༆シ︎𝐑𝐀𝐊𝐈𝐁シ︎༆

༆シ︎𝐑𝐀𝐊𝐈𝐁シ︎༆ ꧁༆হযরত মুহাম্মাদ (সা.) এর উম্মত হিসেবে আমি গর্বিত- সুবহানাল্লাহ༆꧂
(2)

23/04/2025

টিভি কিনলে মাইক্রো ওভেন ফ্রী 🔥😱

10/04/2025

কুষ্টিয়া জেলার খোকসা যেনো এক টুকরো ফিলিস্তিন ২০২৫। Palestine 2025.। 🇵🇸 ❤️ -aksa

05/03/2025

সুন্দর অপরুপ চিত্র Mahfujur Rahman,

21/11/2024

সিঙ্গারে চলছে শীতকালীন সকল প্রোডাক্টে ধামাকা অফার 🔥🔥🔥
সিঙ্গার শো-রুম, খোকসা, কুষ্টিয়া।
মোবা: ০১৭৫২-১৩৪১৮৭

জান্নাতের ৪টি নদী- যেগুলো পৃথিবীতে বহমান।। নীল নদ।মহান আল্লাহ তার অতুলনীয় সৃষ্টিকুশলতায় মহাবিশ্ব সৃষ্টি করেছেন। আর সেই স...
19/11/2024

জান্নাতের ৪টি নদী- যেগুলো পৃথিবীতে বহমান।।

নীল নদ।

মহান আল্লাহ তার অতুলনীয় সৃষ্টিকুশলতায় মহাবিশ্ব সৃষ্টি করেছেন। আর সেই সৃষ্টির অন্যতম কুশলতা হলো পৃথিবী। কোরআনের বর্ণনায়ও স্থান পেয়েছে পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার ও বৈচিত্র্য। পৃথিবীকে যে উপাদানগুলো দিয়ে সাজিয়েছেন তার মধ্যে একটি হলো নদ-নদী। তবে পৃথিবীকে শোভামণ্ডিত করা এমনও কিছু নদী রয়েছে যার উৎপত্তি জান্নাতে।

সহিহ মুসলিম শরিফের হাদিসে ৪টি নদীকে জান্নাতের সঙ্গে সম্পৃক্ত বলে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, রাসুল (সা.) বলেছেন, পৃথিবীতে এমন ৪টি নদী প্রবাহিত হয়েছে, যেগুলো জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত। এ নদীগুলো শুধু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং তাদের ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য ইসলামের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে।

ফোরাত নদী

ফোরাত নদী বা ইউফ্রেটিয়াস রিভার, ২,৮০০ কিলোমিটার দীর্ষ এই নদীটি তুর্কি, সিরিয়া ও ইরাকের ওপর দিয়ে বয়ে গেছে। আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলে গেছেন, কেয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী। ইতোমধ্যে এই নদী শুকানো শুরু করেছে। আবু হোরায়রা (র.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না, যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয়। মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি ১০০ জনের মাঝে ৯৯ জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে হয়ত আমিই সেই বেঁচে যাওয়া একজন।

মিসরের নীল নদ

নীল নদের উৎস ছিল এক মহারহস্য। নীল নদটি সহিহ মুসলিমে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নীল ও ফোরাত জান্নাতের নদীগুলোর মধ্যে রয়েছে। নীল নদ ইসলামের ঐতিহ্যের সঙ্গে সবচেয়ে বিখ্যাত সংযোগ হলো নবী মুসা (আ.)-এর গল্প। তার মা ফেরাউনের আদেশ থেকে তাকে রক্ষা করার আশায় একটি ঝুড়িতে রেখে নীলতে নদীতে ভাসিয়ে দেন, যা অবশেষে ফেরাউনের পরিবারের কাছে পৌঁছে যায়। মুসার নবী হওয়ার যাত্রা শুরু হয় সেখান থেকেই।

মহানবী (সা.) মিরাজে গিয়ে জান্নাতের ৪টি নদী দেখেছেন। দুটি বাহ্যিক ও দুটি অভ্যন্তরীণ। বাহ্যিক নদী দুটি দুনিয়ায় প্রবহমান, নীল ও ফোরাত।

তুরস্কের জয়হান নদী

সহিহ মুসলিমে জয়হান নদীকে জান্নাতের নদীগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ পৃথিবীতে আমরা যেসব উপহার উপভোগ করি তা জান্নাতের অফুরন্ত দানের একটি ক্ষুদ্র ঝলক। এ নদী পূর্ব তারাস পর্বতমালার নুরহাক পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় ৫০০ কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে। এটি প্রাচীনকাল থেকে একটি প্রাকৃতিক সীমানা ও বিভিন্ন সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিচিত ছিল।

তুরস্কের সিহান নদী

যেটি সেরাস নামেও পরিচিত। সিলিসিয়া অঞ্চলের দীর্ঘতম নদী এটি। যা প্রায় ৫৬০ কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে মিশেছে। প্রাচীন লেখকরা সিহান নদী সম্পর্কে বিশদভাবে লিখেছেন, এটি সিলিসিয়া অঞ্চলের সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ নদীটি কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে গম, ভুট্টা, বার্লি, তুলা, ফল এবং সবজি চাষ করা হয়, যা স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ।

অন্য এক বর্ণনায় আছে, রসুলল্লাহ (সা.) বলেছেন, সিহান ও জায়হান, ফোরাত এবং নীল প্রত্যেক নদীই জান্নাতের নদ-নদীসমূহের অন্যতম।

জান্নাতের নদীমালার মধ্যে একটির নাম কাউসার; যা শেষ নবী (সা.)-কে হওজরূপে দান করা হয়েছে। যেখান হতে মহানবী (সা.) তার উম্মতকে কিয়ামতে পানি পান করাবেন। সুর্ববৃহৎ হওজ ও কাউসার নহর থাকবে জান্নাতি শরাবে পরিপূর্ণ। যে পবিত্র শরাব বা পানীয় দুধের চেয়েও সাদা, বরফের থেকেও শীতল, মধুর চেয়েও মিষ্ট এবং মিসকের চেয়েও সুগন্ধময়। হাদিসে বলা হয়েছে, যে একবার সে পানি পান করবে তাকে আর কোনোদিন পিপাসা স্পর্শ করবে না।

সুবহানাল্লাহ 🥰🌹

নিখোঁজ মুনতাহার মরাদেহ মিলল পুকুরে 💔কি অপরাধ ছিলো অবুঝ শিশুটির 🤔🙄💔💔 বিস্তারিত,  কমেন্ট বক্সে 🤗💔
10/11/2024

নিখোঁজ মুনতাহার মরাদেহ মিলল পুকুরে 💔

কি অপরাধ ছিলো অবুঝ শিশুটির 🤔🙄💔💔

বিস্তারিত, কমেন্ট বক্সে 🤗💔

আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে এই ছাত্রসংগঠনকে নিষিদ...
24/10/2024

আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে এই ছাত্রসংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেন, নিয়তির কী নির্মম পরিহাস যে ছাত্র সংগঠন ভাষা আন্দোলন, ছয় দফা, স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের মহান মুক্তিযুদ্ধসহ বাংলার মানুষের সকল লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিলো সেই ছাত্রলীগ তারই অপকর্মের জন্য নিষিদ্ধ হলো।

তিনি বলেন, এই নিষেধাজ্ঞা জারির পর তাদের একটা বিবৃতি পরে আমি খুবই বিচলিত হলাম যেখানে তারা বলছে তাদের অতীত ভূমিকার কথা। ভাষা আন্দোলন, ছয় দফাসহ স্বাধীনতা সংগ্রামে তাদের অবদানের কথা বলছেন নির্লজ্জের মত- আমি ওনাদেরকে বলব আপনারা এই সব কথা বলা থেকে দয়া করে বিরত থাকুন কারণ আপনারাই ছাত্রলীগকে গত ১৫ বছর হত্যা/ধ্বংস করে একটি গুন্ডা সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছেন।

সোহেল তাজ বলেন, ছাত্র/জনতা গণঅভুত্থানে জনগণের সাথে না থেকে এই সংগঠনকে ব্যবহার করা হয়েছে হিংস্রভাবে মানুষ হত্যা এবং নির্যাতনের হাতিয়ার হিসাবে। এই দায় কোন ভাবেই এড়ানো যাবে না বর্তমান ছাত্রলীগ এবং বর্তমান আওয়ামী লীগ আর স্বাধীনতা সংগ্রামের ছাত্রলীগ এবং আওয়ামী লীগ কোন ভাবেই এক না। তাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস টেনে এই জাতির গর্বের স্থানগুলিকে বিতর্কিত করার অধিকার আপনাদের নাই।

সর্বশেষ তিনি যোগ করেন- ছাত্রলীগ/আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড নষ্ট পচা নীতি/আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো অনতিবিলম্বে আমার এই ফেইসবুক পেইজটি আনফলো করতে- আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার।

📝ঃ রাকিব

মানুষ হতে গিয়ে সন্ত্রাসী হয়ে গেলাম!  😭🙏💔বরগুনা জেলার পাথরঘাটার উপজেলার সন্তান, মেধাবী ছাত্র মোঃ তোফাজ্জেল হোসেন । ভালো র...
19/09/2024

মানুষ হতে গিয়ে সন্ত্রাসী হয়ে গেলাম! 😭🙏💔

বরগুনা জেলার পাথরঘাটার উপজেলার সন্তান, মেধাবী ছাত্র মোঃ তোফাজ্জেল হোসেন । ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন। ঠিক ঐ সময় তার ভাগ্যে তার সাথে নিষ্ঠুরতা করে।

স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক হয়। তা কপালে সইলো না ঐ মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়। বিধাতাও তার মা- বাবাকে এক মাসের মাথায় পৃথিবী থেকে তুলে নিয়ে যায়!

এই অবস্থায় আপনি আমিও পাগল হয়ে যেতাম ।
শোকে কষ্টে সে মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যায়। বড় ভাই ছিলেন পুলিশের এসআই। তিনি তার শেষ অভিভাবক। তাকে চিকিৎসা করাচ্ছিল। মরণ এসে তাকেও তুলে নেয়।
কেবল পরে থাকে কপাল পোড়া পাগলাটা!!!!

হয়তো খাবারের খোঁজে আসছিলো,আর চোর বানিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হলো!।।😭🥲
ওরে ভাত খাওয়াইয়া মারলেন!।😭
এই কাজের সাথে জড়িতদের মন থেকে ধিক্কার জানাই এবং দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি!।।

04/08/2024

শেখ হাসিনার নতুন ফাঁদ!!
প্লিজ সবাই শেয়ার করে ছরিয়ে দিন 🤗☺️
আমরা কেউ পিছু হুটবো না 🤗💪✊🇧🇩🥰

ইনশাআল্লাহ জয় আমাদের হবেই 💪✊🇧🇩

18/07/2024

স্যার স্যালুট আপনাকে 🙋‍♂️✊💪🇧🇩
Rakib Musabbir

লিখতে গিয়ে যখনই বারবার মুছে ফেলবেন-তখনই বুঝবেন, আপনি স্বাধীন না।পোস্ট করতে গিয়ে যখনই থামবেন, মুছে দিবেন-তখনই বুঝবেন, আপন...
16/07/2024

লিখতে গিয়ে যখনই বারবার মুছে ফেলবেন-তখনই বুঝবেন, আপনি স্বাধীন না।

পোস্ট করতে গিয়ে যখনই থামবেন, মুছে দিবেন-তখনই বুঝবেন, আপনি স্বাধীন না।

বলতে গিয়ে যখনই ভাববেন, চুপ থাকাই ভালো-তখনই বুঝবেন, আপনি স্বাধীন না।

লিখতে গিয়ে যখনই ভাববেন, এ দেশে বলে কিছুই হবে না- তখনই বুঝবেন, আপনি বাঁধা।

আমি রাজাকার✊💪🇧🇩 কারন আমার দাদা বা নানা মুক্তি যুদ্ধা না 🤗💔🇧🇩

Address

Osmanpur
Kushtia
KUSHTIA,KHOKSA,OSMANPUR

Website

Alerts

Be the first to know and let us send you an email when ༆シ︎𝐑𝐀𝐊𝐈𝐁シ︎༆ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ༆シ︎𝐑𝐀𝐊𝐈𝐁シ︎༆:

Share