22/08/2024
ভর্তি চলছে... ভর্তি চলছে... ভর্তি চলছে...
সীমিত সময়ের জন্য বিশাল ছাড়ে অপটিক নার্সিং ভর্তি কোচিং, কুষ্টিয়া শাখায় ভর্তি চলছে....
১ম ব্যাচে ক্লাস শুরু হয়ে গেছে। ১ম ব্যাচে পূর্ণাঙ্গ ক্লাস শুরু ১ সেপ্টেম্বর ২০২৪ইং। তাই আজই চলে আসুন।
নার্সিং যদি হয় আপনার স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদের।
আপনার স্বপ্ন পূরণে আমরা অঙ্গিকারবদ্ধ। আপনার এই ভর্তি প্রস্তুতিকে শতভাগ সহজ ও সম্পূর্ণ করার নিশ্চয়তা দিচ্ছি আমরা অপটিক নার্সিং ভর্তি কোচিং, কুষ্টিয়া শাখা।
দেশসেরা সুনামধন্য, 2001 সাল থেকে সফলতার শীর্ষে ও দেশের প্রথম, অপটিক নার্সিং ভর্তি কোচিং সারাদেশে নার্সিং ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের একমাত্র আস্থা ও ভরসার জায়গা।
কোচিং এ ভর্তির পূর্বে কিছু বিষয় লক্ষ্য করুনঃ
১. ডিপ্লোমা ব্যাচের জন্য আমাদের আছে ৬টি Exclusive Book. যার প্রতিটি অধ্যায়ে আছে সমস্ত তথ্য,রুলস এবং প্র্যাকটিসের জন্য টপিকভিত্তিক ৩০০-৩৫০ এমসিকিউ। বিএসসি ব্যাচের জন্য আমাদের আছে ৮টি Exclusive Book. যার প্রতিটি অধ্যায়ে আছে সমস্ত তথ্য,রুলস এবং প্র্যাকটিসের জন্য টপিকভিত্তিক ৩০০-৩৫০ এমসিকিউ। যা দেশের অন্যান্য বইয়ে বিড়ল। প্রতিটি বই ৩০০-৪৫০ পৃষ্ঠার। কথায় আছে,যত পড়বেন তত শিখবেন। তাই যদি পড়ার উপকরণ-ই যদি হয় সীমিত, প্রস্তুতিও হবে সীমিত। এই ভর্তিযুদ্ধে চান্স পাওয়া কিন্তু এতো সহজও না, যে সামান্য পড়েই চান্স পেয়ে যাবেন। বইগুলার পাশাপাশি রয়েছে প্রয়োজনীয় লেকচারশীট।
২. টিচার প্যানেল যাচাই করার জন্য ফ্রি ক্লাস করা বর্তমান যুগে বোকামি ছাড়া কিছুই না। আমরা আপনাদের টিচার চয়েজ করে নেওয়ার সুযোগ রেখেছি। প্রতিটা স্যারের ক্লাস করে আপনারা সিদ্ধান্ত নিবেন কোন স্যার এর ক্লাস আপনাদের পছন্দ,সে অনুযায়ী আপনার ব্যাচে আমরা টিচার নিয়োগ দিয়ে থাকি,গতানুগতিক কোন টিচারের ক্লাস নেওয়ার সুযোগ আমাদের নাই। ফ্রি ক্লাস দিয়ে কি আপনি নিশ্চিত সকল টিচার মানসম্মত পাবেন?
৩. কোচিং-এর পরিবেশ মানসম্মত কিনা সেটা বুঝার জন্য আপনারা ব্যানার,লিফলেট লক্ষ্য করবেন যে,ক্লাসে খিচুড়ি পাকাচ্ছে কিনা,একই কোচিং-এ নার্সিং, বিশ্ববিদ্যালয়, মেডিকেল, একাডেমিক সবই যদি থাকে আপনার কি মনে হয় না যে, সেখানে জগা খিঁচুড়ি হবে। ক্লাস ভবন ঠান্ডা, নিরিবিলি, নিরাপদ ও শব্দ দূষণ মুক্ত কিনা সেটাও যাচাই করা উচিৎ।
৪. নার্সিং কোচিং করার উদ্দেশ্য হলো নার্সিং কোচিং-এ অভিজ্ঞ “পরিচালক প্যানেল” একটি গুরুত্বপূর্ণ বিষয় , শুধুমাত্র একজন বিখ্যাত টিচার নয়, সম্পূর্ণ টিচার প্যানেল মানসম্মত কিনা যাচাই করা কি উচিৎ নয়?
৫. কোচিং-এ নিজের অবস্থার পাশাপাশি সারা দেশে অন্যান্য নার্সিং প্রস্তুতি শিক্ষার্থীদের মাঝে নিজের অবস্থা বুঝার প্রয়োজন আছে কিনা? কারন ভর্তি পরীক্ষায় শুধু নিজের কোচিং-এর শিক্ষার্থী নয় বরং দেশের সকল নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের সাথে পরীক্ষা দিয়ে টপ পজিশনে থাকলেই কেবল আপনি সরকারি নার্সিং কলেজে ভর্তির সুযোগ পাবেন।
৬. কোর্স ফি কম নয়,যাচাই করুন উপরের বিষয় গুলা, মুখের কথা নয়, দেখুন সরাসরি উপরিউক্ত ব্যবস্থা গুলা আছে কিনা? না হলে, সময় চলে যাবে, ২০০০-৫০০০ টাকা কমের জন্য আপনার নার্সিং পড়ার স্বপ্ন নিমিষেই শেষ হয়ে যাবে।
আমাদের উপরিউক্ত সকল উপকরণ আছে, আমাদেরকে যাচাই করে, তারপর ভর্তির সিদ্ধান্ত নিন।
আমাদের বৈশিষ্ঠ্য সমূহঃ
# সপ্তাহে ৫দিন ক্লাস ও ২৫ নং এর ক্লাসটেস্ট প্রতিদিন, শুক্রবার ছুটি, শনিবার ১০০ নং এর রিভিউ মডেলটেস্ট।
# নিজস্ব বিষয়ভিত্তিক বই ৮টি ।
# নিজস্ব লেকচারশিট ফ্রি।
# সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত ক্লাস ভবন,ক্লাসরুমসহ।
# শীততাপ নিয়ন্ত্রিত ক্লাস রুম, মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেমসহ।
# নিজস্ব অনলাইন অ্যাপসে প্রতিদিন পরীক্ষা ফ্রি।
# অভিভাবকদের সাথে নিয়মিত আপডেট জানানো।
# বিষয়ভিত্তিক অভিজ্ঞ কুষ্টিয়ার সেরা টিচার প্যানেল।
অনলাইন এক্সাম ব্যাচে ভর্তির নিয়মঃ
নিয়মিত পরীক্ষার পাসওয়ার্ড, সিলেবাস, এক্সাম রুটিনসহ যাবতীয় সকল গাইডলাইন পাবেন আমাদের Whatsapp গ্রুপে, একদম ফ্রি। সকল নার্সিং ভর্তি ইচ্ছুকদের জন্য উন্মুক্ত। আজই ফ্রি অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হন, নিয়মিত পরীক্ষা দিন, নিজের প্রস্তুতি নিন দীর্ঘ অভিজ্ঞ, প্রতিষ্ঠিত ও পরীক্ষিত গাইডলাইনের সাথে। ফ্রি অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হতে Whatsapp নং 01521-413550 এ মেসেজ দিন।
অনলাইন এক্সাম যাচাই করুনঃ
আমাদের অনলাইন এক্সাম লিংকঃ www.optic.com.bd
বিঃদ্রঃ এত কিছু যখন আমাদের আছে, তাহলে আর অন্য কোচিং-এ কেন ভর্তি হয়ে নার্সিং ভর্তি প্রস্তুতিকে অনিশ্চয়তায় ফেলবেন!
সতর্কতাঃ অপটিক একটি সুনামধন্য ট্রেডমার্ক প্রতিষ্ঠান, অপটিক অথবা অপটিকের আগে বা পরে কিছু যোগ করে কোন কোচিং, কলেজ, পাবলিকেশন, বইসহ এডুকেশন সেক্টরের যেকোন বিষয়ে এই নাম অপটিকের ব্যবস্থাপনা পরিচালকের অনুমতি ব্যতিত ব্যবহার দন্ডনীয় অপরাধ।
ঠিকানাঃ অপটিক কোচিং, পুরাতন কাটাইখানা মোড়, কুষ্টিয়া।
মোবাইল নং 01896-144233, 01784-309206