Yamin Hossain

Yamin Hossain I AM SIMPLE MAN

প্রতিযোগীতা হোক ভালো কাজে, অভিনন্দন ছাত্রদল....
18/09/2025

প্রতিযোগীতা হোক ভালো কাজে, অভিনন্দন ছাত্রদল....

জীবনে ভাবিনাই এগোরে সাপোর্ট করা লাগবো! ২ দিনের জন্য তোরা আমার ভাই🫶🙂
18/09/2025

জীবনে ভাবিনাই এগোরে সাপোর্ট করা লাগবো! ২ দিনের জন্য তোরা আমার ভাই🫶🙂

17/09/2025

টাকা দিয়ে হয়তো অনেক কিছু কেনা যায়, কিন্তু কারো মুখে এক চিলতে হাসি ফোটানোর সুখ অমূল্য। উত্তম মানুষ সেই যে এই সুখের খোঁজ জানে।

10/09/2025

বন্ধুরা, একটা বিষয় জানতে চাই। 🤔
একজন সত্যিকারের ছাত্রনেতা কেমন হওয়া উচিত?

​শুধু ক্ষমতা বা রাজনৈতিক পরিচয় নয়, ছাত্রসমাজের জন্য কাজ করতে গেলে কী কী গুণ থাকা সবচেয়ে বেশি জরুরি? একজন ভালো সংগঠক, একজন সৎ ও সাহসী মানুষ, নাকি একজন দায়িত্ববান প্রতিনিধি—আপনার চোখে একজন আদর্শ ছাত্রনেতা কেমন হওয়া উচিত? 🎓

​আপনার মূল্যবান মতামত দিয়ে এই আলোচনাকে সমৃদ্ধ করুন। কমেন্টে আপনাদের ভাবনাগুলো জানতে চাই! 👇

07/09/2025

একজন পুরুষ যখন সারাদিনের ধকল সামলে ঘরে ফেরে, তার মনে শুধু একটাই ইচ্ছা কাজ করে—একটুখানি শান্তি। রাস্তাঘাটের কোলাহল, অফিসের টেনশন, মানুষের নানা রকম ব্যবহার—সবকিছু মিলিয়ে তার মন তখন ক্লান্ত। আর তখন সে চায়, নিজের বাড়িটুকুই হোক তার আশ্রয়, একটু প্রশান্তির জায়গা।

একটা মেয়ে সারাদিন ঘরের কাজ করে, সন্তান সামলায়, রান্নাবান্না করে, নিজের শরীর-মন নিংড়ে দেয় পরিবারের জন্য। সেই শ্রমের কোনো তুলনা হয় না। কিন্তু একজন স্ত্রী যদি এই বাস্তবতা বোঝেন—যে তার স্বামীও একইভাবে সারাদিনের চাপ আর ক্লান্তি নিয়ে ফিরছে—তাহলে হয়তো সংসারটা হয়ে উঠতে পারে একটু বেশি নির্ভার।

যখন স্বামী দরজায় পা রাখে, প্রথম ১ ঘণ্টা তার জন্য রেখে দিন। কোনো অভিযোগ নয়, কোনো তাগাদা নয়, শুধু একটু আন্তরিকতা। তাকে একটা গ্লাস পানি বা শরবত দিন, জিজ্ঞেস করুন, “কেমন কাটল দিনটা?” তার ক্লান্ত মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করুন। এ সময় তাকে বলে ফেলবেন না—প্লেট ভেঙে গেছে, বাজার শেষ, কারেন্ট বিল দিতে হবে, কিংবা আপনি কেন ফোন দিলেন না আজ!

ধরা যাক, আপনার সন্তান কাঁদছে, আপনিও ক্লান্ত, কিন্তু স্বামী দরজায় পা রাখার সেই প্রথম ঘণ্টা যেন শুধু ওর হয়। ওর চোখে যেন আপনি হন শান্তির ঠিকানা। আপনার ভালোবাসা, যত্ন, সম্মান—এসবই তাকে মনে করিয়ে দিক, সে তার ঘরে ফিরে এসেছে।

পুরুষদের অনেকেই ভেতরে ভেতরে খুব আবেগী হয়, কিন্তু প্রকাশ করতে জানে না। আপনি যদি এমন করে তার মনের জায়গাটা বুঝে নিতে পারেন, তাহলে সে নিজেই বলবে—আজ অফিসে কী হলো, কেন সে ফোন দেয়নি, কেন তার মন খারাপ ছিল। আপনাকে বিশ্বাস করে নিজে থেকেই সব বলবে। তখন আপনি চাইলেও হয়তো তার উপর রাগ করতে পারবেন না।

বলা হয়, নারীর কাছে সংসারটা নির্ভর করে। পুরুষ টাকা এনে দিতে পারে, কিন্তু ভালোবাসার বাতাসে ভরিয়ে দিতে পারে একজন নারীই। আপনি যদি চুপ থেকে, নিজের ইগো একটু সরিয়ে রেখে ওকে জায়গা দেন—তাহলে হয়তো রাতের খাবার শেষে সে নিজেই বলবে, “আজ চা আমি বানিয়ে দিই তোমায়।” এই একটা মুহূর্তের জন্যই তো বাঁচা, এই ভালোবাসার ছায়াটুকুর জন্যই তো এত আয়োজন।

এক ঘণ্টার এই নিরব, ভালোবাসাময় প্রস্তুতির জন্য আপনি কিছু হারাবেন না। বরং দিনের বাকি সময়টা আপনারই হয়ে উঠবে। আবদার, হাসি, এমনকি যদি ঝগড়াও হয়—তাও ভালোবাসার কাঠামোতেই হবে।

সব দাম্পত্যেই চাপ থাকে, ক্লান্তি থাকে। কিন্তু সেটা ঘুচে যেতে পারে একজন স্ত্রীর ছোট্ট একটু চেষ্টায়। ভালোবাসার বাড়ি বানানো কঠিন নয়, দরকার শুধু বোঝার মানসিকতা।

ভালো থাকুক সব দম্পতি। ভালোবাসা থাকুক সবার সংসারে।

রাজশাহীতে পদ্মা নদীর পাড়ে।  কয়েক বছর আগের ছবি।
05/09/2025

রাজশাহীতে পদ্মা নদীর পাড়ে।
কয়েক বছর আগের ছবি।

05/09/2025
মাজরা পোকাম জম গ্রীন লাইফ এগ্রো ক্যামিক্যালস ইন্ডাস্ট্রিজ
03/09/2025

মাজরা পোকাম জম গ্রীন লাইফ এগ্রো ক্যামিক্যালস ইন্ডাস্ট্রিজ

03/09/2025

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

আগের মত আর সময় কাটানো অনেক দিন হচ্ছে না,তবে ব্যস্ত থাকতে ভালই লাগে।
02/09/2025

আগের মত আর সময় কাটানো অনেক দিন হচ্ছে না,
তবে ব্যস্ত থাকতে ভালই লাগে।

29/08/2025

নুরুল হক নূরের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ।

Address

Kushtia
7000

Telephone

+8801713922953

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yamin Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yamin Hossain:

Share