12/05/2024
মামতো বোনকে __
বুঝালাম___
শোন__
___আমাদের বাড়ির বউ হবি__😌
আমার কথা শুনে মামাতো বোন বললো :
মামতো বোন__ তোমাদের বাড়ির বউ হলে কি আমাকে আদরে রাখবে।
আমি__আরে হ্যা অনেক আদরে রাখবো।
কোন কাজ করতে হবেনা।
অনেক সুখে থাকবে।🙂
পায়ের উপর পা তুলে খাবে।☺️
বিয়ের পর অনেক জায়গায় ঘুরতে জাবে।
সো'না দা'না টা'কা প'য়শা পাবে।
কোন কিছুর অভাব হবেনা।
মামাতো__বোন তাই কিন্তু আমিতো রান্না করতে পারিনা।
আমি__আরে পাগল নাকি রান্না করতে হবেনা।
দরকার হয় ৩ টা কাজের লোক রাখবো।
এখন বলো আমাদের বাড়ির বউ হবে।
মামাতো বোন __তাই ওকে হবো।
মামাতো বোনকে অনেক বুঝিয়ে পটালাম আমাদের বাড়ির বউ হবার জন্য।।
___কিছুদিন পর মামতো বোন ঠিকি আমাদের বাড়ির বউ হলো " কিন্তু সেটা আমার না আমার ছোট ভাইয়ের বউ। 🤣
আমার ছোট ভাই ও মামাতো বোন ওই দুইটা রিলেশন করতো অনেক আগে থেকে!!
হুদাই মামাতো বোনকে পটাতে গেছিলাম। 😐
এখন দর্শক হয়ে ওদের ভালোবাসা দেখি।।😭😂
"
#ফাইজলামি
মন ছুয়ে যাওয়া গল্প পেতে আমার আইডিটা ফলো করুন