
28/07/2025
আফসোস এগুলো যদি আগে জানতাম, তাহলে জীবনে আরো উন্নতি করতে পারতাম। জীবনে ধাক্কা খেতে খেতেই এগুলো শিখলাম।
একজন বালক তখনই পুরুষ হয়, যখন সে মুখোশের আড়ালের মানুষদের চিনতে শিখে । তখনই সে emotionally mature হয়। এই দুনিয়ার সবাই তোমার সফলতা চায় না। তারা চাই তুমি ভেঙে পড়ো,ধুমড়ে মুচড়িয়ে যাও,তাদের পায়ের নিচে পরে থাকো! তাদের
অনেকেই আপন মানুষ সেজে পাশে থাকে—কিন্তু তাদের ভিতরে চলে তোমাকে কিভাবে পায়ের নিচে রাখা যাবে তার পরিকল্পনা।
এজন্য তারা নিজের অজান্তেই বিভিন্ন প্রদ্ধতি ব্যবহার করে।
🎭 ১. Gaslighting
তোমাকে তারা বার বার বলবে তুমি পারবে না। তুমি এর আগে ব্যর্থ হয়েছে। এখন সেই তোমার দ্বারা কিভাবে সম্ভব।তোমার এই সমস্যা, তোমার ঐ সমস্যা। তোমাকে এগুলো বার বার মনে করিয়ে দেবে।
👉 এর ফলশ্রুতিতে তুমি নিজের ওপর সন্দেহ করতে শুরু কররে।
💣 ২. Love Bombing
হঠাৎ তোমার প্রতি অতিরিক্ত ভালোবাসা, প্রশংসা, গুরুত্ব দেখাবে, তারপর নিজের কাজ করিয়ে নিয়েই দূরে সরে যাবে! অনেকটা
"কাজের বেলায় কাজী,
কাজ ফুরারেই পাঁজী "
😔 ৩. Guilt Tripping
তোমাকে সবকিছুর জন্য দায়ী করে ফেলবে
যাতে তুমি সর্বদা অপরাধবোধে ভুগো এবং তাদের কথামতো চলো।যেমন--
তুই এই কাজ না করলে এটা হতো না।
আজ এই দিন তোর জন্যই দেখতে হচ্ছে।
যেন সব ভুল তোমার একার।
🧊 ৪. Silent Treatment
চুপ থেকে তোমাকে মানসিক কষ্ট দেওয়া,
যাতে তুমি ভেঙে পড়ো এবং ক্ষমা চাও এমন কিছু জন্য যা তুমি করোইনি।
🎭 ৫. Emotional Blackmail
"বাবু, তুমি আগে কল কাটলে আমি কষ্ট পাবো",
"বাবু, আমি না হয় এটা করলাম তাই বলে তুমি আমাকে আদর করে রাগ ভাঙ্গাতে?, আমি কি এতোই খারাপ"
এইসব কথায় ফাঁদে ফেলার চেষ্টা।
🛡 একজন বালক তখনই পুরুষ হয়, যখন সে এসব ছলনার ফাঁদে পড়ে না।
🔥 পুরুষ হওয়া মানে কেবল শক্তিশালী হওয়া নয়—
বরং নিজের আত্মমর্যাদা, মানসিক শান্তি, এবং সময়ের মূল্য বোঝা।
Be mature, be a man.