Sohag Biswas

Sohag Biswas ধৈর্যশীল মানুষকে আল্লাহ ঠকান না,
বরং উত্তম সময়ে সেরা উপহার দেন।
আলহামদুলিল্লাহ।
(3)

04/07/2025

বিড়ালে ইদুর ধরেছে আর দেখেন রোহান কি করে 😁😁😁

11/06/2025

ভাতিজা আমার আল্লাহ দেওয়ায় ব্যাস্ত (মানে নামাজ পড়ানো কাজে ব্যস্ত)

10/06/2025

সব সময় খেলতে থাকে

08/06/2025

হাড়ি ভাংগা খেলা

08/06/2025

চেষ্টা করলাম আর কি

26/05/2025

আজকের চট্রগ্রামের আকাশ

29/04/2025

এত সময় যে শব্দটা শুনতে পেলেন যানেন এমন শব্দটা কখন হয়।

29/04/2025

ট্রেন ভ্রমণ।

21/04/2025

প্রথমে ভেবেছিলাম কেমন হবে ভালো না খারাপ কিন্তু এখন দেখছি অসাধারণ।

14/04/2025

কৃষকের পহেলা বৈশাখ উদযাপন।

যার মনে বিশ্বাস আছে, সে ভালোবাসায় কখনো হার মানে না। পাশে যদি প্রিয়জন থাকে, তবে অসম্ভবও সম্ভব হয়ে যায়।ভালোবাসা শুধু অনুভূ...
07/04/2025

যার মনে বিশ্বাস আছে, সে ভালোবাসায় কখনো হার মানে না। পাশে যদি প্রিয়জন থাকে, তবে অসম্ভবও সম্ভব হয়ে যায়।

ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটি এক মায়াবী শক্তি। যা মানুষকে এগিয়ে যেতে শেখায়, স্বপ্ন পূরণের সাহস দেয়।

যে সত্যিকারের ভালোবাসে, সে কোনোদিন ব্যর্থ হয় না-কারণ ভালোবাসা নিজেই এক পরিপূর্ণতা।

সম্পর্কে পরস্পরের প্রতি পরস্পরের আত্মবিশ্বাস তৈরি হয় তখনই, যখন পরস্পর সম্পর্ক এবং সম্পর্কের মানুষকে সর্বাধিক গুরুত্ব দেয়...
06/04/2025

সম্পর্কে পরস্পরের প্রতি পরস্পরের আত্মবিশ্বাস তৈরি হয় তখনই, যখন পরস্পর সম্পর্ক এবং সম্পর্কের মানুষকে সর্বাধিক গুরুত্ব দেয়। সম্পর্কে দু'জন যদি ঠিক থাকে, তবে সেই সম্পর্কে যত বাঁধাই আসুক, তাতে বিন্দুমাত্র ইফেক্ট পড়ে না সম্পর্কে।

অবহেলা নয়, সম্পর্কে প্রয়োজন পরস্পরের ভালোবাসা, সময়, যত্ন এবং সেই সম্পর্কটাকে মধুর করে তোলার প্রয়াস কিংবা ইচ্ছে শক্তি। একজন হতাশায় ভুগলে অপরজনকে আগলে রাখতে হয়, ভরসা দিতে হয়। সম্পর্কে ফাটল ধরার আগেই দু'জনকে ঐক্যবদ্ধ থাকতে হয়। দু'জনের মধ্যে টান এবং মিল থাকলে, কারো বাপের সাধ্য নাই সে সম্পর্ক ভেঙ্গে দেয়।

সম্পর্কে মানুষের দুর্বলতা হচ্ছে, যখন সম্পর্কটাকে এগিয়ে নেয়ার চাইতে, পূর্ণতা দেয়ার চাইতে লুকিয়ে রাখতে চায় কিংবা গোপন রাখতে চায়। ভালোবাসা গোপন রাখার জিনিস নয়। আজ হোক বা কাল, প্রকাশ পাবেই। সম্পর্কে পরস্পরের মধ্যে যদি ভালোবাসা থাকে, এমনকি দু'জন দু'জনকে সারাজীবন পাশে পাওয়ার তীব্র আকাঙ্খা থাকে, তবে সেই সম্পর্ক পূর্ণতা পাবেই।

একজন সম্পর্কে সিরিয়াস হলে অপরজন যদি সিরিয়াস না থাকে, তবে সেই সম্পর্ক বেশিদূর এগিয়ে নেয়া সম্ভব হয় না। একতরফা ভাবে সম্পর্কে Effort দেয়া মানুষগুলো কখনো ভালোবাসার পূর্ণতা দিতে পারে না। বরং সম্পর্কের টানাপোড়েনে সেই সবচাইতে বেশি হতাশা এবং মানসিক অশান্তিতে ভোগে!

যারা সত্যি কাউকে মন থেকে ভালোবাসেন, ভালোবাসার মানুষটাকে সারাজীবন পাশে রাখতে চান, তার পাশে থাকতে চান, তবে সম্পর্কের যত্ন নিন। যদি ভুল করে একবার নিজের ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেন, তবে সারাজীবন আক্ষেপ আর অনুশোচনা নিয়ে বাঁচতে হবে।

মনে রাখবেন, সুযোগ আর সময় খোদাতায়ালা প্রত্যেকটা মানুষকে একবারই দেয়। যারা সেই সুযোগ এবং সময় প্রবল আত্মবিশ্বাস এবং সাহস নিয়ে কাজে লাগায়, ঠিক তারাই নিজের ভালোবাসাকে আগলে রাখতে পারে, পূর্ণতা দিতে পারে সম্পর্কে। আর যারা নিয়তির উপর ছেড়ে দেয়, তারা শত তপস্যা করেও নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারে না! তারা নির্ঘাত হারায়, নিজেকে ভালোবাসার মানুষ এবং আগলে রাখার মানুষ হারিয়ে আমৃত্যু আফসোস করে যায়!

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া

Address

Kushtia , Khoksha, Chandot
Khustia

Alerts

Be the first to know and let us send you an email when Sohag Biswas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sohag Biswas:

Share