Islamik kotha

Islamik kotha ইসলাম কথা

28/04/2025

কলিজায় লাগার মতো একটা ঘটনা

07/04/2025

আল্লাহ তুমি হেফাজত করো,,,,,,

08/03/2025

আইনুদ্দিন আল আজাদের গজল

31/12/2024

একটি সুন্দর ইসলামিক গল্প: "তিন বন্ধুর পরীক্ষায় উত্তীর্ণ হওয়া"

এক গ্রামে তিনজন ঘনিষ্ঠ বন্ধু বাস করত। তাদের মধ্যে একজন ছিল ধনী, একজন ছিল গরিব, এবং আরেকজন ছিল মধ্যবিত্ত। তিনজনই খুব ধার্মিক ও আল্লাহর প্রতি আস্থাশীল ছিল। তারা একদিন ঠিক করল, আল্লাহর পরীক্ষায় নিজেদের ভালোবাসা ও ধৈর্যের পরীক্ষা করবে।

ধনী বন্ধুর গল্প:
ধনী বন্ধু তার সমস্ত সম্পদ দান করার সিদ্ধান্ত নিল। সে মনে করল, সম্পদের প্রতি আসক্তি থেকে মুক্তি পাওয়া একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। একদিন সে তার সম্পদের একটি বড় অংশ দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিল। সে দুঃখিত হলেও দেখল, তার অন্তরে এক অদ্ভুত শান্তি এসেছে।

গরিব বন্ধুর গল্প:
গরিব বন্ধুর কাছে কিছুই ছিল না। কিন্তু তার বিশ্বাস ছিল, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে তিনিই ব্যবস্থা করে দেবেন। একদিন সে তার কাছে থাকা একমাত্র খাবার একজন ক্ষুধার্ত পথিককে দান করল। তারপর সে ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে দেখল, তার দরজায় একজন ধনী ব্যক্তি প্রচুর খাবার ও উপহার নিয়ে এসেছে।

মধ্যবিত্ত বন্ধুর গল্প:
মধ্যবিত্ত বন্ধু তার প্রতিদিনের উপার্জনের কিছু অংশ গোপনে মসজিদে দান করত। সে ভাবত, দান করা শুধুমাত্র ধনীদের দায়িত্ব নয়। একদিন এক অন্ধ ভিক্ষুককে সাহায্য করার পর সে বুঝতে পারল, দানের মাধ্যমে নিজের জীবনকে আরও অর্থবহ করা যায়।

উপসংহার:
তিনজনই তাদের পরীক্ষায় উত্তীর্ণ হলো। ধনী বন্ধু দেখল, দান করার পরও তার সম্পদ শেষ হয়নি, বরং আল্লাহ তাকে আরও দান করেছেন। গরিব বন্ধু দেখল, তাওয়াক্কুলের ফলস্বরূপ তার প্রয়োজন মিটেছে। আর মধ্যবিত্ত বন্ধু বুঝল, সামান্য দানের মাধ্যমেও বড় পরিবর্তন আনা সম্ভব।

এই গল্প থেকে শিক্ষা নেওয়া যায়, আল্লাহর পথে ত্যাগ, ধৈর্য, এবং তাওয়াক্কুল সবসময় মানুষের জীবনকে সুন্দর ও পূর্ণ করে তোলে।

30/12/2024

হেদায়াত,,,,❤️

12/11/2024

কবর জিয়ারতের নিয়ম

28/10/2024

মুসলমানের উপর মুসলমানের হক

19/10/2024

জীবনের সুখী মানুষ দেখতে হলে শেষ পর্যন্ত শুনে যান

25/02/2024

রোজা রাখার নিয়ত,

Address

Pti রোড
Kushtia
112233

Telephone

+8801760176598

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamik kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share