Vkushtia News

Vkushtia News সত্যের পথে অবিকল সৈনিক সর্বদা সত্য খবর?

একটি হারানো বিজ্ঞপ্তি ছেলেকে খুঁজে পেতে সবাই শেয়ার করে সঙ্গেই থাকুন ছেলেটির নামঃ-নাফিউল ইসলাম (নাফি)।পিতাঃ-সোহেল রানা।স...
09/08/2025

একটি হারানো বিজ্ঞপ্তি ছেলেকে খুঁজে পেতে সবাই শেয়ার করে সঙ্গেই থাকুন
ছেলেটির নামঃ-নাফিউল ইসলাম (নাফি)।
পিতাঃ-সোহেল রানা।
সাংঃ-নারিকেলতলা,
কোর্টপাড়া,কুষ্টিয়া।
০৮-০৮-২০২৫,শুক্রবার বিকাল ৫ঃ৩০ মিনিট নাগাদ বাড়ি থেকে বের হয়ে এখন পর্যন্ত বাসায় ফেরেনি।সম্ভাব্য সকল যায়গায় খোঁজা খুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।
যদি কেউ ছেলেটির খোঁজ পান দয়া করে যোগাযোগ করবেন।
মোবাঃ-01790849849

কুষ্টিয়া রথে চাঁদাবাজি সকলে আলামিন হোসেন কানাই এর সমর্থক বলে অভিযোগ উঠছে। কুষ্টিয়া শহরের রথের মেলাকে কেন্দ্র করে ফুটপাথ...
06/07/2025

কুষ্টিয়া রথে চাঁদাবাজি সকলে আলামিন হোসেন কানাই এর সমর্থক বলে অভিযোগ উঠছে।

কুষ্টিয়া শহরের রথের মেলাকে কেন্দ্র করে ফুটপাথের ব্যবসায়ীদের কাছে থেকে চাঁদাবাজির সময় লাঞ্ছিত হয়েছেন এটিএন বাংলা ও কালবেলার কুষ্টিয়া প্রতিনিধি তুহিন আহমেদ।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি সকল সদস্য। অভিযুক্ত চাঁদাবাজ রা বাজারের ইজারা নেয়া টোকন বই ছাপিয়ে চাঁদাবাজি করেন এ-ই বেপারে গত সপ্তাহে ইজারা নেয়া ব্যক্তিরা। থানায় একটা অভিযোগ দায়ের করেন #অভিযুক্তদের দাবি আমাদের ছাপানো টোকন বই তারা ডুবলিকেট ভাবে ছাপিয়ে ব্যবহার করছে কিন্তু পুলিশ ধরতে ব্যর্থ হন এই সদস্যদের।

মসজিদের পাশেই মাদকের আখড়া পশ্চিমে মসজিদ পূর্বদিকে মাদক সেবনের আস্তানা উত্তরে বালিকা বিদ্যালয় কুষ্টিয়া হাউজিং সি ব্লকে হ...
27/05/2025

মসজিদের পাশেই মাদকের আখড়া পশ্চিমে মসজিদ পূর্বদিকে মাদক সেবনের আস্তানা উত্তরে বালিকা বিদ্যালয় কুষ্টিয়া হাউজিং সি ব্লকে

হাউজিং বালিকা বিদ্যালয়ের দূরত্ব বড়জোর এক শ গজ। এই বিদ্যালয়ের ঠিক পেছনেই একটি মাঠের, পাশে একটি ভবন নগর বাউল ক্লাব নামে একটি মহলের আড্ডা সবসময় চলে মাদক সেবন সহ নানা ধরনের অপকর্ম । নগর বাউল সেই ভবনে বিকেলের পর বসছে গাঁজার আসর। আর রাতে মাঠে চলে ইয়াবা সেবন ও কেনাবেচা। থানা থেকে ৫ মিনিটের দূরত্বে এভাবে মাদক কেনাবেচা হলেও পুলিশ কিছুই করে না। এলাকাবাসীর অভিযোগ, থানা-পুলিশে অনেক অভিযোগ দিয়ে বন্ধ করা সমভাব হয়নি। আওয়ামিলীগ ক্ষমতা থাকা অবস্থায় কিছু টা কম হলে স্থানীয়দের অভিযোগ এখন আবারও তৎপর এই পরিত্যক্ত ঘরে থাকা মানুষ। এলাকায় উপস্থিত জনগণ বলেন দীর্ঘ অনেক বছর ধরে এ রকম চলছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন টগর বেচে থাকা অবস্থায় থেকে তাঁরা জায়গা দখল করে এমন চলে আসছে।
কেউ কিছু বলতে গেলে চলে তাদের বাহিনী অত্যাচার মুখে পড়ে সাধারণ মানুষ।
মাঝে মধ্যে দেখা যায় তাদের হতে দেশীয় আগ্নেয়াস্ত্র রাতের আঁধারে এবং কিছু হলে মোহরা দেয়া দেখা যায়।
উল্লেখিত ও-ই এলাকায় এক সময়ে টগর বাহিনী ছত্রছায়ায় খুন ছিনতাই চুরি ডাকাতি সহ ধর্ষণের মতো ঘটনাও ঘটে।
এখন টগর বেচে না থাকায় দল পরিবর্তন করে আবার ও শুরু হয়ে তাদের রাতের রাজত্ব অভিযোগ উঠছে বিএনপি কিছু নেতার বিরুদ্ধে দলভারি করতেই নাকি তাদের নিয়ে আবার চলাফেরা শুরু করেছে নেতারা যদিও তাঁরা Delete ছিলো কিন্তু বিএনপি হাউজিং কিছু নেতা বলে বেপার নাহ।

হাউজিং বাঁশি মনে করেন এ-ই সরকারি জায়গা দখল মুক্ত করে সরকারি খাতায় জমা করা হোক,সারাদিন চলে মাদক সেবনসহ নানা ধরনের অপকর্ম হাউজিং বস্তি তে।

কিছু বলতে গেলে চরম চড়া হয় ওঠে হাউজিং বস্তির মানিক সহ তারা বাহিনী।
একসময় খেলা ধুলা উপরে বড় ঝোক ছিল উরতি বয়সে ছেলেদের।
এখন ও-ই ছেলেরা ঝুকছে মাদকের সঙ্গে হাউজিং এ-ই পরিত্যক্ত সরকারি জায়গায় এই ঘরে।
সকলের সুদৃষ্টি কামনা করছি মাদক কে না বলি সরকারি জায়গা দখল মুক্ত করার আশা জানিয়েছে সাধারণ মানুষ!

কুষ্টিয়া আ.লীগকে নিষিদ্ধের সময় পালিয়ে থাকা  #আমিরুল ইসলাম ড্রাগন আবারও ও ফিরছে নিজ এলাকায় এবং হাউজিং সি ব্লকে মধ্যে আবার...
26/05/2025

কুষ্টিয়া আ.লীগকে নিষিদ্ধের সময় পালিয়ে থাকা #আমিরুল ইসলাম ড্রাগন আবারও ও ফিরছে নিজ এলাকায় এবং হাউজিং সি ব্লকে মধ্যে আবার ও আওয়ামী লীগের সদস্য নিয়ে গোপনে ঐক্য ব্যস্ত বড় ধরনের নাশকতার আভাস আবারও।

স্থানীয় আ.লীগ নেতাদের সভাপতিত্বে হাউজিং ৬ নং ওয়ার্ডে বিএনপির কর্মিসভা হট্টোগোল!৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ...
24/05/2025

স্থানীয় আ.লীগ নেতাদের সভাপতিত্বে হাউজিং ৬ নং ওয়ার্ডে বিএনপির কর্মিসভা হট্টোগোল!

৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টোটনকে ৬ নং ওয়ার্ড বিএনপি'র সম্মেলনে বিশৃঙ্খলা করতে দেখা যাচ্ছে।। প্রতিটা ওয়ার্ডই এমন আওয়ামী লীগের কর্মী ঢুকে বিএনপির সম্মেলনে বিশৃংখলার সৃষ্টি করছে।। তাই ত্যাগী বিএনপি নেতাদেরকে আহবান করব এই সকল আওয়ামী লীগের দোষরদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন।

কুষ্টিয়ার বহুল আলোচিত মামলার আসামি  #আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানের উপরে হামলাকারী রাকিব আটক!
24/05/2025

কুষ্টিয়ার বহুল আলোচিত মামলার আসামি #আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানের উপরে হামলাকারী রাকিব আটক!

24/05/2025

হাউজিং ৬ নং ওয়ার্ডে
যুবলীগ আওয়ামী লীগের ব্যানারে থাকা সদস্য রা এখন বিএনপি ক্যান্ডিডেট!

দেখতে চোখ রাখুন আমাদের আজকের নিউজে✌️

আ.লীগ নেতাদের সভাপতিত্বে বিএনপির কর্মিসভা হট্টোগোল!
24/05/2025

আ.লীগ নেতাদের সভাপতিত্বে বিএনপির কর্মিসভা হট্টোগোল!

18/05/2025
15/05/2025

নিজ জেলায় চাকরি করে সাধারণ রোগীদের উপর মারাত্মক মারমুখী হচ্ছে কুষ্টিয়ার নাস এবং ডক্টর রা।
সকলের বদলি চেয়ে গণপিটেশন স্বাক্ষর করছে সাধারণ মানুষ!

এবার কুষ্টিয়া আওয়ামী লীগের পূর্ণবাসনের দায়িত্ব নিয়ে মাঠে  #আওয়ামী লীগের কর্মীদের নিয়ে রাজপথে দেখা মিললো আন্দোলন করত...
10/05/2025

এবার কুষ্টিয়া আওয়ামী লীগের পূর্ণবাসনের দায়িত্ব নিয়ে মাঠে #আওয়ামী লীগের কর্মীদের নিয়ে রাজপথে দেখা মিললো আন্দোলন করতে!

07/05/2025

fans

Address

কুষ্টিয়া
Kushtia
7000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vkushtia News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vkushtia News:

Share

Category