
15/06/2025
হযরত আলী (আঃ) আহলে বাইতের প্রধান এবং গাদীরে খুমে রাসূল (সঃ) তাঁকে মাওলা হিসেবে তাঁর স্থলাভিষিক্ত করে গেছেন। কিছু ওহাবী, খারেজী ও ইয়াজিদী কাঠ মোল্লা ব্যতীত সকল সুন্নি আলেমই এই বিষয়টি মেনে নিয়েছেন। যারা এটি অস্বীকার করে, তাদের ইসলামের, আল্লাহ্র এবং তাঁর হাবীবের শত্রু হিসেবে গণ্য করা হয়েছে, কারণ রাসূল (সঃ) নিজেই এ বিষয়ে স্পষ্ট ঘোষণা দিয়ে গেছেন। হযরত আলী (আঃ) কে ভালোবাসা ঈমানের অংশ এবং তাঁর সাথে শত্রুতা মুনাফেকী। হযরত আলী (আঃ) কে দোষারোপ করা মানে রাসূল (সঃ) এবং আল্লাহ্কে দোষারোপ করা।
ঈদ-ই-গাদীরের শুভেচ্ছা!
-ইলমে মারেফত