22/11/2025
হেমন্তের গ্রাম বাংলা
-------------------------কবির খান।
মেঘের উপর মেঘ ভেসে যায়
নদীর জলে পড়ে তার ছায়া,
দুকুলের কাশবন ফুলে ফুলে হয়েছে সাদা
মাঝিরা যায় মাছ ধরতে ছোট্ট নাও বায়া।।
হেমন্তের ওই ধানের ক্ষেতে দোলা দিয়ে
বিলের পানি ছুঁয়ে ছুঁয়ে বাতাস এসে লাগে যখন গায়,
আহ হৃদয়ে কি শিহরণ জাগে সেকি অনুভূতি
ক্লান্ত পথিক স্বস্তি পেতে বসেন বটগাছের ছায়ায়।।
খুব সকালে দুর্বা ঘাসে শিশিরকণা মুক্তা হাসে
সোনালী রং রোদ্র নিয়া সূর্য যখন ওঠেন হেসে,
মেঠো পথে খালি পায়ে ব্যস্ত হয়ে রাখাল ছেলে
খেত খামারের কামে ,যায় আপন বেশে।।
শিউলি ফোটা ঝিঁ ঝিঁ ডাকা রাতে
রুপালি চাঁদের আলো দিঘির পারে যখন পড়ে,
কিযে স্নিগ্ধতা আর মায়াভরা ছবি
প্রভু, তখন তোমার দয়ার কথাই জাগে অন্তরে।।