Nusrat Jahan

Nusrat Jahan لَا إِلٰهَ إِلَّا اللَّٰهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللَّٰهِ

 #আলহামদুলিল্লাহ, 🤲💞🤲Date of Issue_____________ 06/08/2023_____________দীর্ঘ ছয় (৬) মাস কঠোর পরিশ্রম এর ফল যখন কেউ হাতে...
06/08/2023

#আলহামদুলিল্লাহ, 🤲💞🤲
Date of Issue
_____________
06/08/2023
_____________
দীর্ঘ ছয় (৬) মাস কঠোর পরিশ্রম এর ফল যখন কেউ হাতে ধরিয়ে দেয়।
সেই সময়ের খুশির মুহুর্ত টা সত্যিই ভাষায় প্রকাশ করার মত নয়।।

ছয় (৬) মাস মেয়াদি অনলাইন ডিজিটাল মার্কেটিং কোর্স শেষ করার পর চুরান্ত পরীক্ষা দেওয়ার মাধ্যমে আজকে সার্টিফিকেট হাতে পেলাম।

অসংখ্য অসংখ্য ধন্যবাদ‌ জানাই আমার শিক্ষা প্রতিষ্ঠান Future It কে। এবং আরো অনেক ধন্যবাদ জানাই আমার প্রিয় মেন্টর Nasrin Nahar আপুকে ৷ এবং আরো ধন্যবাদ জানাই অত্র প্রতিষ্ঠানের সকল মেন্টর ও বড় ভাইয়া ও আপুদের যাদের হাত ধরে প্রতিনিয়ত তৈরি হচ্ছে হাজার হাজার সফল ফ্রিল্যান্সার। Nasrin Naahr আপু আপনার জন্য মন থেকে দোয়া রইলো 🍁আপনি যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন 🍁 আশা করি এভাবেই সাপোর্ট দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আশা করি সব সময় আপনাকে পাশে পাবো ইনশাআল্লাহ 😊🌿

যাদের হাত ধরে এত দুরে আশা, Arefin somrat এবং Rakib khan ভাইয়া😇
আপনাদের কথা না বললেই নয় 🌿
আপনাদের সাপোর্ট এবং সৎ পরামর্শের জন্য আজ এই অর্জন। আপনাদের দোয়া এবং আরো বেশি সাপোর্ট নিয়ে সামনে এগিয়ে যেতে চাই 😊
আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা ক্যারিয়ার দেয়ার জন্য। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা অবিরাম। আপনার জন্য মন থেকে দোয়া রইলো 🍁আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন 🍁 আশা করি এভাবেই সাপোর্ট দিয়ে যাবেন এবং সব সময় আপনাদেরকে পাশে পাবো ইনশাআল্লাহ 😊🌿

Thanks to....
Future-IT Institute





Everyone

Email marketing কি.?Email marketing এর মাধ্যমে একসাথে হাজার হাজার মানুষের কাছে কোন পণ্য বা ব্যবসায়ের প্রচার করার নামই হল...
06/08/2023

Email marketing কি.?
Email marketing এর মাধ্যমে একসাথে হাজার হাজার মানুষের কাছে কোন পণ্য বা ব্যবসায়ের প্রচার করার নামই হলো Email মার্কেটিং। ইমেইল মার্কেটিং এর মাধ্যমে আপনি খুব দ্রুত এবং সহজেই আপনার পণ্য বা ব্যবসায়ের মার্কেটিং করে ব্যবসায় বাড়িয়ে নিতে পারবেন।
Email মার্কেটিং এর মাধ্যমে গ্রাহকের সংখ্যা ও বৃদ্ধি পায় এবং গ্রাহকের সাথে ভালো সম্পর্ক তৈরী হয়। এবং ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে গ্রাহককে সর্বক্ষণের আপডেট দিয়ে গ্রাহককে ধরে রাখা সম্ভব। এছাড়াও ইমেইল মার্কেটিং এর মাধ্যমে লিড জেনারেট করতে পারবো। উন্নত দেশগুলোতে একটা ইমেইল ১_২ ডলার😍 ডিজিটাল এই যুগে Email marketing এর কোন বিকল্প নেই।





06/08/2023

✍️ ডিজিটাল মার্কেটিং কি?🖊️🖋️✍️
👉 অনলাইন বা ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে যেকোনো পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাই হচ্ছে এককথায় ডিজিটাল মার্কেটিং। বর্তমান এই ডিজিটালাইজেশনের যুগে নিজের ও নিজের ব্যাবসার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ডিজিটাল মার্কেটিং শেখার কোন বিকল্প নেই।তবে ডিজিটাল মার্কেটিং বিভিন্ন মাধ্যমে করা যায়, যেমন -সোশাল মিডিয়ার মাধ্যমে, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের মাধ্যমে, আবার ইমেইল মার্কেটিং এর মাধ্যমে ও করা যায়। এছাড়া ইলেকট্রনিকস মিডিয়া যেমন, টিভি, রেডিও ইত্যাদির মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন প্রচার করাটাও এক ধরনের ডিজিটাল মার্কেটিং।আমরা অধিকাংশ মানুষই ডিজিটাল ডিভাইস ব্যবহার করছি তাই সবার উচিৎ ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানা। তাহলে ডিভাইস গুলো ব্যবহার করার পাশাপাশি কিছু ইনকাম করা সম্ভব হবে।

বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে নীরবে কাজ করে যাচ্ছে রেমিট্যান্স যোদ্ধারা। ফ্রিল্যান্সাররা দেশে বসেই বৈদেশিক মুদ্র...
03/08/2023

বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে নীরবে কাজ করে যাচ্ছে রেমিট্যান্স যোদ্ধারা। ফ্রিল্যান্সাররা দেশে বসেই বৈদেশিক মুদ্রা অর্জন করে প্রতিনিয়ত অবদান রেখে চলছে অর্থনীতিতে। দক্ষতায় আসে সাফল্য আর তা শুধু ব্যাক্তিগত নয় সার্বজনীন।

আমি ছোটো থেকেই অনেক স্বপ্ন দেখেতাম যে,পুরো পৃথিবীটাকে ঘুরে দেখবো।আলহামদুলিল্লাহ 🥰🤲ফ্রিল্যান্সিং সেক্টরে এসে আমার সেই স্ব...
02/08/2023

আমি ছোটো থেকেই অনেক স্বপ্ন দেখেতাম যে,
পুরো পৃথিবীটাকে ঘুরে দেখবো।
আলহামদুলিল্লাহ 🥰🤲
ফ্রিল্যান্সিং সেক্টরে এসে আমার সেই
স্বপ্ন গুলো এক এক করে পূরণ হচ্ছে।
শুধু মাত্র নিজের স্বপ্ন গুলোই পূরণ করছি না, সাথে পূরন করছি শত ফ্রিল্যান্সার ভাই–বোনদের স্বপ্ন।
খুব শীঘ্রই সকল ফ্রিল্যান্সার ভাই–বোন দের নিয়ে দেখা হচ্ছে কক্সবাজার 🥰✌️

ধন্যবাদ জানাই ড্রিম এক্সপ্রেস সম্পূর্ণ ফ্রি তে আমাদেরকে এত চমৎকার একটা টুর উপহার দেয়ার জন্য 🥰✌️

✅আমি কেন ফ্রিল্যান্সিং করি-১-এটি একটি মুক্ত পেশা।২-এই কাজের জন্য কোন ধরাবাঁধা সময় লাগেনা।৩-এই কাজের জন্য আমার উপর কতৃত্ত...
29/07/2023

✅আমি কেন ফ্রিল্যান্সিং করি-

১-এটি একটি মুক্ত পেশা।
২-এই কাজের জন্য কোন ধরাবাঁধা সময় লাগেনা।
৩-এই কাজের জন্য আমার উপর কতৃত্ত সৃষ্টি করার মতো কেউ থাকবেনা। আমি নিজেই আমার বস হিসেবে কাজ করতে পারব।
৪-আমার সুবিধা মতো সময়ে কাজ করে ইনকাম করতে পারব।
৫-এই কাজের মাধ্যমে নিজেকে একজন দক্ষতাসম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো।

-Happy Freelancing🥰🥰

26/07/2023

ফ্রিল্যান্সিং কি? what is freelancing

ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা হল এমন কোন কাজ যা আপনি কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের অধীনে আপনার ইচ্ছামত করতে পারবেন। ফ্রিল্যান্সিং বলতে মূলত ঘরে বসে অনলাইনে কাজ করাকে বুঝায়। আপনি অনলাইনের যেসব কাজে দক্ষ, সেসব কাজ অনলাইনে করে দিয়ে নির্দিষ্ট পরিমাণ টাকা আয় করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন আপনার অনলাইন কাজের দক্ষতা অনলাইনে বিক্রি করে টাকা আয় করাকে ফ্রিল্যান্সিং বলে।

তাহলে ফ্রিলান্সিং শুরু করতে প্রথমেই আপনার পরিষ্কার ধারণা থাকতে হবে ফ্রিলান্সিং কি এই বিষয়ের উপর। আশা করি আপনি বুঝতে পারছেন ফ্রিলান্সিং কি। আমি এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। ফ্রিল্যান্সিং শিখে আপনি মূলত ঘরে বসে দেশের বাইরে কাজ করে বৈদেশিক মুদ্রা আয় করবেন। আপনি অনলাইনে কাজ পাবেন আর অনলাইনেই কাজ করে জমা দিয়ে আপনার প্রাপ্য টাকা বুঝে নিবেন।

16/05/2023

Assalamualaikum 😊

My name is Nusrat Jahan
Student of Future it Institute
Student id : 102690
Batch : 138 ; (level-2)
Class no : 01 & 02 ; time : 7 p.m.
Topic : Advanced Canva design
Teacher : Atik Mohammad Alvi

I really enjoyed yesterday's class, I learned a lot from Alvi sir and I think I can do great things in future.I also took the canva design class very seriously and had a lot of fun.
Thank you so much
Atik Mohammad Alvi Sir
& Future it Institute.

Address

College Road
Kushtia

Alerts

Be the first to know and let us send you an email when Nusrat Jahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nusrat Jahan:

Share