Ꮲain2𝙻𝓸𝓿𝓮࿐

Ꮲain2𝙻𝓸𝓿𝓮࿐ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ꮲain2𝙻𝓸𝓿𝓮࿐, Digital creator, Kushtia.

28/05/2025

রাত ঠিক দশটা। দরজায় ঠকঠক।

খুলতেই দেখি এক ছাত্রলীগ টাইপ নেতা। গলা খসখসে, চোখেমুখে উগ্র ভাব।

– **“হুমায়ূন আপনার নাম?”**

– জি।

– **“ছাত্র ইউনিয়ন করেন?”**

– না ভাই, পড়াশোনা করি।

– **“হাত দেখে টাকা নেন?”**

– হাত দেখি, টাকা নেই না।

– **“আমারটা দেখে দিন।”**

– “রাত দশটার পর আমি হাত দেখি না।”

– **“ক্যান?”**

আমি শান্ত গলায় বললাম, “আমার গুরু বেনহাম, উনি বলে গেছেন, রাতের বেলা হাত দেখা নিষেধ।”

– **“বেনোম কোন দেশের?”**

– “জার্মান।”

– **“উনি আপনার গুরু কীভাবে?”**

– “তাঁর বই পড়ে শিখেছি। গুরু মানে তো জ্ঞানদাতা, তাই না?”

নেতাজি একটু চুপ, তারপর আবার আগুন ঝরানো প্রশ্ন:

– **“শুনছি আপনি মানুষ হিপনোটাইজ করতে পারেন। সত্যি?”**

– “সত্যি।” (মিথ্যা!)

– **“তাহলে আমাকে করেন। না পারলে খবর আছে।”**

আমি থ! এ আমি কোন দুঃস্বপ্নে পড়লাম? হিপনোটাইজ তো সিনেমায় দেখেছি, করব কীভাবে?

স্টেজের এক ম্যাজিশিয়ান মনে পড়ল—কোনো এক মেলায় দেখেছিলাম। লোকটাও ফাঁকিবাজ মনে হয়েছিল। যাক, সেই নাটকই শুরু করলাম।

নেতাকে একটা চেয়ারে বসালাম। চোখের দিকে তাকিয়ে দু-একটা গম্ভীর ভঙ্গি, তারপর বললাম:

– “এখন আপনি চেয়ারে আটকে গেছেন। যতই চেষ্টা করুন, উঠতে পারবেন না!”

এবং বিশ্বাস করো, পাণ্ডা উঠতেই পারল না।

ওর চোখ গোল, সঙ্গীদের চোখ ডাবল গোল, আমার তো একেবারে **তিনগুণ গোল**!

– **“যথেষ্ট হয়েছে! এবার ঠিক করে দিন!”** — পাণ্ডার গলা এবার একেবারে মিনতির সুরে।

আমি নাটক চালিয়ে গেলাম —
– “দুইবার হাততালি দিলে আপনি উঠে যাবেন।”

দু'বার তালি দিলাম।
..পিনড্রপ সাইলেন্স।

পাণ্ডা নড়ে না। চেয়ার যেন ওর আত্মার অংশ!

এবার আমার হাত-পা ঠাণ্ডা হয়ে গেল। মনে হচ্ছিল কেউ এসে বলবে, “হিপনোটাইজার সাহেব, চলো রিমান্ডে!”

শেষমেশ ঠিক হলো, তাকে মেডিকেল কলেজে নেওয়া হবে। চেয়ারে বসা অবস্থায়ই শরীর লোহার মতো শক্ত। চ্যাংদোলা করে নামানো হচ্ছে, মুখে লোকের কানাঘুষি:

– “স্যার বেঁকে গেছে...”

হাসপাতালে ডাক্তার ইনজেকশন দিলেন — মাসল রিল্যাক্সার।

আমি এক কোণে বসে দোয়া ইউনুস পড়ছি। মুখে ঘাম, মনে প্রার্থনা:

**“হে আল্লাহ, এই পাণ্ডাটারে ঠিক করে দাও, আমি আর হিপনোটাইজের গপ্পো বলব না!”**

27/05/2025

ফ্যাসিস্ট~
হাসিনা, ইশরাকের মতো অনেকে কেই জেলে ভরেছিলো।
তার মানে এই নয় যে, তারা আন্দোলন করে জেলে গিছে।
ইশরাকের মতো অনেকেই আছে, যারা হাসিনার সাথে চুক্তি করে জেলে গিছে। যাতে তাদের গায়ে দাগ না থাকে। অনেকের ভিতর যেমন ফুকরুল।

25/05/2025
নারীদের দ্বারা পুরুষদের দাসত্বপ্রতিটি মানুষের জন্য একটি পড়া আবশ্যক!জার্মান লেখক এসথার ভিলারের লেখা বইটি যেই হোক না কেন ...
02/10/2024

নারীদের দ্বারা পুরুষদের দাসত্ব

প্রতিটি মানুষের জন্য একটি পড়া আবশ্যক!

জার্মান লেখক এসথার ভিলারের লেখা বইটি যেই হোক না কেন প্রত্যেক মানুষকে অবশ্যই পড়তে হবে তার বই দ্য ম্যানিপুলেটেড ম্যান

এই বইটি মহিলাদের কাছ থেকে ক্ষোভ এবং শত্রুতামূলক সমালোচনার কারণ হয়েছে, এটি ব্যাখ্যা করে যে কীভাবে নারীরা আদিকাল থেকে পুরুষদেরকে চালিত করেছে এবং তাদের দাসে পরিণত করেছে, তারা নির্যাতিত হওয়ার ভান করেছে। যদিও প্রকৃত অর্থে তারা নিপীড়ক।

তিনি ব্যাখ্যা করেছেন যে কীভাবে একজন মহিলা একজন পুরুষকে দক্ষতার সাথে কোর্টশিপ এবং অবশেষে বিবাহের মতো পদক্ষেপের মাধ্যমে পরিচালনা করে, তাই বলা হয় "একজন পুরুষ একজন মহিলাকে তাড়া করে যতক্ষণ না সে তাকে ধরে ফেলে"।

তার বইতে তিনি ব্যাখ্যা করেছেন যে কীভাবে পুরুষটি সারাজীবন মহিলা এবং তার সন্তানদের যত্ন নেওয়ার জন্য প্রতারিত হয়।

সে পাথরটিকে সিসিফাসের মতো ঘূর্ণায়মান করে এবং ফলস্বরূপ কয়েক মিনিটের যৌন আনন্দের দ্বারা পুরস্কৃত হয়।

আমরা এথার ভিলারসকে পর্যবেক্ষণ করে দাবি করতে পারি যে একজন পুরুষ তার ইচ্ছার দাস এবং মহিলাটি হাজার হাজার বছর ধরে লাঠি এবং গাজরের মতো ব্যবহার করেছে এবং ব্যবহার করেছে মানুষটিকে ভ্যানিটি তাড়াতে এবং তার সেবা করার জন্য তার জীবনকে প্রতিশ্রুতিবদ্ধ করতে।

তিনি নারীদের প্রতিদ্বন্দ্বিতা ব্যাখ্যা করতে এগিয়ে যান, কীভাবে প্রতিটি নারী নিজের জন্য একজন পুরুষের মালিক হওয়ার শক্তিশালী তাগিদ এবং প্রয়োজন অনুভব করেন।

একজন ক্রীতদাস মালিকের মতো, তিনি অন্য মহিলাকে তার পরিষেবা দেওয়ার জন্য পুরুষের যে কোনও পদক্ষেপকে ঘৃণা করেন। মানুষটিকে নিজের কাছে এবং তার সন্তানদের একা রাখার জন্য সে সমস্ত উপায় ব্যবহার করে।

নাইজেরিয়ান কবি, সমালোচক এবং লেখক, চিনওয়েজু ইবেকওয়ে তার বই, “দ্য অ্যানাটমি অফ ফিমেল পাওয়ার” (এএফপি) এবং উইল ফারেলের “দ্য প্রিডেটরি ফিমেল” বইয়ে এসথার ভিলারের অনুভূতিগুলিকে ধারণ করেছেন।

তারা সকলেই এই তত্ত্বকে ধাক্কা দেয় যে সমস্ত সমাজ মাতৃতান্ত্রিক এবং পিতৃতান্ত্রিক নয় কারণ আমরা বিশ্বাস করতে বাধ্য হই।

মাতৃতন্ত্র ব্রাউনের মাধ্যমে নয়, WITS এবং TRICKS দ্বারা শাসন করেছে; নারীরা রক্ষা পাওয়ার জন্য দুর্বলতার ভঙ্গি করে ইত্যাদি। এভাবে পুরুষ মানব ইতিহাসে সবচেয়ে বেশি শোষিত হয়ে ওঠে, (যুদ্ধে পুরুষ সর্বদা নারীর জন্য মরতে প্রস্তুত থাকে;)

বিশেষ দ্রষ্টব্য: মন্তব্য অনেক কিছু আছে সময় থাকলে দুই চার লাইন বলতে পারেন....

03/09/2024

তারপর,
একদিন সন্ধ্যাবেলা,
আমরা খেলার মাঠ থেকে ফিরলাম,
আর কখনো বিকেল বেলা খেলতে নামা হয়নি!

03/09/2024

"ঘুষ বাণিজ্য বন্ধ হলে"
১ বছরের মধ্যেই ফাঁকা হবে ঢাকার অধিকাংশ বাসা।
কমে যাবে নামিদামী স্কুল কলেজের শিক্ষার্থীর সংখ্যা!

Send a message to learn more

24/08/2024

এই জাতিকে কেমনে দমাবেন?

মানুষ মরছে সমস্যা নাই, ইতিহাস সাক্ষ্য দিবে।

পানি ছাড়ছেন বন্যা হইসে। সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির।

স্পিড বোট লাগবে? কর্নফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে।

ইঞ্জিনের জন্য তেল লাগবে? ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিছে।

ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিসে বাস।

নৌকা নিয়ে যাওয়া সম্ভব না? প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির।

ধর্ম-বর্ণের ঝামেলা লাগায়া দিছেন, সবকিছু মিটে গেছে, সবাই এক হয়ে গেছে।

পূঁজোর টাকা,মন্দিরের টাকা, মসজিদের টাকা সব বিলিয়ে দেওয়া শুরু হইছে।

মোবাইলে নেট বা মিনিট নাই? মোবাইল অপারেটর ফ্রি নেট বা মিনিট সেবা চালু করে দিছে।

মোবাইলে চার্জ নাই? টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিছে।

যার টাকা আছে টাকা নিয়ে হাজির, পণ্য নিয়ে হাজির, যার টাকা নাই সে স্বশরীরের কাজ করার জন্য হাজির।

"যার কিছুই করার নাই, সেই অ্যাটলিস্ট দোয়া করতেছেন"

এ জাতিকে দমানো সোজা নাহ্, তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবা নাহ্, আরো একটা ষড়যন্ত্র ব্যর্থ করতে চলেছে বাংলাদেশ।

#বন্যার_মানুষকে_বাঁচাও_বাংলাদেশ

24/08/2024

ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও,
ভারতীয় আগ্রাস!
পেতে চাইলে মুক্তি,
ছাড়ো ভারত চুক্তি!

৩০ হাজার কোটি টাকা দিয়ে পদ্মা সেতু না বানিয়ে ফারাক্কা বাঁধের বিপরীতে আরেকটা বাধ দিলে বাংলার মানুষকে বন্যার পানিতে ভেসে ব...
22/08/2024

৩০ হাজার কোটি টাকা দিয়ে পদ্মা সেতু না বানিয়ে ফারাক্কা বাঁধের বিপরীতে আরেকটা বাধ দিলে বাংলার মানুষকে বন্যার পানিতে ভেসে বেড়াতে হতো না।

129th IOC Session - Keynote speech by Professor Muhammad Yunus
17/08/2024

129th IOC Session - Keynote speech by Professor Muhammad Yunus

A World of Three Zeros | Dr. Muhammad Yunus | Talks at Google
17/08/2024

A World of Three Zeros | Dr. Muhammad Yunus | Talks at Google

Address

Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ꮲain2𝙻𝓸𝓿𝓮࿐ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share