Arfa Binte Anwar

Arfa Binte Anwar বাবার রাজকন্যা

05/05/2025
05/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
21/04/2025

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

অপটিক SSC প্রস্তুতি প্রোগ্রাম: ২০২৫ - A+পাওয়ার চ্যালেঞ্জিং প্রোগ্রামআপনি কি SSC পরীক্ষার প্রস্তুতি নিয়ে চিন্তিত? আপনি কি...
24/10/2024

অপটিক SSC প্রস্তুতি প্রোগ্রাম: ২০২৫ - A+পাওয়ার চ্যালেঞ্জিং প্রোগ্রাম
আপনি কি SSC পরীক্ষার প্রস্তুতি নিয়ে চিন্তিত? আপনি কি জানেন, সঠিক প্রস্তুতি এবং গুণগত শিক্ষা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে? তাহলে আপনার জন্য আনন্দের সংবাদ! অপটিক নিয়ে এসেছে এক চমৎকার সুযোগ - অপটিক SSC প্রস্তুতি প্রোগ্রাম: ২০২৫।
আমাদের এই প্রোগ্রামটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে আপনার জন্য, যারা SSC পরীক্ষায় সফল হতে চান। আমরা আপনার স্বপ্নের লক্ষ্য অর্জনে সমর্থন দিতে চলেছি এবং এজন্য আমাদের রয়েছে একটি পাওয়ার চ্যালেঞ্জিং প্রোগ্রাম। আমাদের অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা পরিচালিত ক্লাসগুলিতে অংশগ্রহণ করে আপনার প্রস্তুতি নিয়ে যান নতুন মাত্রায়।
#ফ্রি ক্লাসের সুযোগ!
আমরা আপনাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফ্রি ক্লাসে, যা অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ নভেম্বর। এই সুযোগে আপনি আমাদের শিক্ষাদান পদ্ধতি এবং কোর্সের গুণমান সম্পর্কে ধারণা নিতে পারবেন। আমাদের ক্লাসগুলোতে অংশ নিয়ে আমরা দেখাচ্ছি কীভাবে আমরা আপনাকে আপনার প্রস্তুতির জন্য প্রস্তুত করতে সাহায্য করতে পারি।
#বিশেষ অফার:
আপনি যদি ১৬ নভেম্বরের মধ্যে ভর্তি হন, তবে আমরা দিচ্ছি বিশেষ ছাড় - ২০০০ টাকা। এটাই সঠিক সময়, আপনার প্রস্তুতি শুরু করার এবং সেরা মূল্যায়ন পাওয়ার।
আমাদের প্রোগ্রামের মধ্যে রয়েছে:
@অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে গুণগত ক্লাস
@নিয়মিত পরীক্ষা এবং মূল্যায়ন
@পাঠ্যবইয়ের পাশাপাশি অতিরিক্ত রিসোর্সের সুবিধা
@শিক্ষার্থীদের বোঝাপড়ার উন্নতি করতে প্রতিদিন ৬০ নম্বরের ক্লাস টেস্ট ও সাপ্তাহিক মডেলটেস্ট
বিস্তারিত গাইডলাইন এবং পরামর্শ, যা নিশ্চিত করবে আপনার সাফল্য।
আপনার SSC পরীক্ষার জন্য সঠিক প্রস্তুতি গ্রহণের সুযোগ হাতছাড়া করবেন না! আমাদের সাথে যুক্ত হতে আজই যোগাযোগ করুন। বিস্তারিত জানতে অথবা রেজিস্ট্রেশন করতে, আমাদের ফেসবুক পাতায় যান বা আমাদের হটলাইন নম্বরে ফোন করুন।
এখনই সিদ্ধান্ত নেন এবং গড়ে তুলুন আপনার স্বপ্নের ভবিষ্যৎ। অপটিক SSC প্রস্তুতি প্রোগ্রাম: ২০২৫-এ স্বাগতম!
ঠিকানাঃ অপটিক কোচিং, পুরাতন কাটাইখানা মোড়, কুষ্টিয়া।
মোবাইলঃ 01896-144233, 01896-144234

আপনি কি SSC পরীক্ষার প্রস্তুতি নিয়ে চিন্তিত? আপনি কি জানেন, সঠিক প্রস্তুতি এবং গুণগত শিক্ষা আপনাকে আপনার লক্ষ্য অর....

21/09/2024

Thanks to all team member.

11/09/2024

আমার দুষ্ট-মিষ্টি ছোট ভাইয়া।

With Optic Coaching – I just got recognised as one of their top fans! 🎉
11/09/2024

With Optic Coaching – I just got recognised as one of their top fans! 🎉

22/08/2024

ভর্তি চলছে... ভর্তি চলছে... ভর্তি চলছে...
সীমিত সময়ের জন্য বিশাল ছাড়ে অপটিক নার্সিং ভর্তি কোচিং, কুষ্টিয়া শাখায় ভর্তি চলছে....
১ম ব্যাচে ক্লাস শুরু হয়ে গেছে। ১ম ব্যাচে পূর্ণাঙ্গ ক্লাস শুরু ১ সেপ্টেম্বর ২০২৪ইং। তাই আজই চলে আসুন।

নার্সিং যদি হয় আপনার স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদের।
আপনার স্বপ্ন পূরণে আমরা অঙ্গিকারবদ্ধ। আপনার এই ভর্তি প্রস্তুতিকে শতভাগ সহজ ও সম্পূর্ণ করার নিশ্চয়তা দিচ্ছি আমরা অপটিক নার্সিং ভর্তি কোচিং, কুষ্টিয়া শাখা।

দেশসেরা সুনামধন্য, 2001 সাল থেকে সফলতার শীর্ষে ও দেশের প্রথম, অপটিক নার্সিং ভর্তি কোচিং সারাদেশে নার্সিং ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের একমাত্র আস্থা ও ভরসার জায়গা।

কোচিং এ ভর্তির পূর্বে কিছু বিষয় লক্ষ্য করুনঃ
১. ডিপ্লোমা ব্যাচের জন্য আমাদের আছে ৬টি Exclusive Book. যার প্রতিটি অধ্যায়ে আছে সমস্ত তথ্য,রুলস এবং প্র্যাকটিসের জন্য টপিকভিত্তিক ৩০০-৩৫০ এমসিকিউ। বিএসসি ব্যাচের জন্য আমাদের আছে ৮টি Exclusive Book. যার প্রতিটি অধ্যায়ে আছে সমস্ত তথ্য,রুলস এবং প্র্যাকটিসের জন্য টপিকভিত্তিক ৩০০-৩৫০ এমসিকিউ। যা দেশের অন্যান্য বইয়ে বিড়ল। প্রতিটি বই ৩০০-৪৫০ পৃষ্ঠার। কথায় আছে,যত পড়বেন তত শিখবেন। তাই যদি পড়ার উপকরণ-ই যদি হয় সীমিত, প্রস্তুতিও হবে সীমিত। এই ভর্তিযুদ্ধে চান্স পাওয়া কিন্তু এতো সহজও না, যে সামান্য পড়েই চান্স পেয়ে যাবেন। বইগুলার পাশাপাশি রয়েছে প্রয়োজনীয় লেকচারশীট।
২. টিচার প্যানেল যাচাই করার জন্য ফ্রি ক্লাস করা বর্তমান যুগে বোকামি ছাড়া কিছুই না। আমরা আপনাদের টিচার চয়েজ করে নেওয়ার সুযোগ রেখেছি। প্রতিটা স্যারের ক্লাস করে আপনারা সিদ্ধান্ত নিবেন কোন স্যার এর ক্লাস আপনাদের পছন্দ,সে অনুযায়ী আপনার ব্যাচে আমরা টিচার নিয়োগ দিয়ে থাকি,গতানুগতিক কোন টিচারের ক্লাস নেওয়ার সুযোগ আমাদের নাই। ফ্রি ক্লাস দিয়ে কি আপনি নিশ্চিত সকল টিচার মানসম্মত পাবেন?
৩. কোচিং-এর পরিবেশ মানসম্মত কিনা সেটা বুঝার জন্য আপনারা ব্যানার,লিফলেট লক্ষ্য করবেন যে,ক্লাসে খিচুড়ি পাকাচ্ছে কিনা,একই কোচিং-এ নার্সিং, বিশ্ববিদ্যালয়, মেডিকেল, একাডেমিক সবই যদি থাকে আপনার কি মনে হয় না যে, সেখানে জগা খিঁচুড়ি হবে। ক্লাস ভবন ঠান্ডা, নিরিবিলি, নিরাপদ ও শব্দ দূষণ মুক্ত কিনা সেটাও যাচাই করা উচিৎ।
৪. নার্সিং কোচিং করার উদ্দেশ্য হলো নার্সিং কোচিং-এ অভিজ্ঞ “পরিচালক প্যানেল” একটি গুরুত্বপূর্ণ বিষয় , শুধুমাত্র একজন বিখ্যাত টিচার নয়, সম্পূর্ণ টিচার প্যানেল মানসম্মত কিনা যাচাই করা কি উচিৎ নয়?
৫. কোচিং-এ নিজের অবস্থার পাশাপাশি সারা দেশে অন্যান্য নার্সিং প্রস্তুতি শিক্ষার্থীদের মাঝে নিজের অবস্থা বুঝার প্রয়োজন আছে কিনা? কারন ভর্তি পরীক্ষায় শুধু নিজের কোচিং-এর শিক্ষার্থী নয় বরং দেশের সকল নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের সাথে পরীক্ষা দিয়ে টপ ‌পজিশনে থাকলেই কেবল আপনি সরকারি নার্সিং কলেজে ভর্তির সুযোগ পাবেন।
৬. কোর্স ফি কম নয়,যাচাই করুন উপরের বিষয় গুলা, মুখের কথা নয়, দেখুন সরাসরি উপরিউক্ত ব্যবস্থা গুলা আছে কিনা? না হলে, সময় চলে যাবে, ২০০০-৫০০০ টাকা কমের জন্য আপনার নার্সিং পড়ার স্বপ্ন নিমিষেই শেষ হয়ে যাবে।

আমাদের উপরিউক্ত সকল উপকরণ আছে, আমাদেরকে যাচাই করে, তারপর ভর্তির সিদ্ধান্ত নিন।

আমাদের বৈশিষ্ঠ্য সমূহঃ
# সপ্তাহে ৫দিন ক্লাস ও ২৫ নং এর ক্লাসটেস্ট প্রতিদিন, শুক্রবার ছুটি, শনিবার ১০০ নং এর রিভিউ মডেলটেস্ট।
# নিজস্ব বিষয়ভিত্তিক বই ৮টি ।
# নিজস্ব লেকচারশিট ফ্রি।
# সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত ক্লাস ভবন,ক্লাসরুমসহ।
# শীততাপ নিয়ন্ত্রিত ক্লাস রুম, মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেমসহ।
# নিজস্ব অনলাইন অ্যাপসে প্রতিদিন পরীক্ষা ফ্রি।
# অভিভাবকদের সাথে নিয়মিত আপডেট জানানো।
# বিষয়ভিত্তিক অভিজ্ঞ কুষ্টিয়ার সেরা টিচার প্যানেল।

অনলাইন এক্সাম ব্যাচে ভর্তির নিয়মঃ
নিয়মিত পরীক্ষার পাসওয়ার্ড, সিলেবাস, এক্সাম রুটিনসহ যাবতীয় সকল গাইডলাইন পাবেন আমাদের Whatsapp গ্রুপে, একদম ফ্রি। সকল নার্সিং ভর্তি ইচ্ছুকদের জন্য উন্মুক্ত। আজই ফ্রি অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হন, নিয়মিত পরীক্ষা দিন, নিজের প্রস্তুতি নিন দীর্ঘ অভিজ্ঞ, প্রতিষ্ঠিত ও পরীক্ষিত গাইডলাইনের সাথে। ফ্রি অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হতে Whatsapp নং 01521-413550 এ মেসেজ দিন।

অনলাইন এক্সাম যাচাই করুনঃ
আমাদের অনলাইন এক্সাম লিংকঃ www.optic.com.bd

বিঃদ্রঃ এত কিছু যখন আমাদের আছে, তাহলে আর অন্য কোচিং-এ কেন ভর্তি হয়ে নার্সিং ভর্তি প্রস্তুতিকে অনিশ্চয়তায় ফেলবেন!

সতর্কতাঃ অপটিক একটি সুনামধন্য ট্রেডমার্ক প্রতিষ্ঠান, অপটিক অথবা অপটিকের আগে বা পরে কিছু যোগ করে কোন কোচিং, কলেজ, পাবলিকেশন, বইসহ এডুকেশন সেক্টরের যেকোন বিষয়ে এই নাম অপটিকের ব্যবস্থাপনা পরিচালকের অনুমতি ব্যতিত ব্যবহার দন্ডনীয় অপরাধ।

ঠিকানাঃ অপটিক কোচিং, পুরাতন কাটাইখানা মোড়, কুষ্টিয়া।
মোবাইল নং 01896-144233, 01784-309206

প্রচুর ঘুরতে হবে।
24/12/2023

প্রচুর ঘুরতে হবে।

Address

Housing Eastate
Kushtia
7000

Telephone

+8801854817615

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arfa Binte Anwar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share