Mohammed Omur Faruk

Mohammed Omur Faruk Digital marketing

❤🍂﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽🍂
05/11/2023

❤🍂﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽🍂

🙋ভালো মানুষ তো সবাই 😎খারাপ মানুষ খুজবে কিভাবে 🫡
04/11/2023

🙋ভালো মানুষ তো সবাই 😎
খারাপ মানুষ খুজবে কিভাবে 🫡

24/10/2023

👉👉 ফ্রিলান্সিং মানে শুধু টাকা নয় 💲ডলারও আছে।
✅ফ্রিলান্সিং মানে নিজের সপ্ন পূরনের সুযোগ।
✅ফ্রিলান্সিং মানে আনন্দ করা 🥰
👉ফ্রিলান্সিং শিখে নিজেকে গড়ে তুলুন স্বালম্বি এবং পরিবারের চাহিদা মেটানো।
👉যারা একেবারে নুতুন ভাবে ফ্রিল্যান্সিং শিখতে চান তারা ইনবক্স করুন সর্বোচ্চ হেল্প করব।❤❤❤

This is lol reaction
22/10/2023

This is lol reaction

" জীবনে সব ‘পেতে হয় না’, কিছু কিছু অপূর্ণতাও সুন্দর।সব পেয়ে গেল জীবন আর ভালো লাগবে না, সব অন্য রকম মনে হবে। প্রাপ্তি এ...
17/09/2023

" জীবনে সব ‘পেতে হয় না’, কিছু কিছু অপূর্ণতাও সুন্দর।সব পেয়ে গেল জীবন আর ভালো লাগবে না, সব অন্য রকম মনে হবে।

প্রাপ্তি এবং অপ্রাপ্তির এই ছোট্ট জীবনটাই সুন্দর.!🤍

ফ্রিল্যান্সারদের মানুষ যেভাবে দেখে 🧐
05/09/2023

ফ্রিল্যান্সারদের মানুষ যেভাবে দেখে 🧐

অন্যদের নয় নিজেকে নিয়ে গভীরভাবে চিন্তা  করুন , আপনি নিজে একমাত্র ব্যক্তি যাকে আপনার সত্যিকার অর্থে জানতে এবং বুঝতে হবে...
27/07/2023

অন্যদের নয় নিজেকে নিয়ে গভীরভাবে চিন্তা করুন ,
আপনি নিজে একমাত্র ব্যক্তি যাকে আপনার সত্যিকার অর্থে জানতে এবং বুঝতে হবে ,

আপনি যতই ভালো সমঝদার মানুষ অথবা বিশ্লেষক হোন না কেন, আপনি কখনই একজন মানুষকে পুরোপুরি চিনতে পারবেন না ,

আপনি সাধারনত কোন বইয়ের প্রচ্ছদ অথবা কয়েকটি অধ্যায় পড়ে বইটি সম্পর্কে একটা সাধারণ ধারণা করতে পারেন, কিন্তু সত্যি সত্যি বিচার করা সম্ভব নয় ,
একটি বইকে সঠিকভাবে জানতে গেলে গভীর মনোনিবেশের সঙ্গে খুঁটিয়ে খুঁটিয়ে বইটি পড়া দরকার।

তেমনিভাবে আপনি যদি আপনার জীবনটাকে ঠিকঠাক অনুধাবন করতে পারেন, নিজেকে ঠিকঠাক চিনতে পারেন, পড়তে পারেন তাহলে আপনার জীবনের অনেক গল্পই লেখা হবে।
আপনি হয়ে উঠবেন একজন অনুকরণীয় ব্যক্তিত্ব।

08/07/2023

প্রশ্ন: কিভাবে একজন সফল ফ্রিল্যান্সার হওয়া যায়?

দেশে এখন নামে মাত্র লক্ষ লক্ষ ফ্রিলান্সার, কিন্তু রেগুলার ইনকাম করছে বা ভালো পর্যায়ে আছে এমন ফ্রিলান্সারের সংখ্যা খুবই কম। এর প্রধান কারণ:

বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্রিলান্সিং সেক্টরটাকে তুলে ধরা হয়েছে একদম শেষ পর্যায় হিসেবে। লেখাপড়া কম্পলিট করতে পারেন নাই? সমস্যা নেই ফ্রিল্যান্সিং তো আছেই। জব খুঁজতে খুঁজতে দিশে হারা? সমস্যা নেই ফ্রিল্যান্সিং তো আছেই। আরো একদল আছে যারা ফ্রিল্যান্সিং এর আশায় লেখাপড়াই বাদ দিয়ে বসে।

লেখাপড়া করে কি হবে ফ্রিল্যান্সিং তো আছেই, একটা ল্যাপটপ অথবা কম্পিউটার কিনে নিয়ে বসে পড়লেই ২-১ মাসের ভেতর হাজার হাজার ডলার আসা শুরু হবে। কি এমন কঠিন কাজ কয়দিন দেখলেই পারবো।

এইসব ভ্রান্ত ধারণা নিয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে পর্দাপণ করে তাঁরপর আজকে এই বড় ভাই তো কালকে ওই বড় ভাইয়ের টিউটোরিয়াল গাইড লাইন ফলো করতে করতে এক সময় হারিয়ে যায়।

ফ্রিল্যান্সিং এ যদি সফল হতে চান প্রথমেই এইসব ভুল ধারণা মাথা থেকে ছুড়ে ফেলতে হবে। সমাজের আর ১০ টা সম্মানি পেশাকে যেভাবে দেখেন ফ্রিল্যান্সিং কেও সেভাবেই দেখতে হবে। আর ১০ টা পেশাতে যত পরিশ্রম করা লাগে তাঁর থেকে দ্বিগুণ পরিশ্রম করার মন মানসিকতা তৈরি করতে হবে।

কিভাবে একজন সফল ফ্রিল্যান্সার হবেন:

সর্ব প্রথম ইংরেজীতে পড়তে পারা,বলতে পারা, লিখতে পারা অর্থাৎ কমিউনিকেশন করা জানতে হবে। একদম ফ্লুয়েন্ট ইংরেজী জানতে হবে তা নয়, কিন্তু কাজ চালিয়ে নেবার মতো জ্ঞান থাকতে হবে।
কম্পিউটারের ব্যাসিক জানা, যেমন: টাইপিং,অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা, ট্রাবুল শুটিং ইত্যাদি ব্যাসিক দক্ষতা লাগবে।
গুগোল সার্চ জানা, যদি গুগোলের সাথে মনের ভাব আদান প্রদান করতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যত বারই হোচট খাবেন তত বারই গুগোলের কাছে গিয়ে মনের কথা প্রকাশ করতে পারবেন, সলিউশন নিতে পারবেন। এই একটা মাত্র স্কিল আপনাকে যে কোন কাজে সাহায্য করতে পারে, গুগোল সার্চ করতে পারলে কোন মেন্টর বা কোন পেইড কোর্স বড় ভাইদের পিছে ছুটতে হবে না।
যদি আগে থেকে ঠিক করতে না পারেন কোন কাজে নিজের স্কিল ডেভেলোপ করবেন, আপনার কোন স্কিল সেল করে ডলার ইনকাম করবেন তাহলে আমি বলবো প্রত্যেকটা বিষয় নিয়ে সার্চ করুন,ব্লগ পড়ুন, ভিডিও দেখুন পারলে কিছুদিন শেখার চেষ্টা করুন। তাঁরপর নিজেই বুঝতে পারবেন আপনার জন্য কোন কাজটি পারফেক্ট আর যখন বুঝতে পারবেন তখন নিজেই যে কোন একটা স্কিল বাছাই করে নিতে পারবেন। ফ্রিলান্সিং এর কোন সেক্টরে কাজ শিখবেন এই বিষয়ে কারো থেকে পরামর্শ ভুলেও নিবেন না। আপনার যে সেক্টর ভালো লাগে সেটাই বাছাই করুন।
এবার আপনে জেনে গেছেন কোন বিষয়ে স্কিল ডেভেলোপ করবেন। এখন নিদিষ্ট একটা সময়ের জন্য মাইনসেট তৈরি করে ফেলুন। এই সময়ের মধ্যে যত যাই হোক না কেন আপনি স্কিল ডেভেলোপ করা ছেড়ে দিবেন না। প্রতিদিন রুটিনমাফিক চর্চা চালিয়ে যাবেন। আপনে যেই সেক্টরেই স্কিল ডেভেলোপ করেন না কেন, কমপক্ষে ১ বছর সময় হাতে নিয়ে নামবেন, এই ১ বছরের মধ্যে কোন ডলার ইনকাম করার চিন্তাও মাথায় আনবেন না।
স্কিল ডেভেলোপ করার পাশাপাশি আপনে যেই সেক্টরে স্কিল ডেভেলোপ করছেন সেই সেক্টরের ফেসুবুক গ্রুপ গুলোতে জয়েন করুন, বিভিন্ন ফোরামে একটিভ থাকুন, ভালো কিছু ইউটিউব চ্যানেল, ব্লগ ফলো করুন।
ফ্রিলান্সিং এ সফল হবার মন্ত্র একটাই, ধৈর্য্য ধরে লেগে থাকা। এভাবে ১ বছর আগে চর্চা চালিয়ে চান, তাঁরপর আপনার এই প্রশ্নের উত্তর আপনে নিজেই ভালো দিতে পারবেন।
https://www.facebook.com/fefaruk2000

13/06/2023

Ghar Tera Diver

Address

Kushtia
7052

Telephone

+8801794782245

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammed Omur Faruk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammed Omur Faruk:

Share