলে ক্ষুদা নিবারণে
ভাতের জন্য যুদ্ধ করি
বুভুক্ষ হাভাতে যারা গেছে মরে
তাদের কথা স্মরন করি।

গৃহহীন আমি ছিন্নমুল
জীবন যুদ্ধেই কাটে চিরটাকাল
রোদ-বৃস্টি, ঝড়-তুফান, শীত-বরষায়,
মাথার উপর নাই একটু চাল।

আমি হতভাগা চাষী
বারোমাস কঠোর শ্রমে ফলাই ফসল
যুদ্ধকরি ন্যায্য মুল্যের আশায়
তবু বাবুদের হাতেই বাজার দখল।

আমি জেলে পাড়ায় থাকি বলে
যুদ্ধ আমার নৌকা ও জালে
মাছের গন্ধ পাই নাকে
তবে মাছের স্বাদ উঠে ঐ মহাজনদের গালে।

আমি শ্রমিক আমি দিনমজুর
দুহাতে যুদ্ধ করি দেশ গড়বো বলে
আমাদের মাথায় লাঠি ভাঙ্গে
ওরা লুট করে খায় ক্ষমতার বলে।

আমি স্বাধীন স্বাধীন বলে চিৎকার করি
ওরা গলা চিপে মারে
যুদ্ধ করে যদি বলি কথা
তবে আমার ঘড় কাশিমপুরের কারাগারে।

আমি ভাষার জন্য যুদ্ধ করি
ওরা চায় রক্ত-লাল
অধিকার আদায়ে বারবার মরি
এ সংগ্রাম থাকবে চিরকাল।

আমি ভোটার ভোটের জন্য যুদ্ধ করি
এ যুদ্ধের হবে না অবসান
আমার স্বাধীনতা যদি ফিরে না পাই
সকল কাজে বিরাজমান।।
তারিখ #২৬/০৩/২০২১।

09/12/2025

পথের দিশা
"""""""""""""""''''''''''''''''
#কবির_খান

তোমার এই আলোকসজ্জা বিজলী বাতি
দুর কি হবে? আধার কালো গভীর রাতি
ভোরের রবি যদি না হাসে।
বৃথায় ঘড়ে প্রদীপ জ্বালো নিত্যদিন
পাপের কালো বাড়ছে তবু দিনকেদিন
মিথ্যা সুখের স্বপ্ন আশে।।

দেহের ময়লা দুর করিতে গোসল যেমন কর
আত্মশুদ্ধি করতে তেমন আল-কোরআনের পথটি ধর
জ্বলবে আলো নিভে নিশা।
দুর করিতে হৃদয়ে পাপের আধার কালো
হৃদয় মাঝে আল-কোরআনের প্রদীপ জ্বালো
জানবে কোরআন পথের দিশা।
তারিখ #৩০/০৩/২০২১।

07/12/2025

আখিরাতের কথা ভাবো, এ দুনিয়া ক্ষণিক খেলা,

06/12/2025

পথে পথে
****************
#কবির_খান

আমি মুসাফির ছেড়ে নীড় চলছি পথে পথে
চলছি একা একা,আকা বাকা পথে,
চলছি চলছি, খুব সকালে নগ্নপায়ে
শিশির ভেজা ঘাস মাড়িয়ে
ফসলের মাঠ পেরিয়ে
লক্ষ্যপানে।
ফালগুনের আগুন মেখে চৈতি হাওয়ায়
উত্তপ্ত রৌদ্র ,ছায়ায় ,বৈশাখী ঝড়ঝাপ্টায়
বজ্রপাতে দলে।
বন-বনানী পাহাড় ঝর্ণা নদীর তীর ধরে
হাঁটতেছি জনহীন শুন্য প্রান্তরে প্রান্তরে
অাষাঢ়ে বর্ষায় হাওরে বাওরে নৌকায়
দ্বার বেয়ে বেয়ে
সারি গান গেয়ে।
চলছি আমি শেষ বিকালে গোধুলী বেলায়
দিবাকর ডুবে যায় দিগন্তের শেষ যেথায়
আকাশের সীমানায়,
শেষ বেলার শেষ আলোকচ্ছটা সারা আকাশটা
ছড়িয়ে দেয় মায়া রক্তিম আভা।
ঝিরি ঝিরি বাতাস বহে ধীরে ধীরে
সন্ধার আগমনি গান গেয়ে গেয়ে
পাখিরা নীড়ে ফেরে আপন ঠিকানায়
শুধু আমি চলি দুর-অজানায়, অলিক ভাবনায়,
ঘর হারা বাঁধন হারা ।
সন্ধা নেমে আসে অস্তচল আকাশে
একখানি তারা প্রকাশে
ঐ তারার পানে থাকি চেয়ে,
অল্প স্বল্প গল্পে মাতি
শুধাই তারে বলবে কি আমারে
দিন-রাতি যারা ছিলো ক্ষণিক সাথী
স্বার্থ সিদ্ধি শেষে ছেড়েছে আমায় হেঁসে
ফিরেছে নীড়ে, দুরে ছুড়ে
পাইনি কখনো বন্ধু করে,
তুমি ও কি যাবে এমনি করে?
হেঁসে বলে সন্ধা-তারা আমি আপন হারা
দিগন্ত তীরে সন্ধায় আসি ফিরে ফিরে
আমাকে যায়না বন্ধু করা !
সহসা তরিঘড়ি আসে বিভাবরী
আমি হই সঙ্গিহীন চলি অন্তহীন।।
(রচনা কাল ৩০/০৫/২০২১।

পরিণতি (ট্রায়োলেট)*******************           --কবির খান ফুলের বনে ফুলটি যেমনফোটে আবার ঝড়ে পরে,এ দুনিয়ার জীবন তেমনফ...
29/11/2025

পরিণতি (ট্রায়োলেট)
*******************
--কবির খান
ফুলের বনে ফুলটি যেমন
ফোটে আবার ঝড়ে পরে,
এ দুনিয়ার জীবন তেমন
ফুলের বনে ফুলটি যেমন।
সুখী হবে পরের জীবন,
গেলে কেউ সৎকাজ করে
ফুলের বনে ফুলটি যেমন
ফোটে আবার ঝড়ে পরে।।

এই পদ্মা নদী এস. এ কবির খান এই পদ্মা নদী চলার গতি যার অবিরাম দুপারে গড়ে উঠেছে লোকালয় হাজারো গ্রাম ছোট বড় অনেক নৌকা নদ...
29/11/2025

এই পদ্মা নদী
এস. এ কবির খান

এই পদ্মা নদী চলার গতি যার অবিরাম
দুপারে গড়ে উঠেছে লোকালয় হাজারো গ্রাম
ছোট বড় অনেক নৌকা নদীর বুক চিরে চলে
মাঝিরা প্রতিনিয়ত মাছ ধরে নদীর মিষ্টি জ্বলে
মিষ্টি পানিতে রয়েছে ছোট বড় অনেক মাছ
বেলে চিংড়ি বোয়াল ইলিশ ধরা পরে বারোমাস।
নদী এপার ভাঙ্গে ওপার গরে কারো বা ভাঙ্গে ঘর
তবু জীবন জীবিকার তরে নদীতে ছুটে আসে নিরন্তর।

25/11/2025

বিভীষণ
"""""""""""""""""""""""""""""
#কবির_খান

গোণা দিন হয়না শেষ
অপেক্ষার প্রহর দীর্ঘ হয়
বারবার লাগে ব্যাথা
অঙ্গে যদি ক্ষত রয়।

একের পর এক বিপদ আসে
ধৈর্য যদি ধরা যায়
দুঃখের পর সুখ আসে
ধৈর্যের ফল মেওয়া পায়।

মাথায় যার তেল আছে
তারেই তেল দেয় সবাই
দুঃখীর দুঃখ ঘুচাবার তরে
কেউ দেখ পাশে নাই।

কাঁটার আঘাত সওয়া সহজ
ফুলের আঘাত যায়না সওয়া
কাছের মানুষ দিলে আঘাত
যারে তারে যায়না কওয়া।

শত্রু যত ই শক্তিশালী হোক
সামনাসামনি লড়াই করে
ঘড়ের শত্রু বিভীষণ
নিত্য মারে অগোচরে।।

তারিখ #১৩/০৩/২০২১।

অগ্রদূত********************** #কবির_খানতারিখ ঃ০৪/০১/২০২২দুনিয়ার এই মোহ মায়া ছিঁড়েমুনাফেকি ছেঁড়ে আয় আবার ফিরেপূর্ণ ঈ...
23/11/2025

অগ্রদূত
**********************
#কবির_খান
তারিখ ঃ০৪/০১/২০২২

দুনিয়ার এই মোহ মায়া ছিঁড়ে

মুনাফেকি ছেঁড়ে আয় আবার ফিরে

পূর্ণ ঈমান মুসলমানের ভিড়ে

অন্যায়ের প্রতিবাদে যারা করছে মিছিল।

ঘুমে ঘুমে আর কতকাল কাটাবি

হালুয়া রুটি খেয়ে ভাবছিস জান্নাতে যাবি

শয়তানের হামলা থেকে কি করে বাঁচাবি

দেখ জুলুমে ভরে গেছে বিশ্ব নিখিল।

ওরে ও জ্ঞানান্ধ খোল দুই চোখ

মিথ্যা প্রেমের ভানে করছো যে শোক

কোরআন না জেনে বঞ্চিত সত্যালোক

জীবন সমস্যার সমাধানে আয় কোরআনে।

মানুষ হয়ে মানুষের গোলামি ছাড়

নিজস্ব কি আছে মিথ্যা অহংকার

আমি আমার করে খুলছো লোভ হিংসার দ্বার

ঐক্যবদ্ধ হতে আয় জিহাদের ময়দানে।

যাদের হাতে বিশ্ব হয়েছে শাসন

আজ তারা পরেছে ভিখারির ভূষণ

চতুর্দিক হতে ঘিরেছে নির্যাতন

এবার তবে জেগে উঠ দিয়ে হুংকার।

মুখে মুখে আল্লাহু আকবার ধ্বনি

দিকে দিকে বিজয়ের গুঞ্জন শুনি

জিহাদে যাবার সময় এখুনি

ফিরবেই ফিরবে হারানো গৌরব আবার।

হেমন্তের গ্রাম বাংলা  -------------------------কবির খান।মেঘের উপর মেঘ ভেসে যায়নদীর জলে পড়ে তার ছায়া,দুকুলের কাশবন ফুল...
22/11/2025

হেমন্তের গ্রাম বাংলা

-------------------------কবির খান।
মেঘের উপর মেঘ ভেসে যায়
নদীর জলে পড়ে তার ছায়া,
দুকুলের কাশবন ফুলে ফুলে হয়েছে সাদা
মাঝিরা যায় মাছ ধরতে ছোট্ট নাও বায়া।।

হেমন্তের ওই ধানের ক্ষেতে দোলা দিয়ে
বিলের পানি ছুঁয়ে ছুঁয়ে বাতাস এসে লাগে যখন গায়,
আহ হৃদয়ে কি শিহরণ জাগে সেকি অনুভূতি
ক্লান্ত পথিক স্বস্তি পেতে বসেন বটগাছের ছায়ায়।।

খুব সকালে দুর্বা ঘাসে শিশিরকণা মুক্তা হাসে
সোনালী রং রোদ্র নিয়া সূর্য যখন ওঠেন হেসে,
মেঠো পথে খালি পায়ে ব্যস্ত হয়ে রাখাল ছেলে
খেত খামারের কামে ,যায় আপন বেশে।।

শিউলি ফোটা ঝিঁ ঝিঁ ডাকা রাতে
রুপালি চাঁদের আলো দিঘির পারে যখন পড়ে,
কিযে স্নিগ্ধতা আর মায়াভরা ছবি
প্রভু, তখন তোমার দয়ার কথাই জাগে অন্তরে।।

Address

Kushtia
Kushtia

Telephone

+8801778269919

Website

Alerts

Be the first to know and let us send you an email when কল্পকথা By Kobir Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কল্পকথা By Kobir Khan:

Share