Sharmin Shompa

Sharmin Shompa Assalamu-Alaykum. Smile. Life is beautiful, you are Beautiful.
(12)

এমন দিন আমার জীবনেও ছিল।  আলহামদুলিল্লাহ। ❤️😓স্কুল থেকে বের হয়েই বান্ধবীরা মিলে মুড়ি মাখানো, আমড়া বা পেয়ারা মাখা খেতাম। ...
17/09/2025

এমন দিন আমার জীবনেও ছিল। আলহামদুলিল্লাহ। ❤️😓
স্কুল থেকে বের হয়েই বান্ধবীরা মিলে মুড়ি মাখানো, আমড়া বা পেয়ারা মাখা খেতাম।

শ্রেষ্ঠার মাঝে যেন নিজেকেই যেন খুঁজে পায়। ❤️
শ্রেষ্ঠা বলে ছোট আম্মু স্কুলের ভেতরে চলো। কিন্তু যায় না।
আমি ভয় পায় হাজারো স্মৃতির মাঝে হারিয়ে যাওয়ার ভয়৷ 🙃

আমার এক কাপ চায়ের সাথী আমার হাতি 😁🫣🤗। "হাতির পেটও পূর্ণ করা যায় কিন্তু কিছু মানুষের পেট, মন, হৃদয়, আত্মা কখনোই হাজারো দি...
16/09/2025

আমার এক কাপ চায়ের সাথী আমার হাতি 😁🫣🤗।

"হাতির পেটও পূর্ণ করা যায় কিন্তু কিছু মানুষের পেট, মন, হৃদয়, আত্মা কখনোই হাজারো দিয়েও পূর্ণ হয় না।৷ পেট ভরলেও মন ভরে না।।"

শ্রেষ্ঠার আবদারে খিচুড়ি আয়োজন। 😁এই একটা খাবার যা আমাকে ৩ বেলা দিলেও বিরক্ত হবো না 😁😜🥰।
16/09/2025

শ্রেষ্ঠার আবদারে খিচুড়ি আয়োজন। 😁
এই একটা খাবার যা আমাকে ৩ বেলা দিলেও বিরক্ত হবো না 😁😜🥰।

ঝুম বৃষ্টি সাথে এক কাপ চা। ❤️এইটুকু তেও তো শান্তি আলহামদুলিল্লাহ। 🥰শান্তি মনের ব্যাপার।
16/09/2025

ঝুম বৃষ্টি সাথে এক কাপ চা। ❤️
এইটুকু তেও তো শান্তি আলহামদুলিল্লাহ। 🥰
শান্তি মনের ব্যাপার।

জীবনের অন্যতম শ্রেষ্ঠ সময় গুলোর স্মৃতি। ❤️ আহা জীবন। 🙃সময় কত দ্রুত চলে যায়। 😓এখনো মনে হয় বান্ধবীরা সবাই মিলে এই সংবর্ধনা...
15/09/2025

জীবনের অন্যতম শ্রেষ্ঠ সময় গুলোর স্মৃতি। ❤️
আহা জীবন। 🙃
সময় কত দ্রুত চলে যায়। 😓
এখনো মনে হয় বান্ধবীরা সবাই মিলে এই সংবর্ধনা অনুষ্ঠানে কত আনন্দ নিয়ে উপস্থিত ছিলাম। পরিবারের সকলের কত আনন্দ।❤️
আজ কেউ পাক্কা গৃহিণী, কেউ ডাক্তার, কেউ বিসিএস ক্যাডার,কেউ দেশের বাইরে গৃহিণী, কর্মজীবী। সকলেই নিজ নিজ জায়গায়, ক্ষেত্রে সফল। আলহামদুলিল্লাহ। ❤️
এই স্মৃতি গুলো আমাদের জীবনে আবেগ, আনন্দ, ভালোবাসার ভাগিদার হয়ে রয়েছে। 🌼

"প্রতিটি সকাল নতুন সম্ভাবনা নিয়ে আসে, কিন্তু আমরা এটি দিয়ে যা করি তা পার্থক্য তৈরি করে।"
15/09/2025

"প্রতিটি সকাল নতুন সম্ভাবনা নিয়ে আসে, কিন্তু আমরা এটি দিয়ে যা করি তা পার্থক্য তৈরি করে।"

বৃষ্টি ভেজা আরাম আরাম সকাল বেলা খুবই ভালো লাগে। 🥰🤗
14/09/2025

বৃষ্টি ভেজা আরাম আরাম সকাল বেলা খুবই ভালো লাগে। 🥰🤗

আমরা আমরাই 🥰🤗বান্ধবী 😁।
13/09/2025

আমরা আমরাই 🥰🤗
বান্ধবী 😁।

মানুষকে সুযোগ দিলেই তা ব্যবহার করবে। সে আপন হোক আর পর। এরপরও এইটা মানুষের ওপরই নির্ভর করে সে সুযোগ নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ ...
13/09/2025

মানুষকে সুযোগ দিলেই তা ব্যবহার করবে।
সে আপন হোক আর পর।
এরপরও এইটা মানুষের ওপরই নির্ভর করে সে সুযোগ নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করবে নাকি আবার সুযোগ সন্ধানী হবে। কিছু মানুষ তো আবার কৃতজ্ঞতা বোধ তো দূরে থাক বরং আরো সুযোগের সন্ধান করে বার বার কিভাবে নিজের স্বার্থ উদ্ধার করবে।
যারা প্রকৃত বিবেকবান, ভালো মন মানসিকতার তারা না আপনের থেকে সুযোগ খোঁজে না পরের থেকে।
তবে দোষ কারো না দোষ তার যে এই সুযোগ বার বার আপন আর পরকে দেয়। আবেগে পরে, দয়া দেখিয়ে বা বেশি ভালোবেসে।
কথায় আছে বেশি ভালো ভালো না। দুনিয়া বড়ই স্বা-র্থপর। আর সেখানে বসবাস করা কিছু কিছু মানুষ তো নিজের টুকু হলেই হবে সামনের জন বাঁচতে পারলো কিনা তাও ভাববে না।

আল্লাহ সকলকে নেক হেদায়েত দান করুন। ❤️

আম্মুর কিছু খাবার আসলেই অতুলনীয়। মাঝে মাঝে নতুন কিছু চেষ্টা করে যা সত্যিই ভালো। বয়স বৃদ্ধি পেলে অনেকের মধ্যে নতুন কিছু র...
12/09/2025

আম্মুর কিছু খাবার আসলেই অতুলনীয়।
মাঝে মাঝে নতুন কিছু চেষ্টা করে যা সত্যিই ভালো। বয়স বৃদ্ধি পেলে অনেকের মধ্যে নতুন কিছু রান্না হোক, নতুন জায়গায় যাওয়া হোক বা নতুন কিছুর ক্ষেত্রে অনেক অনিহা চলে আসে।
কিন্তু বয়স বাড়লেও নতুন কিছু করার চেষ্টা নিজেকে ভালো রাখতে, নিজের মন ভালো রাখতে এবং সময়ের সাথে চলতেও সাহায্য করে। 🤗
আলহামদুলিল্লাহ আম্মু এইদিক থেকে বেশ এক্টিভ।❤️❤️

"শহর পাল্টায়, ঠিকানাও বদলায়, স্বপ্ন বদলায়! কিন্তু কিছু স্মৃতি রয়ে যায় ঠিক পুরোনো জায়গায়।"Sharmin Shompa 🙃
11/09/2025

"শহর পাল্টায়, ঠিকানাও বদলায়, স্বপ্ন বদলায়! কিন্তু কিছু স্মৃতি রয়ে যায় ঠিক পুরোনো জায়গায়।"

Sharmin Shompa 🙃

আর হ*বা*ক হওয়া 😓 দুনিয়ার মানুষ কে*মন জানি হয়ে গে*ছে!!ভ*য় লাগে এদের দেখে।।
10/09/2025

আর হ*বা*ক হওয়া 😓
দুনিয়ার মানুষ কে*মন জানি হয়ে গে*ছে!!
ভ*য় লাগে এদের দেখে।।

Address

Kushtia

Alerts

Be the first to know and let us send you an email when Sharmin Shompa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sharmin Shompa:

Share