Yamin Hossain

Yamin Hossain I AM SIMPLE MAN

04/07/2025

# #জুম্মা মোবারক! 🌙

আজ জুম্মার পবিত্র দিনে আল্লাহ তায়ালা আমাদের সবার দোয়া কবুল করুন, গুনাহ মাফ করুন এবং নেক আমল করার তৌফিক দান করুন। আপনাদের দিনটি হোক শান্তি ও বরকতময়।

📌টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একটা খেলনা পছন্দ করে, কিন্তু আপনি সেটা কিনে দিতে ব্য...
02/07/2025

📌টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একটা খেলনা পছন্দ করে, কিন্তু আপনি সেটা কিনে দিতে ব্যর্থ হন!

টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, যখন কোনো অনুষ্ঠানে গিয়ে দেখেন শুধুমাত্র অর্থনৈতিক দৈন্যতার কারণে আপনাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে।

টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, যখন শ্বশুরবাড়িতে গিয়ে বুঝতে পারেন, আপনার তুলনায় অন্য জামাইকে বেশি আদর আপ্যায়ন করা হচ্ছে, কারণ সে ধনী।

টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, আপনার স্ত্রীর ছোট ছোট ইচ্ছেগুলো আপনি পূরণ করতে পারেন না, আর এজন্য সে আপনাকে উঠতে বসতে খোঁটা দেয়।

পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলে, বিল দেওয়ার সময় বুঝবেন টাকা কতটা জরুরি।

যখন আপনার কাছে টাকা নেই বলে বন্ধুরাও আপনাকে মূল্যায়ন করে না, তখন উপলব্ধি করবেন কেন টাকা দরকার।

যখন দেখবেন, আপনার টাকা নেই বিধায় আত্মীয়স্বজন আপনার সাথে দূরত্ব বজায় রেখে চলে, তখন স্পষ্ট হবে টাকার মূল্য।

বিপদের সময় দেখবেন, আপনার টাকা কম বলে কেউ আপনার পাশে থাকে না, আপনার প্রতি সহানুভূতি দেখায় না! তখন সত্যিকার অর্থে বুঝবেন টাকার প্রয়োজনীয়তা।

টাকার অভাবই মানুষকে শেখায় এর গুরুত্ব। তাই নিজের অবস্থান শক্তিশালী করতে হলে, টাকা কামাই করতে শিখুন। কারণ, জীবনের ৮০% সমস্যার সমাধান টাকা দিয়েই সম্ভব! #কপিপোষ্ট।

01/07/2025
01/07/2025

খারাপ সময় জীবনেরই অংশ। কিন্তু আল্লাহর রহমত আর নিজের ইচ্ছাশক্তি থাকলে যেকোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব। বিশ্বাস রাখুন, সুদিন আসবেই

আমার ছোট্ট খোকা,তোমাকে ছাড়া আমারও যেন কিছুই ভালো লাগে না। ডিউটির পর শুধু তোমার অপেক্ষাতেই থাকি, কখন বাড়ি ফিরে তোমার মু...
30/06/2025

আমার ছোট্ট খোকা,
তোমাকে ছাড়া আমারও যেন কিছুই ভালো লাগে না। ডিউটির পর শুধু তোমার অপেক্ষাতেই থাকি, কখন বাড়ি ফিরে তোমার মুখটা দেখবো। আর যখন রাতে ফিরতে দেরি হয়, তোমার মিষ্টি করে বলা, "তোমাকে জড়িয়ে না ঘুমালে আমার ঘুম আসে না," কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে যায়। তোমার প্রতিটি কথা, তোমার নিষ্পাপ ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তুমিই আমার সব। আমার ছোট্ট সোনা, অনেক ভালোবাসি তোমায়।

29/06/2025

বন্ধু রাষ্ট্র: কিছু অপ্রত্যাশিত সত্য!
আমরা তো এতদিন জেনে এসেছি বন্ধু রাষ্ট্র মানে যারা সুখে-দুঃখে পাশে থাকে, বিপদে সাহায্য করে, আর উন্নয়নে হাত বাড়িয়ে দেয়। কিন্তু বাস্তবে কি এমনটা হয়?
আসলে বন্ধু রাষ্ট্র হচ্ছে তারা, যারা আপনার দুর্বলতার সুযোগ খোঁজে, প্রয়োজনে চাপ সৃষ্টি করে আর নিজেদের স্বার্থ হাসিলের জন্য আপনাকে ব্যবহার করতে কুণ্ঠাবোধ করে না। যখন তাদের নিজেদের দরকার হয়, তখন মুখে 'বন্ধুত্বের' ফেনা তোলে, আর কাজ ফুরালে দূরে ঠেলে দেয়। এরা আপনার সীমান্তের ওপারে বসে আপনার সব গতিবিধির ওপর নজর রাখে, আর সুযোগ পেলেই পিঠে ছুরি মারতে পিছপা হয় না।
সংক্ষেপে বলতে গেলে, বন্ধু রাষ্ট্র হলো এক প্রকার 'নিরপেক্ষ' শত্রু, যাদের থেকে আপনি কখনই ভালো কিছু আশা করতে পারেন না। তাই সাবধান!

28/06/2025

আজ রাত ৪টা থেকে সকাল ১০টার মধ্যে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, মাগুরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, কুয়াকাটা, ফেনী, নোয়াখালী, মাদারীপুর, ফরিদপুর এবং চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
সেই সাথে খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। যারা এই এলাকাগুলোতে আছেন, সাবধানে থাকুন এবং বৃষ্টির প্রস্তুতি নিন!

28/06/2025

# # ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

---

**কুষ্টিয়া সদর, ২৮ জুন ২০২৫:** আজ সকাল আনুমানিক ১১:৩০ মিনিটে কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর পল্লী বিদ্যুতের পাশে (পূর্বের হাইওয়ে থানার সন্নিকটে) ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ধাক্কায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহতের নাম হাফিজুর রহমান

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসটি বেপরোয়া গতিতে চলছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে ওই পুলিশ কনস্টেবলকে ধাক্কা দেয়। এতে কনস্টেবল মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান।

ঘটনার পরপরই বাসের চালক আলামপুর বালিয়াপাড়া বাসস্ট্যান্ডে বাসটি রেখে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে এবং হাইওয়ে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং পরবর্তীতে আরও তথ্য জানানো হবে।

Address

Kushtia
7000

Telephone

+8801713922953

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yamin Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yamin Hossain:

Share