কুষ্টিয়া প্রকাশন

কুষ্টিয়া প্রকাশন পরিচ্ছন্ন প্রকাশনার বিশ্বস্ত ঠিকানা

কুষ্টিয়াকে সাহিত্য এবং সংস্কৃতির রাজধানী বলা হয়। ‘কুষ্টিয়া প্রকাশন’ সেই সুনামের প্রতি সুবিচার করতে সবসময় সজাগ থাকবে। ভার্চুয়াল জগতে ভেসে বেড়ানো সৃষ্টিশীল কিছু লেখাকে মলাটবদ্ধ করে ফেলা এই প্রতিষ্ঠানের একটি উদ্দেশ্য। সংখ্যার বিবেচনায় নয়, গুণ বিবেচনা করে বই প্রকাশ হবে। বইয়ের সর্বোচ্চ বাহ্যিক সৌন্দর্যে্যর ব্যাপারেও কোনো আপস করা হবে না, এটি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত।

14/07/2024

সুখময় ❤️দাম্পত্য জীবনের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে সুন্দর একটি শারীরিক সম্পর্ক খুব জরুরি। এ বইটি মূলত তেমন একটি সম্পর্ক তৈরিতে যেন ভূমিকা রাখতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই লেখা।

অন্যান্য শিক্ষার মতো ‘সে/ক্স এডুকেশন’ বা ‘যৌ*নশিক্ষা’ হুবহু এক রকম না হলেও সঠিকভাবে জেনে নেওয়ার মতো অনেক বিষয় এ ক্ষেত্রে অবশ্যই রয়েছে। সে বিষয়গুলো না জানা থাকলে বরং ভুল পথে পরিচালিত হওয়ার সম্ভাবনা বেশি। দাম্পত্য জীবনে তো বটেই, বিবাহপূর্ব সময়েও ভুল পথ এখন সবার জন্য উন্মুক্ত। কারণ বর্তমানে নিজেদের মধ্যে বিপথে যাওয়া বন্ধুর সংখ্যাও একেবারে কম নয়। তারাই আপনার অজ্ঞতার সুযোগ নিয়ে এবং ভুল শিক্ষা দিয়ে ভুল পথে নিয়ে যাবে। সুতরাং আপনার সচেতনতা আপনার কাছে। আপনার দাম্পত্য জীবন আরও সুন্দর, আরও সুখময়, আরও নিরাপদ করার দায়িত্ব স্বামী-স্ত্রী হিসেবে আপনাদের দুজনেরই।

শারীরিক যেকোনো সমস্যা নিয়েই আমরা চিকিৎসকের শরণাপন্ন হই। কিন্তু এই বিষয়টি স্পর্শকাতর হওয়ার কারণে অনেকেই এ জাতীয় সমস্যাগুলো নিজেদের মধ্যে ‍পুষে রাখেন বা নীরব থাকেন। অথবা কোথায় বলবেন, সেটা নিয়েও সংকোচে থাকেন বিধায় বলা হয় না। ফলে সমস্যা কিন্তু থেকেই যায়। যেখান থেকে অনেক সময় স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের ঘাটতি তৈরি হয় কিংবা উভয়ের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। অথচ কিছু বিষয় বা কৌশল একটু জানা থাকলে সেগুলো আসলে কোনো সমস্যার মধ্যেই পড়ে না। সে জন্য কিছুটা সচেতনতাও দরকার। সেই বিষয়গুলো জানতেই সাহায্য করবে ‘সে/ক্স এডুকেশন’ বইটি। স্বামী-স্ত্রীর মধ্যে সুখময় শারীরিক সম্পর্কের জন্য মানসিক সম্পর্কের বিষয়টিও যে খুবই গুরুত্বপূর্ণ, সে ব্যাপারেও জানা যাবে এ বই থেকে।

👉 ডা. নুসরাত জাহান দৃষ্টি একজন সুনাম অর্জনকারী সেক্সোলজিস্ট। চিকিৎসা বিজ্ঞানে তিনি এ বিষয়টি নিয়েই পড়াশোনা করেছেন। এ বিষয়ে তিনি কথা বলেন ‘SexEdu With Dr Dristy’ নামক তাঁর জনপ্রিয় ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেইজে, https://www.facebook.com/profile.php?id=100090081176072&mibextid=ZbWKwL।
তাঁর পড়াশোনার আলোকে এবং তাঁর রোগীদের সমস্যা নিয়ে বর্ণিত বিভিন্ন ধরনের অভিজ্ঞতার আলোকে মানুষের জন্য সেবামূলক মনোভাব নিয়ে এ বইটি তিনি লিখেছেন। ‘সে*ক্স এডুকেশন’ বইটি যেমন আপনার অনেকগুলো প্রচলিত ভুল ধারণা ভেঙে দেবে, তেমনি সঠিক বিষয়টি জানা বা শেখার জন্যও এ বইটি গুরুত্বপূর্ণ। তা ছাড়া যে বিষয়গুলো কারো কারো মনে জটিল সমস্যা বলে বদ্ধমূল ধারণা হয়েছে, সেই সমস্যাগুলোরও সহজ সমাধান দেবে এ বইটি। যাদের কোনো সমস্যা নেই, তাদেরও যৌ/ন/জীবন আরও সুন্দর, আরও সুখময় করতে সাহায্য করবে এ বইট। সচেতন স্বামী-স্ত্রী বা নারী-পুরুষ উভয়ের জন্যই বইটি ‍গুরুত্বপূর্ণ। এ বইয়ে উল্লেখ করা নির্দিষ্ট বিষয়গুলো ছাড়াও অনেক উপকারে আসতে পারে প্রশ্নোত্তর পর্বে ১৩৬টি বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তরগুলোর মধ্যে।

👉 এ বইটি এখন পাওয়া যাচ্ছে ই-বুক আকারে।
👉 অর্ডার করতে চাইলে এখানে মেসেজ দিন।

06/01/2024

👉 মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক বই।
❤️ এই বইতে মা এবং শিশুদের স্বাস্থ্য বিষয়ক খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে।
সুস্থ থাকার জন্য তাঁরা কী খাবেন, কী খাবেন না, কোনটা উপকার, কোনটা ক্ষতি, কোনটা কতটুকু খেতে হবে, কখন খেতে হবে—এমন ছোটো ছোটো অনেকগুলো বিষয় বইটির মধ্যে আছে।

কিছু বিষয় খুব সাধারণ কিন্তু না জানার কারণে আমরা অনেকে খুব পেরেশানির মধ্যে থাকি। আবার কিছু বিষয় জেনে নেওয়াও জরুরি। এগুলো জানা থাকলে টেনশনমুক্ত থাকবেন মা এবং সুস্থ থাকবেন মা-শিশু উভয়েই। ফলে এ ধরনের একটি গুরুত্বপূর্ণ বই প্রত্যেকেই তাঁদের বাড়িতে রাখতে পারেন। উপকার হবে।

👉 বইটি সরাসরি অর্ডার করতে চাইলে আমাদের পেইজে মেসেজ দিন।

👉 কোনো তথ্যের জন্য সরাসরি 01830-100100 নম্বরে যোগাযোগ করতে পারেন।

আসসালামু আলাইকুম।ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া-এর সাবেক এবং বর্তমান ছাত্রছাত্রী যাঁরা আছেন, তাঁরা অনুগ্রহ করে কমেন্ট বক্...
13/09/2023

আসসালামু আলাইকুম।

ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া-এর সাবেক এবং বর্তমান ছাত্রছাত্রী যাঁরা আছেন, তাঁরা অনুগ্রহ করে কমেন্ট বক্স-এ দেওয়া প্রাথমিক পর্যায়ের ফরমটি পূরণ করে দেবেন। ‘কুষ্টিয়া প্রকাশন’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘স্টুডেন্ট ডিরেক্টরি’ তৈরির কাজ শুরু করেছে। পূরণকৃত ফরমগুলো দেখে আপনাদের সাথে যোগাযোগ করা হবে ইনশাআল্লাহ।

এই উদ্যোগের বিষয়টি বা বার্তাটি আপনার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বন্ধুদেরকেও পৌঁছে দেওয়ার লক্ষ্যে (পোস্ট শেয়ার, লিংক শেয়ার, টেলিফোনে বা যেকোনোভাবে) প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

বিনয় সম্ভাষণান্তে

রাব্বুল ইসলাম খান
প্রধান নির্বাহী, কুষ্টিয়া প্রকাশন।
01830-100100

07/09/2023

শুনে হয়তো একটু অবাক হবেন, ‘কুষ্টিয়া প্রকাশন’-এর সাথে থাকা মসজিদ থেকে যাঁর কণ্ঠে এই সুমধুর আজানটি শুনছেন, তিনি মানুষের কাছে সাহায্য চেয়ে জীবন নির্বাহ করা একজন ভিক্ষুক। আগে মাঠে কাজ করতেন, এখন বয়সের কারণে ভিক্ষা করেন। বয়স আনুমানিক ৬৫-৭০। মানুষটির নাম আব্দুল লতিফ। বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার অঞ্জনগাছি গ্রামে।

আশেপাশের বিভিন্ন গ্রামে ভিক্ষা করেন আব্দুল লতিফ। তবে প্রত্যেক বৃহস্পতিবার জোহরের আজানের কিছুক্ষণ আগে কুষ্টিয়া মিরপুরের আমলার এই মসজিদে চলে আসেন। এভাবেই গত কয়েক বছর ধরে তিনি প্রতি বৃহস্পতিবারে এখানে এসে জোহারের আজান দেন।

আকাশ-বাতাস কাঁপিয়ে যিনি আল্লাহর নাম উচ্চারণ করেন, তিনি সম্মানিত ব্যক্তি। আমরা বয়োবৃদ্ধ এই মানুষটির সাথে কথা বলেছি। কোথায় শিখলেন এভাবে আজান দেওয়া জিজ্ঞাসা করলে তিনি বলেন, তাঁর এলাকায় মাদ্রাসার এক হুজুরের কাছে কিছুদিন আরবি পড়া শিখতেন। সেই হুজুরের কাছ থেকেই আজান শিখেছিলেন। ছেলে আছে কিন্তু ছেলেরও আর্থিক অবস্থা ভালো না। তারপরও ওষুধ লাগলে বাবাকে কিনে দেয়।
আমরা এই মানুষটির সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। তাঁর অসুবিধাগুলো দূর হোক, সেই প্রার্থনা করছি।

আজানের ভিডিও টি আজ (০৭ সেপ্টেম্বর ২০২৩) ধারণ করেছেন রাফি আহনাফ খান।

👉 মা ও শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই নিয়ে এলো, কুষ্টিয়া প্রকাশন। ‘মা ও শিশুর জন্য’, স্বাস্থ্য বিষয়ে পরামর্শের একট...
29/08/2023

👉 মা ও শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই নিয়ে এলো, কুষ্টিয়া প্রকাশন।

‘মা ও শিশুর জন্য’, স্বাস্থ্য বিষয়ে পরামর্শের একটি সুন্দর বই। লিখেছেন সুপরিচিত এবং খ্যাতিমান পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা। ১৬০ পৃষ্ঠার হার্ডকাভারের এই বইটির প্রোডাকশন ভালো। আরও ভালো ভেতরের কনটেন্টগুলো। কারণ প্রতিদিনই আমরা এগুলোর মুখোমুখি হই। বিষয়গুলো ছোটো ছোটো, কিন্তু না জানা থাকলে বিরাট সমস্যা মনে হয়। একটু জানা থাকলে কোথাও ছোটাছুটি না করেই সমস্যাগুলোর সমাধান সম্ভব। সেই সমাধান করে দেওয়া এই বইটিকে একটি পরিবারের ‘প্রতিদিনের প্রেসক্রিপশন’ বলতে পারেন। যেমন :

♦️ আপনার শিশু হয়তো খেতে চাচ্ছে না, তখন তাকে জোর করে খাওয়াচ্ছেন? সেটা উপকার না ক্ষতি? তখন বাচ্চাকে কি তাহলে না খাইয়ে রাখতে হবে?
♦️ আপনার বাচ্চাকে যদি মাল্টিভিটামিন দিতে হয়, সেটা কখন দিতে হবে?
♦️ বাচ্চার মুখে রুচি আনার জন্য কী খাওয়াবেন?
♦️ বাচ্চার ওজন বৃদ্ধি করবেন কীভাবে?
♦️ একটা বাচ্চা কি দিনে দুটো ডিম খেতে পারবে?
♦️ বাচ্চা মুখ থেকে খাবার বের করে দিলে কী করবেন?
♦️ শিশুদের মস্তিষ্ক বিকাশের সহায়ক খাবার কোনগুলো?
♦️ শিশুরা ভাত বেশি খেলে কোনো সমস্যা হয়?
♦️ বাচ্চা পানি খেতে না চাইলে কী করবেন?
♦️ বাচ্চাকে অল্প খাবারে বেশি পুষ্টি দেবেন কীভাবে?

👉 মেয়েদের জীবনে গর্ভকালীন সময়টা নিজে যেমন কেয়ারফুল থাকার সময় তেমনি পরিবারের অন্যান্য সদস্যদের মাধ্যমে তাঁকে কেয়ারফুল রাখার সময়।

♦️ এ সময় মায়েরা কী খাবেন, কী খাবেন না?
♦️ গর্ভাবস্থায় পুষ্টি ডাবল করতে হবে কেন?
♦️ গর্ভাবস্থায় কারো ডায়াবেটিস হলে কী করতে হবে?
♦️ গর্ভকালীন পুষ্টি ডাবল করতে হবে আবার ডায়াবেটিস হলে খাবার নিয়ন্ত্রণ করতে হবে। বিষয়টি সাংঘর্ষিক। তাহলে এই ক্ষেত্রে কীভাবে খাবারটা সমন্বয় করতে হবে?
♦️ প্রেগনেন্সি অবস্থায় মাছ মাংস খেতে না পারলে কী করবেন?
♦️ বেশি বমি হলে কী করতে হবে?
♦️ কিশোরীর বাড়তি যত্ন কীভাবে নিশ্চিত করতে হবে?

👉 এ ধরনের ১০৫টি গুরুত্বপূর্ণ বিষয়ের সুন্দর সমাধান দেওয়া আছে বইটির মধ্যে। যেহেতু এগুলো খাবার এবং পুষ্টি সংক্রান্ত বিষয়, তাই স্বাভাবিকভাবেই উত্তর দেবেন একজন পুষ্টিবিদ। আর তিনি যদি হন আয়শা সিদ্দিকা, তাহলে আস্থার জায়গাটা আরও বাড়ে। কারণ পুষ্টিবিদ আয়শা সিদ্দিকার বক্তব্যগুলো যাঁরা শোনেন, তারা উপকৃতই হোন। বই সংগ্রহ করা যাঁদের শখ, এ বইটি যে শুধু তাঁদের জন্য এমন নয়; বইটির প্রয়োজনই বেশি।

👉 অনলাইনের সকল বুকশপ গুলোতে বইটি পাবেন।

👉 এছাড়া বইটি সরাসরি অর্ডার করতে চাইলে আমাদের পেইজে ম্যাসেজ দিন।

👉 কোন তথ্যের জন্য সরাসরি 01830-100100 নাম্বারে যোগাযোগ করতে পারেন।

♦️ বিশেষ দ্রষ্টব্য : এই পোস্টটি যাঁরা ০৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত ‘কুষ্টিয়া প্রকাশন’ পেইজ থেকে শেয়ার করবেন, তাদের মধ্যে থেকে ০৫ জনকে লটারির মাধ্যমে বিজয়ী করে তাঁদের ঠিকানায় কুষ্টিয়া প্রকাশনের ০৫টি বই পুরস্কার হিসাবে পাঠিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।

‘কুষ্টিয়া প্রকাশন কুইজ-৩’ এ সঠিক উত্তরের ভেতর থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন ঝিনাইদহের জনাব ড. মোহাম্মদ শিবলী। জনাব শি...
19/08/2023

‘কুষ্টিয়া প্রকাশন কুইজ-৩’ এ সঠিক উত্তরের ভেতর থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন ঝিনাইদহের জনাব ড. মোহাম্মদ শিবলী। জনাব শিবলী উপ-রেজিস্ট্রার (প্রশাসন) হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। তাঁর অফিসের ঠিকানায় ‘কুষ্টিয়া প্রকাশন’-এর বই পাঠিয়ে দেওয়া হয়েছে।
একইসাথে উক্ত পোস্টটি শেয়ারকারীদের ভেতর থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন মুন্সীগঞ্জের জনাব মাইনুল ইসলাম। তাঁর ঢাকা মালিবাগের ঠিকানাতেও বই পাঠিয়ে দেওয়া হয়েছে।
উভয় বিজয়ীকে প্রকাশনার পক্ষ থেকে অভিনন্দন।

‘কুষ্টিয়া প্রকাশন কুইজ-২’ পোস্টটি যাঁরা শেয়ার করেছিলেন, তাঁদের ভেতর থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন কুমিল্লার জনাব মোহা...
14/08/2023

‘কুষ্টিয়া প্রকাশন কুইজ-২’ পোস্টটি যাঁরা শেয়ার করেছিলেন, তাঁদের ভেতর থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন কুমিল্লার জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন।
জনাব হেলাল উদ্দিনের ঢাকা অফিসের ঠিকানায়, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, ‘কুষ্টিয়া প্রকাশন’-এর ১টি বই পাঠিয়ে দেওয়া হয়েছে।
প্রকাশনার পক্ষ থেকে বিজয়ীকে অভিনন্দন!

‘কুষ্টিয়া প্রকাশন কুইজ-২’ এ সঠিক উত্তরের ভেতর থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনাব রনি আহম...
13/08/2023

‘কুষ্টিয়া প্রকাশন কুইজ-২’ এ সঠিক উত্তরের ভেতর থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনাব রনি আহমেদ।
তাঁর কুষ্টিয়া শহরের ঠিকানায়, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, ‘কুষ্টিয়া প্রকাশন’-এর ১টি বই পাঠিয়ে দেওয়া হলো।
প্রকাশনার পরবর্তী কুইজগুলোর সাথে থাকার অনুরোধ থাকছে। কুইজ বিজয়ী জনাব রনি আহমেদকে প্রকাশনার পক্ষ থেকে অভিনন্দন!

‘কুষ্টিয়া প্রকাশন কুইজ-১’ পোস্টটি যাঁরা শেয়ার করেছিলেন, তাঁদের ভেতর থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন কুষ্টিয়ার জনাব অনন্...
27/07/2023

‘কুষ্টিয়া প্রকাশন কুইজ-১’ পোস্টটি যাঁরা শেয়ার করেছিলেন, তাঁদের ভেতর থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন কুষ্টিয়ার জনাব অনন্ত কুমার।
অনন্ত কুমারের নারায়ণগঞ্জের অফিসের ঠিকানায়, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, ‘কুষ্টিয়া প্রকাশন’-এর ১টি বই পাঠিয়ে দেওয়া হয়েছে।
প্রকাশনার পক্ষ থেকে বিজয়ীকে অভিনন্দন!

‘কুষ্টিয়া প্রকাশন কুইজ-১’ এর সঠিক উত্তরগুলোর ভেতর থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন ঝিনাইদহের জনাব এমদাদ শুভ্র। তাঁর ঝিনা...
26/07/2023

‘কুষ্টিয়া প্রকাশন কুইজ-১’ এর সঠিক উত্তরগুলোর ভেতর থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন ঝিনাইদহের জনাব এমদাদ শুভ্র।
তাঁর ঝিনাইদহের ঠিকানায়, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, ‘কুষ্টিয়া প্রকাশন’-এর ১টি বই পাঠিয়ে দেওয়া হলো।
সকলকে অনুরোধ, প্রকাশনার পরবর্তী কুইজগুলোর সাথে থাকবেন। প্রকাশনার পক্ষ থেকে কুইজ বিজয়ী জনাব এমদাদ শুভ্রকে অভিনন্দন!

06/07/2023

👉 কুইজ প্রতিযোগিতা -০৩
♦️ চলছে ‘কুষ্টিয়া প্রকাশন’ কুইজ প্রতিযোগিতা। এই পেইজ থেকে কুইজে অংশ নেওয়ার জন্য অনুরোধ থাকছে।

♦️ সঠিক উত্তরদাতাদের ভেতর থেকে লটারির মাধ্যমে ১ জন বিজয়ী হবেন এবং এই পোস্টটি এই পেইজ থেকে যাঁরা শেয়ার করবেন, তাঁদের ভেতর থেকেও আরেকটি লটারির মাধ্যমে আরও ১ জন বিজয়ী হবেন। উভয়কেই কুষ্টিয়া প্রকাশনের ১টি করে বই তাঁদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।

♦️ ‘কুইজ- ০৩’ এর উত্তর দিতে হবে ১২ জুলাই, ২০২৩ তারিখের মধ্যে।

♦️ কুইজের উত্তর আমাদের পেইজের ইনবক্সে মেসেজের মাধ্যমে দিতে হবে।

♦️ ‘কুষ্টিয়া প্রকাশন’ পেইজটিতে লাইক/ ফলো করে সাথে থাকুন এবং পরবর্তী কুইজগুলোতেও অংশ নিন।

30/06/2023

👉 কুইজ প্রতিযোগিতা -০২
♦️ শুরু হলো ‘কুষ্টিয়া প্রকাশন’ কুইজ প্রতিযোগিতা। এই পেইজ থেকে কুইজে অংশ নেওয়ার জন্য অনুরোধ থাকছে।

♦️ সঠিক উত্তরদাতাদের ভেতর থেকে লটারির মাধ্যমে ১ জন বিজয়ী হবেন এবং এই পোস্টটি এই পেইজ থেকে যাঁরা শেয়ার করবেন, তাঁদের ভেতর থেকেও আরেকটি লটারির মাধ্যমে আরও ১ জন বিজয়ী হবেন। উভয়কেই কুষ্টিয়া প্রকাশনের ১টি করে বই তাঁদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।

♦️ ‘কুইজ- ০২’ এর উত্তর দিতে হবে ০৫ জুলাই, ২০২৩ তারিখের মধ্যে।

♦️ কুইজের উত্তর আমাদের পেইজের ইনবক্সে মেসেজের মাধ্যমে দিতে হবে।

♦️ ‘কুষ্টিয়া প্রকাশন’ পেইজটিতে লাইক/ ফলো করে সাথে থাকুন এবং পরবর্তী কুইজগুলোতেও অংশ নিন।

Address

5/3 A. C. Mukharjee Street
Kushtia

Telephone

+8801830100100

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুষ্টিয়া প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কুষ্টিয়া প্রকাশন:

Share

Category