Kumarkhali M.N. Pilot High School Students

Kumarkhali M.N. Pilot High School Students The most oldest High School of Kumarkhali, Kushtia. It was established in the year of

সিপাহী বিদ্রোহের এক বছর পূর্বে ১৮৫৬সালে নীল কুঠিতে এর পত্তন। বিদ্যোতসাহী বাবু মুথরানাথ কুণ্ডু মহাশয়ের সক্রিয় প্রচেষ্টায় নিলকরদের পরিত্যক্ত কুঠিতে ইংরেজী শিক্ষার প্রসার ঘটানোর লক্ষে এই স্কুল প্রতিষ্ঠা করা হয়।

17/09/2025
ঋণের ভারে যিনি আত্মহত্যা করলেন, ঋণ করে তার চল্লিশা করা হলো। দীনি শিক্ষার অভাব এবং দীন সম্পর্কে অজ্ঞতা যে কতটা নির্মম হতে...
16/09/2025

ঋণের ভারে যিনি আত্মহত্যা করলেন, ঋণ করে তার চল্লিশা করা হলো।

দীনি শিক্ষার অভাব এবং দীন সম্পর্কে অজ্ঞতা যে কতটা নির্মম হতে পারে, এই ঘটনা থেকে তা আমরা নতুন করে উপলব্ধি করলাম।

ইসলাম অত্যন্ত যৌক্তিক ও প্রাকৃতিক ধর্ম। ইসলাম যতগুলো আর্থিক ইবাদত আবশ্যক করেছে, সবই সামর্থ্যবানদের জন্য।

কিন্তু ইসলামের ভেতর চল্লিশা নামের যে কুসংস্কার আমরা ঢুকিয়েছি, অনেক এলাকায় সেটা সবার ওপর আবশ্যক। এমনকি ঋণ কিংবা জমি বিক্রি করে হলেও তা পালন করতে হয়।

অন্যান্য দলিল-প্রমাণ একপাশে সরিয়ে রেখে শুধু এটুকু দেখেই চল্লিশার অযৌক্তিকতা ও অন্তঃসারশূন্যতা উপলব্ধি করা যায়।

আল্লাহ-প্রদত্ত বিধান আর মানুষের তৈরি নিয়মের মৌলিক পার্থক্য এখানেই।

লোকটি ঋণে জর্জরিত হয়ে মারা গেছেন। আর আজকাল সুদবিহীন ঋণ সোনার হরিণে পরিণত হয়েছে।

অভিশপ্ত সুদ কীভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে দরিদ্রকে আরো নিঃস্ব বানাচ্ছে আর সুদি মহাজনদের বানাচ্ছে আরো বিত্তশালী, আলোচ্য ঘটনা তার একটি উদাহরণ।

ঋণের ছোবলে জীবনের ওপর কতটা অন্ধকার নামলে কোনো মানুষ আত্মহত্যার পথ বেছে নিতে পারে—আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম।

এই জাতীয় ঘটনা দুদিন পরপর ঘটে আর আমাদেরকে চোখে আঙুল দিয়ে বলে যায়, দীনের চর্চা এবং ইসলামি অনুশাসন ও মূল্যবোধ ছাড়া প্রকৃত সুখের ঠিকানা আমরা কোনোদিন খুঁজে পাব না।
Collected

08/09/2025

"ফ্রি ফুড ডেলিভারি নামে একদল প্রতারক চক্র বের হয়েছে।
মালিবাগের একটি ফ্ল্যাটে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শারমিন ম্যাম। তিনি প্রায়ই ব্যস্ত থাকেন ক্লাস আর গবেষণা নিয়ে, তাই বেশিরভাগ সময় খাবার অর্ডার দেন অনলাইনে।

এক সন্ধ্যায় হঠাৎ একটা ফোন আসে:

“ম্যাডাম, আমি FoodSwift থেকে বলছি, আপনি একটা ফ্রি মিল পেয়েছেন আমাদের প্রোমোশন অফারের আওতায়। আপনার এলাকায় নতুন কিচেন লঞ্চ হয়েছে, আমরা রিভিউ চাই। ফ্রি মিল, কোনো চার্জ না, শুধু রিভিউ দিলেই হবে।”

শারমিন ম্যাম খুশি হয়ে অর্ডার কনফার্ম করেন। আধাঘণ্টা পর একটা মোটরবাইক এসে হাজির। হেলমেটে ঢাকা মুখ, গায়ে পরিচিত ডেলিভারি সার্ভিসের জ্যাকেট।

"ম্যাম, একটু কনফার্ম করতে হবে যে আপনি পেয়েছেন, একটা QR কোড স্ক্যান করে দিতে হবে।"

তিনি তাঁর ফোন দিয়ে কোড স্ক্যান করেন। স্ক্যান করতেই, পেমেন্ট অ্যাপ খুলে যায়, সঙ্গে অটোফিলড একাউন্ট আর একটি অংক — ২০,০০০ টাকা।

তিনি বুঝে ওঠার আগেই “ডেলিভারি ম্যান” বলেন, “ম্যাডাম, বোধহয় ভুল হয়েছে, একটু দেখেন।” তিনি হাতের ফোনটা নিয়ে “সেটিংস ঠিক” করার ভান করে অ্যাপ থেকে টাকা পাঠিয়ে দেয়।

এরপর বলে, খাবার টা রাখেন। আপনার জন্য আরেকটা পার্সেল আছে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর আর ফিরে ফিরে আসছিল না ডেলিভারি ম্যান। উনাকে যে নাম্বার থেকে কল করেছে সেই নাম্বারটাও বন্ধ পাচ্ছিনা। একটু পরে খেয়াল করল তার ফোন থেকে তার ব্যাংক একাউন্ট থেকে ২০ হাজার টাকা পেমেন্ট হয়ে গেছে। তৎক্ষণাৎ সে পুলিশ অভিযোগ জানায় কিন্তু তখন আসলে কিছুই করার ছিল না

05/09/2025

Address

Kushtia

Opening Hours

Monday 10:00 - 04:00
Tuesday 10:00 - 04:00
Wednesday 10:00 - 04:00
Thursday 10:00 - 04:00
Friday 10:00 - 04:00
Sunday 10:00 - 04:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kumarkhali M.N. Pilot High School Students posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share