
22/10/2024
ওপারে ভালো থাকবেন স্যার!
২০১৬ সাল থেকেই ভাবি স্যারের বাড়িতে যাবো, আজ অবদি হলো না যাওয়া, এর মধ্যে যতো দিন মিরপুর দিয়ে কুষ্টিয়া গেছি ততো দিন স্যারের বাড়ির দিকে তাকাতে তাকাতে গিয়েছি, যাওয়ার ইচ্ছা থাকা সত্বে ও
হলো না যাওয়া, আর হবে না দেখা ভেবে কষ্ট তো পাচ্ছি, আরো কষ্ট পাচ্ছি নিজেকে দোষি ভেবে, কেন গেলাম না! গত ২১/০৫/২০২৪ তারিখে মিরপুরে একটি কাজে গিয়ে বার বার ভাবছিলাম দেখা করবো, অবশেষে প্রায় সন্ধা কালে ফোন দিলাম, স্যার আল্লার দর্গায় ছিলো, আমার ফোন পেয়ে খুব দ্রত মিরপুর চলে আসলো আমার সাথে দেখা করতে। স্যারের সাথে এই শেষ ছবি ও দেখা। যখন বিদায় নিয়ে বাড়ি ফিরছিলাম, আমাকে থামিয়ে দিয়ে একটি মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়ে বল্লো আরশি পড়শির জন্য এটা নিয়ে যাও, আমার চোখে পানি এসে গেলো, এতো ভালোবাসা পাওয়াটা আমার ভাগ্যে ছিলো, আর দেখা হবে না, আর কথা হবে না, কিছু দিতে চাইলেও আর দেওয়া হবে না! আর আসতে চাইবে না আমার বাড়ি তে! স্যার ওপারে ভালো থাকার প্রার্থনা করি, আমার প্রভু আমার স্যার কে জান্নাত দান করুন, আমিন