06/04/2025
সম্পর্কে পরস্পরের প্রতি পরস্পরের আত্মবিশ্বাস তৈরি হয় তখনই, যখন পরস্পর সম্পর্ক এবং সম্পর্কের মানুষকে সর্বাধিক গুরুত্ব দেয়। সম্পর্কে দু'জন যদি ঠিক থাকে, তবে সেই সম্পর্কে যত বাঁধাই আসুক, তাতে বিন্দুমাত্র ইফেক্ট পড়ে না সম্পর্কে।
অবহেলা নয়, সম্পর্কে প্রয়োজন পরস্পরের ভালোবাসা, সময়, যত্ন এবং সেই সম্পর্কটাকে মধুর করে তোলার প্রয়াস কিংবা ইচ্ছে শক্তি। একজন হতাশায় ভুগলে অপরজনকে আগলে রাখতে হয়, ভরসা দিতে হয়। সম্পর্কে ফাটল ধরার আগেই দু'জনকে ঐক্যবদ্ধ থাকতে হয়। দু'জনের মধ্যে টান এবং মিল থাকলে, কারো বাপের সাধ্য নাই সে সম্পর্ক ভেঙ্গে দেয়।
সম্পর্কে মানুষের দুর্বলতা হচ্ছে, যখন সম্পর্কটাকে এগিয়ে নেয়ার চাইতে, পূর্ণতা দেয়ার চাইতে লুকিয়ে রাখতে চায় কিংবা গোপন রাখতে চায়। ভালোবাসা গোপন রাখার জিনিস নয়। আজ হোক বা কাল, প্রকাশ পাবেই। সম্পর্কে পরস্পরের মধ্যে যদি ভালোবাসা থাকে, এমনকি দু'জন দু'জনকে সারাজীবন পাশে পাওয়ার তীব্র আকাঙ্খা থাকে, তবে সেই সম্পর্ক পূর্ণতা পাবেই।
একজন সম্পর্কে সিরিয়াস হলে অপরজন যদি সিরিয়াস না থাকে, তবে সেই সম্পর্ক বেশিদূর এগিয়ে নেয়া সম্ভব হয় না। একতরফা ভাবে সম্পর্কে Effort দেয়া মানুষগুলো কখনো ভালোবাসার পূর্ণতা দিতে পারে না। বরং সম্পর্কের টানাপোড়েনে সেই সবচাইতে বেশি হতাশা এবং মানসিক অশান্তিতে ভোগে!
যারা সত্যি কাউকে মন থেকে ভালোবাসেন, ভালোবাসার মানুষটাকে সারাজীবন পাশে রাখতে চান, তার পাশে থাকতে চান, তবে সম্পর্কের যত্ন নিন। যদি ভুল করে একবার নিজের ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেন, তবে সারাজীবন আক্ষেপ আর অনুশোচনা নিয়ে বাঁচতে হবে।
মনে রাখবেন, সুযোগ আর সময় খোদাতায়ালা প্রত্যেকটা মানুষকে একবারই দেয়। যারা সেই সুযোগ এবং সময় প্রবল আত্মবিশ্বাস এবং সাহস নিয়ে কাজে লাগায়, ঠিক তারাই নিজের ভালোবাসাকে আগলে রাখতে পারে, পূর্ণতা দিতে পারে সম্পর্কে। আর যারা নিয়তির উপর ছেড়ে দেয়, তারা শত তপস্যা করেও নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারে না! তারা নির্ঘাত হারায়, নিজেকে ভালোবাসার মানুষ এবং আগলে রাখার মানুষ হারিয়ে আমৃত্যু আফসোস করে যায়!
লেখায়:- মোঃ ফাহাদ মিয়া