Kushtian

Kushtian কুষ্টিয়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জানতে আমাদের পেইজের সাথেই থাকুন

The Few Tube is all about entertainment including prank videos, photo stories, short films, stories, poems, memes etc etc. we're here just to show you the most funniest prank videos, photo stories that express a thousands of feelings, short films about love, emotion & reality, real life based or imaginary stories, poems, memes and so on. stay with us & support us so that we can get the inspiration and make you guys smile slightsmile emoticon


Few Tube family

27/07/2025

কুষ্টিয়া 🌿🌼


ভিডিও কার্টেসি: জয়োগ্রাফি

কুষ্টিয়া জেলার কিছু স্থিরচিত্র 🖤
27/07/2025

কুষ্টিয়া জেলার কিছু স্থিরচিত্র 🖤

কুষ্টিয়া পৌরসভায় পরিচ্ছন্ন কর্মীদের আন্দোলনে নাগরিক সেবা ব্যাহত•••••••••••••••••••••কুষ্টিয়া পৌরসভার মেয়র পদ শূন্য থ...
13/07/2025

কুষ্টিয়া পৌরসভায় পরিচ্ছন্ন কর্মীদের আন্দোলনে নাগরিক সেবা ব্যাহত
•••••••••••••••••••••
কুষ্টিয়া পৌরসভার মেয়র পদ শূন্য থাকায় প্রশাসক হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান দায়িত্ব পালন করছেন। তবে প্রশাসকের মূল দায়িত্ব শিক্ষা ও আইসিটি সংক্রান্ত হওয়ায় পৌরসভার অতিরিক্ত দায়িত্ব পালনে তিনি পুরোপুরি মনোযোগ দিতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। এর ফলে পৌর নাগরিকরা নানা ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ, সড়ক মেরামতসহ দৈনন্দিন নাগরিক সেবায় স্থবিরতা দেখা দিয়েছে।

এ অবস্থার মধ্যে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা তাদের বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে আজ (১৩ জুলাই) আন্দোলনে নেমেছেন। তারা পৌরসভার মূল ফটকের সামনে ময়লা-আবর্জনা ফেলে অভিনব প্রতিবাদ জানিয়েছেন। তারা আন্দোলনে থাকায় শহরের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে যাচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। পরিচ্ছন্ন কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন হচ্ছে না। কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানিয়েও কোনো কার্যকর পদক্ষেপ না পাওয়ায় বাধ্য হয়ে তারা এ ধরনের আন্দোলনে নেমেছেন।

অন্যদিকে, প্রশাসক একাধিক দায়িত্ব পালনের কারণে পৌরসভার জরুরি সমস্যাগুলো দ্রুত সমাধান হচ্ছে না বলে নাগরিকদের অভিযোগ। সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হচ্ছে জন্ম-মৃত্যু সনদ ও নাগরিকত্ব সার্টিফিকেট নিয়ে। অনেকেই বলছেন, নির্বাচিত মেয়র না থাকায় পৌরসভার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা কমে গেছে। এতে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং নাগরিক ভোগান্তি বাড়ছে।

স্থানীয়রা দ্রুত নির্বাচিত মেয়র অথবা একটা স্থায়ী প্রশাসক নিয়োগ দিয়ে পৌরবাসীদের দুর্ভোগের হাত থেকে রক্ষা এবং পরিচ্ছন্ন কর্মীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে পৌরসভার স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছেন।

12/07/2025

এবার কুষ্টিয়ায় বিক্ষোভ ও মশাল মিছিলের ডাক দিলেন সাধারণ ছাত্র সমাজ।

সময়: সন্ধ্যা ৭টা
পৌরসভার সামনে

12/07/2025

বাংলাদেশের ভেতরে এই একটা ইউনিয়ন, যেখানে ৫ তারিখের পরেও আওয়ামী লীগ ক্ষমতায় আছে।

12/07/2025

ফেসবুকে প্রেম। কুষ্টিয়ান প্রেমিকের টানে নারায়ণগঞ্জ থেকে কুষ্টিয়ায় ছুটে এলেন তরুণী।

12/07/2025

পোষ্ট ডিলিট করেন পরে সমস্যা হবে।

Season - 2

12/07/2025

ছাত্ররা ঘরে ফিরে যায়নি।
জুলাই শেষ হয়নি

-হাসনাত আব্দুল্লাহ

ধান ক্ষেতে কথা কাটাকাটি হওয়ায় বাবার হাতের কাচির আঘাতে ছেলে আহতকুষ্টিয়া কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগর গ্রা...
12/07/2025

ধান ক্ষেতে কথা কাটাকাটি হওয়ায় বাবার হাতের কাচির আঘাতে ছেলে আহত

কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগর গ্রামে ধানের মাঠে কাজ করতে গিয়ে বাপ ছেলের কথা কাটাকাটি এক পর্যায়ে বাবার হাতে থাকা কাঁচি দিয়ে আঘাত করে নিজ ছেলেকে আহত করেছে।

এই ঘটনা ঘটেছে কুমারখালী উপজেলার
ধলনগর গ্রামের ক্যানেল পাড়ার মো:শাহিন হোসেন (২৮) নামের এক বাবা ছেলের সাথে ধান কাটা নিয়ে কথা কাটা কাটি শুরু হয় একপর্যায়ে বাবা রাগান্বিত হয়ে হাতে থাকা কাঁচি ছেলের দিকে ছুরে মারে
কাছি টি ছেলের মাথায় তীরের মত গেঁথে যায়।

আহত শাহীনকে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান রোগীর অবস্থা ভালো না আমারা চিকিৎসা দিতে পারছি না আপনারা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী অথবা ঢাকাতে নিয়ে যান।
পর্বতীতে রোগীর আত্মীয়-স্বজন দ্রুত ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করেন।
পিজি হাসপাতালের চিকিৎসকেরা মাথা থেকে দ্রুত কাচি বের করতে সক্ষম হয়েছে বলে জানা যায় বর্তমান রোগী
আই সি ইউ তে ভর্তি আছে শাহিনের আত্মীয়-স্বজন জানান। এই ছেলেটিকে কেন্দ্র করে ধলনগড় চাঁদপুর ইউনিয়ন বাসির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

11/07/2025

মিটফোর্ডে খু*ন কেন, তারেক রহমান জবাব দে।

এই স্লোগানে উত্তাল ঢাবি!

11/07/2025

আবারো উত্তাল সারাদেশ 🔥

তবে কি আসছে আরেক জুলাই?

11/07/2025

এবার বুয়েট শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে,

‘টিনের চালে কাউয়া—তারেক জিয়া শা/ওয়া’

Address

Kalishankarpur
Jurain
7000

Alerts

Be the first to know and let us send you an email when Kushtian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kushtian:

Share