
18/07/2025
গভীর শোক ও প্রতিবাদ
সাজিদ আমাদের ভাই — আমরা বিচার চাই
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমরা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ (২০২১-২২) ব্যাচের সাধারণ শিক্ষার্থীবৃন্দ, গভীর শোক এবং তীব্র ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ-র রহস্যজনক মৃত্যু আমাদের গভীরভাবে মর্মাহত করেছে।
সাঁতারে অভিজ্ঞ হওয়া সত্ত্বেও সাজিদের মৃত্যু একটি সাধারণ দুর্ঘটনা হিসেবে মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এ মৃত্যুতে আমরা রহস্য, গাফিলতি ও অবহেলার ছায়া স্পষ্টভাবে দেখতে পাচ্ছি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরবতা এবং দায়সারা মনোভাব আমাদের হতাশ করেছে। একজন শিক্ষার্থীর মৃত্যু নিয়ে এই ধরনের দৃষ্টিভঙ্গি শুধু অমানবিকই নয়, বরং তা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও প্রশাসনিক জবাবদিহিতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।
আমাদের স্পষ্ট দাবি:
১. একটি নিরপেক্ষ, দ্রুত এবং স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করতে হবে।
২. যদি কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকে, তাকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
৩. বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আমরা বিশ্বাস করি, সাজিদের মৃত্যুর ঘটনায় গড়িমসি মানে অন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া। এ ধরনের নীরবতা বা দমননীতি ভবিষ্যতে আরও প্রাণহানি ডেকে আনতে পারে।
তাই আমরা আহ্বান জানাচ্ছি—
সকল সচেতন শিক্ষার্থী ও কর্তৃপক্ষের প্রতি,
আসুন আমরা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই।
সাজিদের জন্য, ন্যায়ের জন্য, ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আমরা সবাই সোচ্চার হই।
আমরা বিচার চাই। আমরা জবাবদিহিতা চাই।
আমরা আর কোনো সাজিদ হারাতে চাই না।
সাধারণ শিক্ষার্থীবৃন্দ
লোক প্রশাসন বিভাগ (২০২১-২২)
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া