20/04/2025
★শিশুদের ওষুধের ডোজ
পর্ব৯৪
Syp.Klarix (125mg/5ml)
বাClarithromycin(125mg/5ml)
অর্থাৎ,
5ml বা ১চামচ সিরাপে থাকে 125mg clarithromycin
4ml সিরাপে থাকে 100mg clarithromycin
3ml সিরাপে থাকে 75 mg clarithromycin
2ml সিরাপে থাকে 50mg clarithromycin
1ml সিরাপে থাকে 25mg clarithromycin
*ডোজ বা মাত্রা
/kg/day --OD বা BD ( ১ বার বা ২ বার)
অর্থাৎ,
প্রতি কেজি ওজনের জন্য পাবে 15 mg করে একদিনে। দিনে ১-২ বার।
*এখন আমরা প্রতি কেজি ওজনের জন্য 15 mg করে দিনে দুই বার দিয়ে দেখাবো। আপনি চাইলে একবারও দিতে পারবেন।
উদাহরণঃমনে করি, একটা বাচ্চার ওজন ৮ কেজি। তার জন্য ডোজ কেমন হবে?
তার জন্য ডোজ হবে,
/kg/day---BD বা ২ বার
অর্থাৎ,
প্রতি কেজি ওজনের জন্য পাবে 15 mg করে একদিনে। দুই বেলা ।
*সুত্রের সাহায্যে ডোজ নির্ণয় করবো
wt×desired dose×ml
____________________
Mg
এখানে,
Wt=বাচ্চার ওজন
desired dose =কত mg পাবে
ml= পরিমাণ
Mg= পাওয়ার
এখন,
wt=8kg
Desired dose =15mg
ml=5ml
Mg=125mg
Wt×desired dose×ml
_____________________
Mg
8kg×15mg×5ml
________________
125mg
600
------
125
=4.8 ml বা ১ চামচ
সুতরাং,
বাচ্চাটি পাবে 4.8 ml বা 5 ml একদিনে । যেহেতু এটি দিনে দুই বার তাই 5ml কে ২ দিয়ে ভাগ করে যা আসে তাই পাবে এক বেলায়।
5
---
2
=2.5 ml বা আধা চামচ
সুতরাং,
বাচ্চাটি পাবে, 2.5 ml আধা চামচ করে দিনে দুই বার।
*সহজ ও মুখস্থ পদ্ধতিে
৮ কেজি ওজনের জন্য পাবে আধা চামচ করে দিনে দুই বার
১৬ কেজি ওজনের জন্য পাবে ১ চামচ করে দিনে দুই বার
◽কার্যকারিতা
ব্রংকাইটিস, নিউমোনিয়া, সাইনোসাইটিস, পেপটিক আলসার, ফেরিনজাইটিস,টনসিলাইটিস, অটাইটিস মিডিয়া, ত্বকের সংক্রমণ এবং বিভিন্ন ব্যাক্টেরিয়াল ইনফেকশনে এটি ব্যবহার করা হয়
◽পার্শ্বপ্রতিক্রিয়া
বমি বমি ভাব বা বমি হওয়া, পেটে ব্যথা,ডায়রিয়া, মাথা ব্যথা, ঘুম ঘুম ভাব, জিহ্বায় ঘা,পরিপাকতন্ত্রের সমস্যা ত্বকে ফুসকুড়ি ইত্যাদি হতে পারে।
◽এটি আর কি কি নামে পাওয়া যায়?
ইত্যাদি নামে পাওয়া যায়
◽পোস্টের উদ্দেশ্য
এই পোস্টের উদ্দেশ্য হলো সিরাপটির সব তথ্য তুলে ধরা এর অর্থ এই নয় যে এটা আপনি নিজে নিজে আপনার বাচ্চাকে সেবন করাবেন তাতে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে তাই এটি একজন রেজিস্টার্ড চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী আপনার বাচ্চাকে সেবন করাবেন
*পরের পোস্টে কোন সিরাপের ডোজ জানতে চান কমেন্টে জানান
বিঃদ্রঃ টাইপিং জনিত ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দয়া করে কপি করবেন না পারলে শিয়ার করুন