01/07/2025
জুলাই চলে এলো আবারও৷ টাইমলাইনজুড়ে জুলাইয়ের স্মৃতিচারণ করছে সবাই—ছবি, ভিডিও, ফুটেজ। যতবার সামনে পড়ছে, অশ্রুসিক্ত হয়ে উঠছে চোখজোড়া। আহা, সেই নির্ঘুম রাত, বিষণ্ণতায় কাটানো জুলাইয়ের দিনগুলো!
আল্লাহর দরবারে প্রার্থনা করি, যে মানুষগুলো আমাদের বেঁচে থাকার জন্য নিজেদের জীবন বিপন্ন করে গেছে, তিনি যেন তাদেরকে ভালো রাখেন।