
24/07/2025
এই ব্যর্থ স্বামীর সংখ্যা যে কত বেশি 🙃.
যে সকল ছেলেরা বাবা মা বোন ভাই ছাড়া কিছু বোঝে না, একজনের সন্তান বিয়ে করে যাবতীয় খরচ বহন করে মনে করে একটা কাজের মানুষ পেয়ে গেছে বাবা মা ভাই বোনের সেবা করতে, মেয়েটার প্রাপ্য হক ন-ষ্ট করে অন্যের হক আদায় করে, আর কথার ঝুড়ি তো মাশাআল্লাহ এইসব মেরুদণ্ডহীন ছেলের বিয়ে করা উচিৎ না।
এইসব মেরুদণ্ডহীন ছেলেই ব্যর্থতার চরমে থেকে না পারে বাবা মায়ের স্বভাব ঠিক করতে না পারে বউয়ের যোগ্য স্বামী হতে।
আর আল্লাহর রহমতে কিছু ছেলের মায়েরা এতো সুন্দর আর সাবলীল শিক্ষা দিয়ে গড়ে তোলে তারা যেমন বাবা মায়ের খেদমত করে তেমনি বউয়ের জীবনে সুখ আনতে সর্বোচ্চ চেষ্টা করে। এমন ছেলেদের ওপর আল্লাহর রহমত বরকত সবসময় থাকে।
ঘরের বউ ছাড়া যদি সবাই আপন হতো তাহলে আল্লাহ আদম (আ:) জন্য বাবা মা ভাই বোন আনতেন বিবি হাওয়া (আ:) কে না।
Sharmin Shompa.