News Kushtia 24.com

News Kushtia 24.com We will give you the latest news about our Kushtia. So keep your eyes open for the last news and kee

02/05/2025

কুষ্টিয়ায় ইবি থানার পিয়ারপুর-জোড়াদা সড়কে অ'বৈ'ধ করিমনের ধা,ক্কা,য় এনামুল হক নামে এক পুলিশ সদস্যের মৃ"ত্যু হয়েছে
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
তিনি জোড়াদা পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

02/05/2025

পাবনার কিশোর-গ্যাংয়ের সন্ত্রাসীরা ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে এক কিশোরীকে। ধর্ষ-নের পর হ-ত্যা করা হয়েছে এই কিশোরীকে। লা-শ পাওয়া গেছে নদীর পাড়ে। এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি দাবি জানাচ্ছি।

26/04/2025

নিয়োগ বিজ্ঞপ্তি! নিয়োগ বিজ্ঞপ্তি! নিয়োগ বিজ্ঞপ্তি!

আসসালামু-আলাইকুম
প্রতিষ্ঠানঃ Rs Bd Soft

আর এস বিডি তে চলছে সেলস রিপ্রেজেন্টেটিভ / বিক্রয় প্রতিনিধি পদে নিয়োগ।

বিস্তারিত -
১। আগ্রহীরা বাংলাদেশের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এবং নিজ জেলাতেই থাকছে চাকুরির সুযোগ
২। চাকরির দায়িত্ব - বিভিন্ন রেস্টুরেন্ট, মুদি দোকান, সুপারশপ, কস্মেটিক্স শপ, মেডিসিন শপ, ফার্মেসি সহ বিভিন্ন স্থানে আমাদের সফটওয়্যার সেল করতে হবে।
৪। বিভিন্ন কোম্পানিতে যেমন উৎপাদন কোম্পানিতে ব্যাবহার করতে পারবে ।

রেস্পনসিবিলিটিঃ
-সম্ভাব্য ক্লায়েন্ট খুজে বের করা ও তাদেরকে পোটেনশিয়াল কাস্টমার এ পরিনত করা।
-ক্লায়েন্টদের সাথে ভার্চুয়ালি বা সরাসরি মিটিং করা।
-আমাদের প্রডাক্ট এর ব্যপারে ভালো ভাবে জানা এবং উপস্থাপন করা।
বয়সঃ ১৮ -৩৫ বছর

স্যালারি - আলোচনা সাপেক্ষে

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা - এইচ এস সি পাশ (নূন্যতম)।
আবেদন করতে ইনবক্সে যোগাযোগ করুন অথবা নিচের লিংক থেকে সরাসরি আবেদন করুন।
আবেদন লিংকঃ
[email protected]

বি দ্রঃ আবেদন কারীকে অবশ্যই ল্যপটপ, স্মার্টফোন এর ব্যবহার জানতে হবে,

আবেদন কারি শুধু মেইল এ সিভি পাঠাবেন

13/04/2025

গত ৮ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগারে গোলাগুলি ও আসামি পালানোর ঘটনার ভিডিও নতুন করে M-Force এম ফোর্স নামের একটি ফেক আইডি থেকে প্রচার করে আজকের ঘটনা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। আজকে কুষ্টিয়া জেলা কারাগারে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া কারাগারের জেলার মো. আব্দুল ফাত্তাহ।

09/04/2025
উনাকে ঢাকার বনানী থানা এলাকায় এই অবস্থায় পাওয়া গেছে। তার এই অবস্থা কিভাবে হলো, তা তিনি নিজেও ঠিকমত বলতে পারছেন না। এটা ক...
08/04/2025

উনাকে ঢাকার বনানী থানা এলাকায় এই অবস্থায় পাওয়া গেছে। তার এই অবস্থা কিভাবে হলো, তা তিনি নিজেও ঠিকমত বলতে পারছেন না। এটা কি কোন এ্যাক্সিডিন্ট নাকি, কেউ তাকে মেরেছে তিনি নিজেও বলতে পারেন না। তিনি শুধু বলতে পেরেছেন যে তার নাম আবুল কালাম আজাদ এবং তার বাড়ি বরিশাল।

এই বৃদ্ধ ব্যাক্তিকে কেউ চিনে থাকলে এবং তার পরিবারের কারো সন্ধান জানা থাকলে জানাবেন অথবা বনানী থানায় যোগাযোগ করবেন, প্লিজ।

07/04/2025

আফগানিস্তান সরাসরি পক্ষ নিল, ফিলিস্তিনের মাঠে, যু”দ্ধের মাঠে নেমে গেল আলহামদুলিল্লাহ্

06/04/2025

কুষ্টিয়া ঝিনাইদহ হাইওয়ে রোডের পাশে মহিষাডাঙ্গা নামক স্থানে গড়ে উঠা অবৈধ হোটেলে আগুন জ্বালিয়ে দেয় এলাকাবাসী

05/04/2025

ওপেন বো*মা হা*ম*লা ও গুলা*গুলি চলছে সোনার বাংলাদেশে। শরীয়তপুরে দু’পক্ষের তুমুল সংঘ/র্ষ,শতাধিক ককটেল বিস্ফো/রণ

মোঃ আব্দুল জাব্বার মন্ডল। এইবার রমযানে বাজার সি/ন্ডি/কেটে জন্যে ঘুম হারাম করা কারিগর। আমার অনেক পছন্দের একজন মানুষ। এই ম...
04/04/2025

মোঃ আব্দুল জাব্বার মন্ডল। এইবার রমযানে বাজার সি/ন্ডি/কেটে জন্যে ঘুম হারাম করা কারিগর। আমার অনেক পছন্দের একজন মানুষ। এই মানুষটা আর কে কে পছন্দ করেন দেখতে চাই...

04/04/2025

কুষ্টিয়ার কুমারখালীতে খালাতো ভাইয়ের সুন্নতে খৎনা অনুষ্ঠানে যাওয়ার পথে অবৈধ ট্রলির চাপায় নাঈম নামের চারমাসের এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার চাপড়া ইউনিয়নের নগর সাঁওতা গ্রামের রিকশাচালক নাজমুল হোসেনের ছেলে।

এ দিকে ঘাতক গাড়ি চালক আমিনুল ইসলামকে (৩৫) আটকের পর উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছেন বিক্ষিপ্ত জনতা।

তিনি মেহেরপুর জেলার গাংনী থানার মহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ব্যাটারিচালিত অটোভ্যানে শিশু নাঈম তার মা, বাবা, নানা, নানিসহ স্বজনরা কুমারখালীর এলংগী এলাকা থেকে খোকসার কলিমহর সুন্নতে খৎনা অনুষ্ঠান বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে কুমারখালীর পৌরসভার আমতলা এলাকায় অটোগাড়িটি বাকা মোড় মারলে মায়ের কোল থেকে শিশু নাঈম সড়কের ওপর ছিটকে পড়ে। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি শিশুটিকে চাপা দেয়। এরপর স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তারা আরো জানায়, এ ঘটনায় চালককে আটকের পর উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে সোপার্দ করা হয়।

এ সময় বিলাপ করতে করতে নাঈমের মা মালা খাতুন বলেন, ‘আমার সোনা আমার দেখলেই হাসতরে। আমি কি জবাব দিবনে। আমি ক্যাম্বা থাকবনেরে। কি নিয়ে বাড়ি যাব?’

Address

Khulna
Kushtia
7000

Alerts

Be the first to know and let us send you an email when News Kushtia 24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share