Sharmin Shompa

Sharmin Shompa Assalamu-Alaykum. Smile. Life is beautiful, you are Beautiful.
(12)

এই ব্যর্থ স্বামীর সংখ্যা যে কত বেশি 🙃.যে সকল ছেলেরা বাবা মা বোন ভাই ছাড়া কিছু বোঝে না, একজনের সন্তান বিয়ে করে যাবতীয় খরচ...
24/07/2025

এই ব্যর্থ স্বামীর সংখ্যা যে কত বেশি 🙃.
যে সকল ছেলেরা বাবা মা বোন ভাই ছাড়া কিছু বোঝে না, একজনের সন্তান বিয়ে করে যাবতীয় খরচ বহন করে মনে করে একটা কাজের মানুষ পেয়ে গেছে বাবা মা ভাই বোনের সেবা করতে, মেয়েটার প্রাপ্য হক ন-ষ্ট করে অন্যের হক আদায় করে, আর কথার ঝুড়ি তো মাশাআল্লাহ এইসব মেরুদণ্ডহীন ছেলের বিয়ে করা উচিৎ না।

এইসব মেরুদণ্ডহীন ছেলেই ব্যর্থতার চরমে থেকে না পারে বাবা মায়ের স্বভাব ঠিক করতে না পারে বউয়ের যোগ্য স্বামী হতে।

আর আল্লাহর রহমতে কিছু ছেলের মায়েরা এতো সুন্দর আর সাবলীল শিক্ষা দিয়ে গড়ে তোলে তারা যেমন বাবা মায়ের খেদমত করে তেমনি বউয়ের জীবনে সুখ আনতে সর্বোচ্চ চেষ্টা করে। এমন ছেলেদের ওপর আল্লাহর রহমত বরকত সবসময় থাকে।

ঘরের বউ ছাড়া যদি সবাই আপন হতো তাহলে আল্লাহ আদম (আ:) জন্য বাবা মা ভাই বোন আনতেন বিবি হাওয়া (আ:) কে না।
Sharmin Shompa.

ছোটবেলায় ভাবতাম ডিম খেয়ে পরিক্ষা দিতে গেলে ডিমই পাবো পরিক্ষায় 🤣🤣🤣।মানে নাম্বার ০ পাবো 🤣।এখন বুদ্ধি হয়েছে সকাল সকাল ডিম দ...
24/07/2025

ছোটবেলায় ভাবতাম ডিম খেয়ে পরিক্ষা দিতে গেলে ডিমই পাবো পরিক্ষায় 🤣🤣🤣।
মানে নাম্বার ০ পাবো 🤣।

এখন বুদ্ধি হয়েছে সকাল সকাল ডিম দিয়ে দিন শুরু করি 😁।

রাত ১২.৪৩ আমার রুমের পাঙ্খা বন্ধ করে দিছে একজন 😏। মানে যে গরম পরেছে তাতে মনে হচ্ছে মরুভূমির গরমে আছি এরপরোও একজনের খুব শ...
23/07/2025

রাত ১২.৪৩ আমার রুমের পাঙ্খা বন্ধ করে দিছে একজন 😏।
মানে যে গরম পরেছে তাতে মনে হচ্ছে মরুভূমির গরমে আছি এরপরোও একজনের খুব শীত করছে 😓🥱।
কিভাবে সম্ভব এইটা?
এই গরমে ফ্যান বন্ধ করে যে রাখে তাকে আমি মরুভূমির মাঝে পাঠিয়ে দিতে চাই। কেউ সাহায্য করতে পারলে জানাবেন। অগ্রীম ধন্যবাদ.

আল্লাহর রহমতে নতুন সকাল দেখার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ। জীবিকার তাগিদে এগিয়ে যেতেই হবে একটা সময় পর। ধৈর্য্য শক্তি বাড়...
23/07/2025

আল্লাহর রহমতে নতুন সকাল দেখার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ।
জীবিকার তাগিদে এগিয়ে যেতেই হবে একটা সময় পর। ধৈর্য্য শক্তি বাড়িয়ে নিতে হবে চলার পথে, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটানার সাক্ষী হতে।

কিভাবে দিন শুরু হয়েছিল আর কিভাবে শেষ হলো😓। আহ সোনার টুকরো বাচ্চা গুলো। বাবা মাকে আল্লাহ সর্বোচ্চ ধৈর্য ধারণ করার তৈফিক দ...
21/07/2025

কিভাবে দিন শুরু হয়েছিল আর কিভাবে শেষ হলো😓। আহ সোনার টুকরো বাচ্চা গুলো।
বাবা মাকে আল্লাহ সর্বোচ্চ ধৈর্য ধারণ করার তৈফিক দান করুন।

(কিছু জ-ন্তু মানুষ হবে না। সাহায্য করার চেয়ে ভিডিও করা বেশি জরুরি)
Sharmin Shompa

সাদা পাথরের স্বচ্ছ ঠান্ডা পানিতে বসে শুধু এইটুকু অনুভব হয়েছে মনের মধ্যে শান্তি অনুভব করলেই জীবন সুন্দর।আল্লাহর সৃষ্টির স...
21/07/2025

সাদা পাথরের স্বচ্ছ ঠান্ডা পানিতে বসে শুধু এইটুকু অনুভব হয়েছে মনের মধ্যে শান্তি অনুভব করলেই জীবন সুন্দর।

আল্লাহর সৃষ্টির সৌন্দর্য চোখে দেখে,হাতে ছুঁয়ে,গায়ে মেখে,আর উপভোগ করার মধ্যে অন্যরকম শান্তি আসলেই কাজ করে।
প্রতিদিন আল্লাহর কত শত রহমতে বেঁচে আছি আলহামদুলিল্লাহ।

18/07/2025
মাঝে মধ্যে রাতেও একটু অস্বাস্থ্যকর খাবার খেলে কিছু হয় না 🤣😜🤭
16/07/2025

মাঝে মধ্যে রাতেও একটু অস্বাস্থ্যকর খাবার খেলে কিছু হয় না 🤣😜🤭

(মায়ের ছেলে হওয়ার চেয়ে মেয়ে হয়েই শান্তি বেশি). একটা মেয়েকে তার বাবা মা ই শুধু নিঃস্বার্থ ভাবে ভালোবাসে পৃথিবীতে আর কেউ ন...
16/07/2025

(মায়ের ছেলে হওয়ার চেয়ে মেয়ে হয়েই শান্তি বেশি).
একটা মেয়েকে তার বাবা মা ই শুধু নিঃস্বার্থ ভাবে ভালোবাসে পৃথিবীতে আর কেউ না। ছেলেদের ক্ষেত্রে প্রচুর স্বার্থপরতা দেখা যায়। এর মন রাখো, জান রাখো, দায়িত্ব পালন করো, অধিকার আদায় করো কত কিছু। 🥴 শুধু টাকা উড়াও 🥴.

ভাগ্যিস মেয়ে হয়েছিলাম জীবনের সুন্দর মুহূর্ত গুলো ভীষণ ভাবে মনে পরে। মায়ের কাছে যখন ছিলাম কোন চিন্তা ছিল না, কে কি ভাববে ভাবতে হতো না, কথা বলার ক্ষেত্রে শুনতে হতো না এইভাবে কথা বলা যাবে না ও-ই ভাবে বলা যাবে না। প্রতি ক্ষেত্রেই যেনো কেমন নিয়ম। 🙃
মায়ের কাছে কোন নিয়ম নেই, ভাবনা নেই, চিন্তা নেই, অবহেলা, অযত্ন কিচ্ছুটি নেই। এখনো আম্মুর কাছে যে শান্তি তা কোথাও নেই।
একটা মেয়ে মায়ের কাছে কথা বলে শান্তি, খেয়ে শান্তি, ঘুমিয়ে শান্তি পায় তা না শ্বশুরবাড়ি আছে না অন্য কোথাও।
আম্মুর কাছে যাবো বলে মনটা খুব বেশি খারাপ লাগছে। কিছুই যখন ভালো লাগে না মনে হয় আম্মুর কাছে চলে যায় যেখানে আমাকে তাদের চোখের মণি করে যত্ন করবে, আদরে রাখবে। কষ্টের ছিটেফোঁটাও লাগতে দিবে না। ❤️

একটা মেয়ে কোন ভাবে কষ্ট পেয়ে হোক, অফিসের কাজের ঝামেলা হোক, সংসার
জীবনের স্বার্থপরতা যায় হোক না কেন মায়ের কাছে গেলে যেন সব ভুলে যায়। কেমন একটা শান্তি অনূভব করে। আর মা সেই ভেঙে পড়া, অগোছালো, কষ্ট পাওয়া হৃদয় টাকে সুন্দর করে গুছিয়ে নতুন ভাবে সাজিয়ে দেয়। কি অদ্ভুত শক্তি আল্লাহ মাকে দিয়েছেন। ❤️
Sharmin Shompa.

15/07/2025

ঋণ পরিশোধ
একটা মেয়েকে জন্মের পর তার বাবা মা টাকা খরচ করে, লেখাপড়া শিখিয়ে বড় করে,রো-গশো-কের চিকিৎসা করে অন্যের ছেলের কামলা দেওয়ার জন্য। বলতে গেলে হবে নিজের সংসারে নিজে কামলা দিবে নাতো কে দিবে 🥴।( হুম কামলা না দিলে কথার ঝুড়ি ফ্রী ফ্রী ফ্রী)
মেয়ের বাবা মায়ের যত খরচ হয় বা ভালোবাসা থাকে যত কষ্ট, ত্যাগ থাকে তার পরিবর্তে তাদের জন্য কিছু করতে গেলে মেয়ে যদি নিজ সংসারে পরনির্ভরশীল হয় তখন শুনতে হয় তাদের দায়িত্ব ছিল তারা মেয়ে মানুষ করে দিয়েছে। মেয়ের আবার এতো কি করার দরকার। এইসব মেয়ের মনে কি হয় বা কি আফসোস জাগে তা কিছু স্বামী নামের পদার্থ আর বুঝতে পারে না।
(কিন্তু মেয়ে নিজেই ইনকাম যোগ্য হলে তাকে এই কথা আর শুনতে হয় না।)

কিন্তু সেইম জিনিসই একটা ছেলের ক্ষেত্রে বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্যের পাহাড় ভেঙে পড়ে তা বাবা মায়ের যতই সম্পত্তি থাক, বাড়ি থাক আর ইনকাম থাক। ছেলেও বাবা মায়ের অধিকার আদায়ে কঠোর ভাবে আত্মত্যাগ করে। ছেলের ক্ষেত্রে আর আসে না বাবা মায়ের দায়িত্ব ছিল মানুষ করে দেওয়ার তাই দিয়েছে। এতো কি দরকার তাদের জন্য। 🥴

মেয়ের ভাই বোন তার জন্য টাকা খরচ করুক,ঘুরতে নিয়ে যাক, বিয়ের সময় সর্বোচ্চ জিনিস দিয়ে বিয়ে দিক কখনোই ওই মেয়ের পক্ষে তার ভাই বোনের জন্য সর্বোচ্চ দূরে থাক সর্বনিম্ন টুকুও করার হয়তো সুযোগ হয়না আবার হয়ও কিছু ক্ষেত্রে। কখনো এইটা বলা হয় না তার ভাই বোন এতো কিছু করেছে বা অল্পই করেছে সেই ভাই বোনকেও কিছু দিতে হবে করতে হবে। বরং কিছু ক্ষেত্রে তো শুনতে হয় তারা করেছে বলে আরেকজনকে করতে হবে এমন তো না। তাদের ছিল বলে তারা করেছে 🥴। হুম মেয়ের বাবা মা ভাই বোন আত্নীয় স্বজনেরা শুধু করেই যাবে। এমনকি মেয়ে বিয়ে দেওয়ার পরেও যে বাবা মা টাকা দিতে পারে, গিফট দিতে পারে মানে দিতেই থাকে আর যে বাবা মা টাকা দিয়ে পারে না শারীরিক পরিশ্রম দিয়ে মেয়ের জন্য কষ্ট করতেই থাকে। কারণ মেয়ের জন্য সবার সব করা দায়িত্ব।

একই জিনিস একটা ছেলের ক্ষেত্রে ভাই বোন যায় করুক যেটুকু দিক, খাওয়া,পরা, বেড়ানো বা অন্য কিছু তা পরিশোধ যোগ্য বা তার অধিক করার চেষ্টা করা ছেলের কর্তব্য এবং ছেলের ভাই বোন আত্নীয় স্বজনের অধিকার 🥴। সকলেই বলে ছেলে তাকে করতেই হবে দিতেই হবে হতেই হবে। আর ছেলেও বলে আমার ভাই বোন আমার জন্য যা করেছে তাদের জন্য না করলে আমি চির ঋণী। আত্নীয় স্বজনের হক আদায় না করতে পারলে চির ঋণী।

মোদ্দা কথা মেয়ের ক্ষেত্রে সবই দায়িত্ব আর ছেলের ক্ষেত্রে কর্তব্য আর তার সবার অধিকার। এইটা আমাদের সমাজের তৈরি কোন ধর্মের না।

কেউ যখন বলে আমার জন্য করেছে আমি না কিছু করলে কিছু না দিলে কি বলবে মানে ঋণ করেছে তা পরিশোধ করবে এমন৷

পরিবারের জন্য সবাই করবে যে যেমন পারবে। পরিবারের ভালোবাসা, তাদের থেকে যা পাওয়া যায় তা কখনোই পরিশোধ করার জিনিস না। ছেলে হোক বা মেয়ে সবার ক্ষেত্রেই। মেয়েরও মন চাই সবার জন্য কিছু করতে কিন্তু যখন তাকে বলা হয় মেয়েদের তো শুধু দোয়া করলেই হয় কিছু করা লাগে না বা করার দরকার নাই তখন সেই মেয়ের মনের মধ্যে কি ঝড় বয়ে যায় শুধু সেই জানে। একটা ছেলের ক্ষেত্রে তো এইগুলো বলা হয় না বা কোন ছেলেই তো এই কথা শুনবেও না। নিজের রক্ত পানি করে হলেও সব করবে তার বাবা মা ভাই বোন আত্নীয়র জন্য।

অদ্ভুত মানুষ জাতি অদ্ভুত তাদের বানানো নিয়ম আর অদ্ভুত তাদের কৃতকর্ম। আর এই কৃতকর্মের ফল দিন শেষে খুব বেশি সুফল বয়ে আনে না। 🙃
Sharmin Shompa.

ছোট বেলায় সন্ধ্যা হলেই আম্মুকে বলতাম একটু চাল ভেজে দাও না। খুব বেশি দিন হয়ে গেছে 🫠 এই তো সেই দিনই তো ছিল এতো সুন্দর আনন্...
15/07/2025

ছোট বেলায় সন্ধ্যা হলেই আম্মুকে বলতাম একটু চাল ভেজে দাও না। খুব বেশি দিন হয়ে গেছে 🫠 এই তো সেই দিনই তো ছিল এতো সুন্দর আনন্দময় সময়। 🥰

সন্ধ্যা হলেই আম্মুর হাতে বানানো বিভিন্ন খাবারের ঘ্রাণ আজও পায়। 🤗

Address

Kushtia

Alerts

Be the first to know and let us send you an email when Sharmin Shompa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sharmin Shompa:

Share