23/08/2024
লাকসাম, নোয়াখালী, ফেনী তিনটা রাস্তায় জ্যাম লেগে আছে যার কারণে সেনাবাহিনী নৌবাহিনী এবং কোস্ট গার্ডের বহর গুলো মূল হটস্পট পয়েন্ট গুলোতে যেতে পারতেছে না।
আবার অনেক এ ঢাকা থেকে অতিউৎসাহী হয়ে অল্প কিছু ত্রাণ নিয়ে দিতে গিয়ে আরো বেশী জ্যাম লাগিয়ে দিচ্ছে হাইওয়ে গুলোতে।
কিন্তু মূলত যারাই যাচ্ছে কেউই বোট ছাড়া যেতে পারবেন না।
তাই দয়া করে সামরিক বাহিনীর গাড়ি গুলো কে যেতে দেন এবং তাদের সাহায্য করুন।
আপনারা এটাকে সিলেটের পরিস্থিতি ভেবে সবাই সেখানে গিয়ে জমাট বাধবেন না।
আল্লাহর দোহাই লাগে এটা সিলেট না এইখানে পরিস্থিতি অনেক ভয়াবহ সিলেটে একটা রোড ম্যাপ ছিলো এইখানে সেটা নেই।
যারাই মুভ করবেন নৌকা কিংবা বোট না থাকলে কেউ হটস্পট পয়েন্ট গুলোর দিকে যাবেন না।
আগে Rescue করা জরুরি বাঁচলে তারপর খেতে পারবে।
-copied