18/11/2025
🐜 পিঁপড়ের পাঠ: হার না মানার গল্প
একদিন গ্রীষ্মের দুপুরে, এক ক্ষুধার্ত পিঁপড়ে তার খাবার সংগ্রহের পথে একটা বিশাল ফাটলের সামনে এসে দাঁড়ালো। ফাটলটা চওড়া আর গভীর—মনে হচ্ছিল যেন রাস্তাটা সেখানেই শেষ।
পিঁপড়েটার পিঠে তার ওজনের প্রায় দশগুণ বেশি শস্যদানা। সে ক্লান্ত ছিল, কিন্তু তার চোখে ছিল জেদ।
পিঁপড়েটা ফাটলের কিনারে এসে একবার থামল। তার সঙ্গীরা, যারা তুলনামূলকভাবে সহজ পথে গিয়েছিল, তারা তাকে ডেকে বলল, "ফিরে আয়! এই পথ অসম্ভব। অন্য রাস্তা খুঁজে নে!"
কিন্তু পিঁপড়েটা জানে, তার কলোনির জন্য এই শস্যদানা কতটা প্রয়োজন। তার লক্ষ্য স্থির।
সে এক মুহূর্ত অপেক্ষা করল, যেন তার ছোট্ট শরীরটাকে প্রস্তুত করে নিচ্ছে। তারপর, তার ছ'টা পা-কে ব্যবহার করে, সে ফাটলের এক কিনারা থেকে অন্য কিনারা পর্যন্ত একটানা দৌড় শুরু করল। সে টাল খেল, প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু তার শস্যদানাটাকে সে শক্ত করে ধরে ছিল। তার প্রতিটি পদক্ষেপ ছিল হিসেবি, তার গতি ছিল অবিচল।
কয়েক সেকেন্ডের মধ্যে, অসম্ভবকে সম্ভব করে, পিঁপড়েটা ফাটল পেরিয়ে গেল। তার সঙ্গীরা বিস্ময়ে হতবাক।
পিঁপড়েটা একবারও থামেনি, একটিবারের জন্যও দ্বিধা করেনি। তার এই নিরবচ্ছিন্ন প্রচেষ্টা আর ধৈর্যই তাকে সাফল্য এনে দিল।
শিক্ষা: পথ যত কঠিন হোক, পিঁপড়ে থামে না—এটাই শেখায়: সাফল্য আসে ধৈর্য আর ধারাবাহিকতায়। #পিঁপড়ের_পাঠ #হার_না_মানার_গল্প #সাফল্যের_সিক্রেট #ধৈর্য_ধারাবাহিকতা #অনুপ্রেরণা #মোটিভেশনাল_শর্টস