24/04/2024
এই তীব্র গরমে সোনামনিদের প্রতি করণীয় কাজ সমূহ:
১) পানি,শরবত ও স্যালাইন পানি বারবার পান করাবেন।
২) অযথা রৌদ্রে ঘুরাঘুরি করতে দিবেন না।
৩) ফাস্টফুড পরিহার করুন।
৪) মোবাইল ফোন ব্যবহার করে গেমস বা কার্টুন দেখানো থেকে বিরত রাখুন।
৫) সিলেবাস অনুযায়ী বারবার পড়া রিভিশন করাবেন এবং লেখার মাধ্যমে আদায় করবেন।
৬) সম্ভব হলে দেশি ফল, শাক সবজি, ছোট মাছ বেশি করে খেতে দিন।
৭) দুপুর বেলা ঘুমানোর ব্যবস্থা করুন।
৮) ফ্রিজ এর ঠান্ডা যত কম পান করা যায়।
বি.দ্র: সন্তান আপনার, তাই তার ভালো মন্দের হিসাব করেই আপনাকে কাজ করতে হবে। আমি তো মাত্র আমার দায়িত্ব থেকে পরামর্শ দিলাম,বাস্তবায়ন করার দায়িত্ব আপনাদের।
🗣️🗣️🗣️করোনার কথা মনে করে কাজ করলে দিন শেষে লাভ আপনাদেরই হবে, ইনশাআল্লাহ।
প্রধান শিক্ষক
ক্যাডেট কেয়ার স্কুল।