Shohag 2M

Shohag 2M দেশের দিন সর্বশেষ প্রযুক্তি, মিডিয়া এবং বিজ্ঞান সংবাদ। পরিবেশবান্ধব জীবনযাপন, টেকসই সমাধান এবং সবুজ উদ্যোগ নিয়ে আমাদের নিবন্ধ পড়ুন।

05/04/2025

🌍 ৭,৮,৯ বছর আগে কী হবে? দাজ্জাল আগমনের ভয়াবহ পূর্বাভাস

1. শিরক আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় জুলুম। (সূরা লুকমান: ১৩) 2. শিরক পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। (সূরা আন-নিসা: ৪...
21/02/2025

1. শিরক আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় জুলুম। (সূরা লুকমান: ১৩)
2. শিরক পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। (সূরা আন-নিসা: ৪৮; লুকমান: ১৩)
3. শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। (সূরা আন-নিসা: ১১৬ ও ৪৮; তিরমিযী, হা/৩৫৪০; মিশকাত, হা/২৩৩৬; সনদ সহীহ)
4. শিরক জীবনের যাবতীয় কৃত আমল ধ্বংস করে দেয়। (সূরা আল-আন‘আম: ৮৮; সূরা আয-যুমার: ৬৫)
5. শিরককারীকে আল্লাহ প্রত্যাখান করেন। (সহীহ মুসলিম, হা/৭৬৬৬; মিশকাত, হা/৫৩১৫)
6. শিরককারী অপবিত্র। (সূরা আত-তাওবা: ২৮)
7. শিরক ধ্বংস ও বিপর্যয়ের কারণ। (সূরা আল-হাজ্জ: ৩১)
8. মুশরিকদের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাওয়া নিষিদ্ধ। (সূরা আত-তাওবা: ১১৩)
9. ক্বিয়ামতের দিন শিরক চরম এক ব্যর্থতা। (সূরা আল-কাহাফ: ৫২)
10. শিরককারীর জন্য রাসূলুল্লাহ (ﷺ) শাফা‘আত করবেন না। (তিরমিযী, হা/২৪৪১, সনদ সহীহ)
11. শিরককারী মুশরিকদের জন্য জান্নাত হারাম। (সূরা আল-মায়িদা: ৭২; সহীহ বুখারী, হা/১২৩৮; সহীহ মুসলিম, হা/২৭৯; মিশকাত, হা/৩৮)

মহান আল্লাহ আমাদেরকে শিরক ও বিদআত থেকে হেফাজত করুন।

18/02/2025

তোমার রব কে?
thoughts islam thought about allah

বালতাসার এবং ব্লিমুন্ডা: জোসে সারামাগোর ঐতিহাসিক প্রেম কাহিনী
07/11/2024

বালতাসার এবং ব্লিমুন্ডা: জোসে সারামাগোর ঐতিহাসিক প্রেম কাহিনী

এই বাড়িটা আজ ৬দিন পর্যন্ত এভাবেই লাইটিং করে রাখা হয়েছে। ছেলের বাড়ি। বিয়ে করেছে ১৭বছরের প্রেমের সম্পর্কে বেধে থাকা প্রিয় ...
04/11/2024

এই বাড়িটা আজ ৬দিন পর্যন্ত এভাবেই লাইটিং করে রাখা হয়েছে। ছেলের বাড়ি। বিয়ে করেছে ১৭বছরের প্রেমের সম্পর্কে বেধে থাকা প্রিয় মানুষটাকে। অনেক ছোট বয়স থেকে কথা দিয়ে রাখা ছেলেটা আজ ব্যারিস্টার। বউ ডাক্তার। সফল তারা। তাদের দুজনের এই সফলতার পিছনে সাপোর্ট হিসেবে কাজ করেছে ছেলের বাবা। বাবা ছেলেকে এই মেয়ে ছাড়া অন্য কারো সাথে মিশতে দেয়নি,অন্য কোথাও জড়িয়ে যাওয়ার ভয়ে নিজে ছেলেকে ভার্সিটিতে দিয়ে আসতেন আবার আনতেন। মেয়েটাকে আগলে রাখতো নিজের মেয়ের মত। কখনো ছেলেটার বাড়িতে মেয়েটা আসেনি,একেবারে বউ করে আনবে তাই। মেয়ের বাবা মায়ের সাথে গোপনে সব ঠিকঠাক করে রেখেছিলো। যা ছেলেমেয়ে কেউই জানতেন না। যেন তারা কোন অনৈতিক সম্পর্কে জড়িয়ে না পরেন সেইদিকটা পর্যন্ত ও খেয়াল রেখেছিলো খুব করে। মেয়েটাও শ্বশুর কে পাগলের মত ভালবাসে। সবকিছুর পরে গত শুক্রবার বিয়ের ডেট ফিক্সড হয়। তাদের বিয়ের আয়োজন দেখে,শুনে আমাদের চক্ষু ছানাবড়া। মেয়ে এ টু জেড শ্বশুর বাবার পছন্দে পরবে। বাবা নিজ হাতে সবকিছু শপিং করেছে মেয়েকে সাথে নিয়ে নিয়ে। তার জীবনের সমস্তটুকু দিয়ে সে মেয়েটার সব স্বপ্ন পুরনের জন্য প্লান করেছে। তার সবথেকে বড় স্বপ্ন ছিল তার ছেলের বিয়ের চেয়েও ওই মেয়েকে তার ঘড়ে আনা। এবং এই বিয়েতে সাতদিন পর্যন্ত লাইট জলবে তার বাড়িতে! নিজের বাড়িতে লাইট ছাড়া আর কোন ঝামেলা করেনি।সবকিছু সেন্টারে হবে এইভাবেই ফিক্সড করেছিলো! বিয়ের এক সপ্তাহ আগে সবকিছু এরেঞ্জ শেষ। গত মঙ্গলবার সকালে বাড়িতে লাইটিং করবে। সোমবার রাতে.. সেই ছেলের বাবাটা স্বপ্ন পুরন নিজ চোখে দেখার আগেই চলে গেলেন.. মানে আমি জাস্ট ধপ করে বসে পরছিলাম সেদিন সংবাদটা শুনেই! মেয়েটা সেন্সলেস হয়ে পরেছিলো! ছেলেটা পাগল পাগল! সমস্ত আয়োজন, সব প্লান নিভে গেলো এক মুহুর্তে! একটা সুন্দর গাড়ি ঢুকতো বাড়িতে। ছেলের বিয়ের গাড়ি! ফুল দিয়ে সাজানো গাড়ি! পুতুলের মত একটা বউমা বসে থাকবে! সেখানে বাড়িতে ঢুকলো লা/শের গাড়ি.. হঠাৎ স্ট্রোক! পাচ মিনিটেই শেষ! দুনিয়ার সকল আয়োজন বুঝি এমনি মিথ্যে!!? ছেলেটা বিয়ে করেছে পরশু শুক্রবার মসজিদে কাজী ডেকে ইমাম সাহেবকে নিয়ে বিয়ে পরিয়ে বাসায় চলে আসছে! বউ শাড়ি পরেনি,সাজেনি! সারাদিন তারা বাবার কবরের পাশেই কাটিয়েছে! উফফফফ জীবন.. ঠিক শনিবার থেকে বাড়িতে লাইট জলছে! ছেলেটা ইচ্ছে করেই পাগলের মত বলেছে তোমরা লাইট সাজাও! আমার বাবা দেখুক তার বাড়িতে সাতদিন পর্যন্ত লাইট জলে লাইট জলেছে আমরা প্রতিবেশীরা দেখছি! আর বুকের ভিতর হুহু করছে! লাইটটাই শুধু জলছে,মন পুড়ছে! লাইট হয়ত কাল খুলে ফেলবে! আমি হতভম্ব! বারান্দায় গেলেও আমার চোখ ঝাপসা হয়ে আসে এই লাইটিং দেখে!!!!! রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানী সাগিরা! কবরস্থানের দিকে তাকালে, মনে হয়! পৃথিবীর সব ‘আয়োজন’ বৃথা!

Uk -তে ভালো বিশ্ববিদ্যালয় স্কলারশিপ সহ ভর্তির জন্য IELTS স্কোর সাধারণত ৬.৫ থেকে ৭ পয়েন্ট ফাইভ এর মধ্যে হওয়া প্রয়োজন,...
03/11/2024

Uk -তে ভালো বিশ্ববিদ্যালয় স্কলারশিপ সহ ভর্তির জন্য IELTS স্কোর সাধারণত ৬.৫ থেকে ৭ পয়েন্ট ফাইভ এর মধ্যে হওয়া প্রয়োজন, তবে অনেক শীর্ষ বিশ্ববিদ্যালয় ৭ কিংবা তার বেশি স্কোরের চাহিদা থাকে।
ফ্যামিলি স্পরিং এবং ভিসা সম্পর্কিত তথ্য

আপনি কোন ধরনের প্রোগ্রামের ভর্তির জন্য আবেদন করবেন তার ওপর ভিত্তি করে স্কোরের ভিন্নতা থাকতে পারে।

ফ্যামিলি স্পরিং এবং ভিসা সম্পর্কিত তথ্য:

▪ স্টুডেন্ট ভিসার অধীনে TIER 4 ভিসা ভিসা যদি আপনি পান তাহলে আপনি আপনার পরিবারকে নিয়ে ইউকে তে অবস্থান করতে পারবেন । যদি মাস্টার্স বা তার উপরে কোন প্রোগ্রামে ভর্তি হন।

▪ ফ্যামিলি ভিসার জন্য প্রমাণ দেখাতে হয যে আপনার পর্যাপ্ত ফান্ড আছে এবং স্পন্সরশিপ এর জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করুন।

বাংলাদেশ থেকে সহজে ইউরোপের কোন কোন দেশে ভিসা পাওয়া সম্ভব? ভিসা প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তথ্য এই সম্পর্কে বিস্তারিত জান...
01/11/2024

বাংলাদেশ থেকে সহজে ইউরোপের কোন কোন দেশে ভিসা পাওয়া সম্ভব? ভিসা প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তথ্য এই সম্পর্কে বিস্তারিত জানুন:

ভারতের নাগরিকত্ব আইন ২০২৪: অধিকার, শর্তাবলী ও নিয়ম
30/10/2024

ভারতের নাগরিকত্ব আইন ২০২৪: অধিকার, শর্তাবলী ও নিয়ম

ভারতের সংবিধান কেমন হতো যদি ব্রিটিশ শাসন না আসতো  এই সম্পর্কে আরো বিস্তারিত পড়ুন
30/10/2024

ভারতের সংবিধান কেমন হতো যদি ব্রিটিশ শাসন না আসতো এই সম্পর্কে আরো বিস্তারিত পড়ুন

ভবিষ্যতে কাজে লাগবে এমন ১০টি গুরুত্বপূর্ণ দক্ষতা
30/10/2024

ভবিষ্যতে কাজে লাগবে এমন ১০টি গুরুত্বপূর্ণ দক্ষতা

ইউরোপে বেশ  কয়েকটি  দেশ  আছে  যেখানে  এইচএসসি পরীক্ষা শেষে স্কুল আসি সহ বিনামূল্যে অথবা না মাত্র খরচ করে পড়াশোনা সুযোগ...
28/10/2024

ইউরোপে বেশ কয়েকটি দেশ আছে যেখানে এইচএসসি পরীক্ষা শেষে স্কুল আসি সহ বিনামূল্যে অথবা না মাত্র খরচ করে পড়াশোনা সুযোগ রয়েছে, তার সাথে পার্ট টাইম কাজ করার অনুমতি পাওয়া যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো:

ইউরোপে বেশ কয়েকটি দেশ আছে যেখানে এইচএসসি পরীক্ষা শেষে স্কুল আসি সহ বিনামূল্যে অথবা না মাত্র খরচ করে পড়াশোনা সুযোগ রয়েছে, তার সাথে পার্ট টাইম কাজ করার অনুমতি পাওয়া যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো,
স্কলারশিপ ও পার্ট টাইম চাকরির সহজ সুযোগ

▶জার্মানি:
▶অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় টিউশন ফি একদম ফ্রি।
▶স্কলারশিপ: DAAD এবং Erasmus Mundus- এর মত স্কলারশিপ আছে l
▶পার্ট টাইম জব: সপ্তাহে মিনিমাম ২০ ঘন্টা কাজ করতে পারবেন।

▶নরওয়ে:

▶শিক্ষা খরচ: পাবলিক বিশ্ববিদ্যালয় ফ্রি শিক্ষার ব্যবস্থা আছে।
▶স্কলারশিপ: দৌড়ে জিয়ান সরকার এবং Erasmus + স্কলারশিপ প্রোগ্রাম এর ব্যবস্থা রয়েছে।
▶পার্ট টাইম: সপ্তাহে ঘণ্টা 20 কাজ করার অনুমতি।

▶ফিনল্যান্ড:

▶ শিক্ষা খরচ: অনেক বিশ্ববিদ্যালয় কবে একদম নামমাত্র খরচে পড়াশোনা করতে পারবেন ▶স্কলারশিপ: বিভিন্ন গভারমেন্ট স্কলারশিপ এবং Erasmus +
▶পার্ট টাইম কাজ: সপ্তাহে নির্মত 20 ঘন্টা

▶অস্ট্রিয়া:

▶শিক্ষা খরচ: অল্প টিউশন ফি দিয়ে অনেক নামি বিশ্ববিদ্যালয় পড়াশোনা করা যায়
▶স্কলারশিপ: বিভিন্ন গভারমেন্ট স্কলারশিপ এবং Erasmus +
▶পার্ট টাইম কাজ: সপ্তাহে নির্মত 20 ঘন্টা

অন্য দেশের স্কলারশিপ গুলো নির্দিষ্ট যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া থাকে। সেইগুলো ভালোভাবে জেনে আবেদন করুন

Address

Kushtia
7021

Alerts

Be the first to know and let us send you an email when Shohag 2M posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shohag 2M:

Share