I MiiS YoU

I MiiS YoU life is Beutyful

08/09/2023

- পাকিস্তানের কোন একটি স্কুলে -
একজন শিক্ষক ক্লাসের ছাত্রদের
প্রশ্ন করছিলেন...?

-কারা নামাজ পরে না...?

---প্রথম ছাত্র উওর দিলো
মৃত্যু ব্যাক্তি যে ব্যাক্তি মারা যায়
সে নামাজ পরে না।

----দ্বিতীয় ছাত্র উওর দিলো
যে ব্যাক্তি নামাজ পড়ে না
অর্থা যে ব্যক্তি পাগল বা প্রতিবন্ধী।

----তৃতীয় ছাত্র উওর দিলো
যে ব্যাক্তি অসুমলিম
অমুসলিম ব্যাক্তি নামাজ পড়ে না।

এবার শিক্ষক চিন্তায় পড়ে গেলো...?

এই তিনটা উত্তর এর মধ্যে আমি
কোনটাই আছি..!
আমি কি মারা গেছি
আমি কি পাগল প্রতিবন্ধি
আমি নামাজ পড়ি না.!
না কি আমি অমুসলিম.!

একজন মুসলিম ও অমুসলিমানে
মধ্যে সবচেয়ে বড় পাথ্যর্ক হলো
**** নামাজ ****

আমরা যারা নিজেকে মুসলমান
দাবি করি কিন্তু নামাজ পড়ি না।
চলুন একবার ভেবে দেকি
আমরা আজও কি প্রকৃতি মুসলমান
হতে পেরেছি...?

আল্লাহ আমাদের সঠিক বুঝ দান
করুন,আমাদের সবাইকে হেদায়েত
দান করুন...?
আল্লাহ আমাদের পাচ ওয়াক্ত নামাজ
পড়ার তৌফিক দান করুন...!

আমিন--🤲🤲

জনস্বার্থে পোস্টচিত্র-১। যদি রাস্তার মাঝখানে কাটাকাটা সাদা দাগ থাকে, তাহলে বুঝবেন, আপনি ওভারটেক করতে পারবেন।চিত্র-২। যদি...
30/08/2023

জনস্বার্থে পোস্ট

চিত্র-১। যদি রাস্তার মাঝখানে কাটাকাটা সাদা দাগ থাকে, তাহলে বুঝবেন, আপনি ওভারটেক করতে পারবেন।

চিত্র-২। যদি দাগ এক টানা হয়ে থাকে, তাহলে বুঝবেন, ওভারটেক করা ঝুঁকিপূর্ণ।

চিত্র-৩। যদি দাগ ডাবল দেওয়া থাকে, তাহলে ভুলেও ওভারটেক করার চেষ্টা করবেন না। এটা সম্পূর্ণ নিষিদ্ধ, বিপদজনক এবং আইনত দণ্ডনীয়।
সংগৃহীত

এক মুহূর্তে অসাড় হয়ে গেলাম,,কোনোভাবেই প্রস্তুত ছিলাম নাঅনেক মিস করবো খান সাহেব
06/07/2023

এক মুহূর্তে অসাড় হয়ে গেলাম,,
কোনোভাবেই প্রস্তুত ছিলাম না
অনেক মিস করবো খান সাহেব

মরিচ চাষিদের  চাহিদা
03/07/2023

মরিচ চাষিদের চাহিদা

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা...
01/06/2023

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ

১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।

২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকোনা। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।

৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে।

৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে লজ্জা পেতে পারে।

৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখো, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।

৭. এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।

৮. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেওনা।

৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে।

১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।

১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না।

১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না।

১৩. বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো।

১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন করো, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করোনা।

#উপদেশ

কিছু ভুল সিদ্ধান্তে জীবনটা এমন ভাবে আটকে যায়।তখন একমাত্র ভেঙে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকেনা...
26/05/2023

কিছু ভুল সিদ্ধান্তে জীবনটা এমন ভাবে আটকে যায়।
তখন একমাত্র ভেঙে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকেনা...

08/05/2023

চায়ের দোকানে আড্ডার সময়

ভূল কিছু বল্লাম
05/05/2023

ভূল কিছু বল্লাম

03/05/2023

জীবিকা নির্বাহের তাগিদে, গার্মেন্টসে চাকরি গরিবের একমাত্র ভরসা।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when I MiiS YoU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to I MiiS YoU:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share