
06/08/2023
#আলহামদুলিল্লাহ, 🤲💞🤲
Date of Issue
_____________
06/08/2023
_____________
দীর্ঘ ছয় (৬) মাস কঠোর পরিশ্রম এর ফল যখন কেউ হাতে ধরিয়ে দেয়।
সেই সময়ের খুশির মুহুর্ত টা সত্যিই ভাষায় প্রকাশ করার মত নয়।।
ছয় (৬) মাস মেয়াদি অনলাইন ডিজিটাল মার্কেটিং কোর্স শেষ করার পর চুরান্ত পরীক্ষা দেওয়ার মাধ্যমে আজকে সার্টিফিকেট হাতে পেলাম।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার শিক্ষা প্রতিষ্ঠান Future It কে। এবং আরো অনেক ধন্যবাদ জানাই আমার প্রিয় মেন্টর Nasrin Nahar আপুকে ৷ এবং আরো ধন্যবাদ জানাই অত্র প্রতিষ্ঠানের সকল মেন্টর ও বড় ভাইয়া ও আপুদের যাদের হাত ধরে প্রতিনিয়ত তৈরি হচ্ছে হাজার হাজার সফল ফ্রিল্যান্সার। Nasrin Naahr আপু আপনার জন্য মন থেকে দোয়া রইলো 🍁আপনি যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন 🍁 আশা করি এভাবেই সাপোর্ট দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আশা করি সব সময় আপনাকে পাশে পাবো ইনশাআল্লাহ 😊🌿
যাদের হাত ধরে এত দুরে আশা, Arefin somrat এবং Rakib khan ভাইয়া😇
আপনাদের কথা না বললেই নয় 🌿
আপনাদের সাপোর্ট এবং সৎ পরামর্শের জন্য আজ এই অর্জন। আপনাদের দোয়া এবং আরো বেশি সাপোর্ট নিয়ে সামনে এগিয়ে যেতে চাই 😊
আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা ক্যারিয়ার দেয়ার জন্য। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা অবিরাম। আপনার জন্য মন থেকে দোয়া রইলো 🍁আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন 🍁 আশা করি এভাবেই সাপোর্ট দিয়ে যাবেন এবং সব সময় আপনাদেরকে পাশে পাবো ইনশাআল্লাহ 😊🌿
Thanks to....
Future-IT Institute
Everyone