02/08/2025
একদিন এক স্যার তাদের ক্লাসে ঢুকলেন। ছাত্রছাত্রীরা ভাবছিল আজ হয়তো কোনো কঠিন পড়া হবে, কিন্তু স্যার সবার হাতে একটা করে বেলুন তুলে দিলেন। তারপর বললেন,
"প্রত্যেকে তোমাদের নিজের নামটা এই বেলুনে লিখে ফেলো।"
সবাই অবাক হলেও আনন্দের সঙ্গে নিজের নাম লিখল। এরপর স্যার বললেন,
"এবার বেলুনগুলো সবাই ক্লাসরুমে ছেড়ে দাও।"
বেলুনগুলো ঘরের চারপাশে উড়ে ছড়িয়ে পড়ল। তারপর স্যার বললেন,
"তোমাদের ৫ মিনিট সময় আছে, যার যার নাম লেখা বেলুনটা খুঁজে বের করো।"
সবাই ছুটোছুটি শুরু করল। কেউ কারো বেলুনের দিকে তাকাচ্ছে না, শুধু নিজের নামটা খুঁজছে। ৫ মিনিট পরে মাত্র ২-৩ জনই নিজের বেলুন খুঁজে পেয়েছে।
স্যার এবার হাসলেন। তারপর বললেন,
"এবার অন্যভাবে করি। যার হাতে যে বেলুন আছে, সে যেন বেলুনের নাম দেখে সেই মানুষটাকে খুঁজে দিয়ে দেয়।"
এইবার মাত্র ২ মিনিটের মধ্যেই সবাই নিজের নাম লেখা বেলুন পেয়ে গেল!
স্যার এবার গম্ভীর হয়ে বললেন,
"এই দেখো, যখন সবাই শুধু নিজেরটা খুঁজছিলে, তখন অনেক সময় লাগল, অনেকেই খুঁজেই পায়নি। কিন্তু যখন তোমরা অন্যদের সাহায্য করতে শুরু করলে, তখন সবাই নিজেরটা পেয়ে গেল।
এই ঘটনাটা আমাদের জীবনের একটা বড় শিক্ষা দেয়— আসল সুখ তখনই আসে, যখন আমরা শুধু নিজের কথা না ভেবে, একে অপরকে সাহায্য করি।"
পুরো ক্লাস যেন নীরব হয়ে গেল। সবাই ভাবতে লাগল— সত্যিই তো, একে অপরকে সাহায্য করলেই জীবনটা আরও সুন্দর হয়।