Sabr صبر

Sabr صبر 𝑺𝒂𝒃𝒓 𝒂𝒏𝒅 𝑺𝒂𝒍𝒂𝒉 𝒄𝒂𝒏 𝒎𝒂𝒌𝒆 𝒆𝒗𝒆𝒓𝒚𝒕𝒉𝒊𝒏𝒈 𝒃𝒆𝒕𝒕𝒆𝒓 ✿

03/07/2025

আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন,

مَا عَابَ النَّبِيُّ صلى الله عليه وسلم طَعَامًا قَطُّ إِنِ اشْتَهَاهُ أَكَلَهُ وَإِنْ كَرِهَهُ تَرَكَهُ.

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোন খাবারের দোষ-ত্রুটি ধরতেন না। ভালো লাগলে তিনি তা খেতেন এবং খারাপ লাগলে তা রেখে দিতেন।

সহীহ বুখারী, হাদীস ৫৪০৯

23/06/2025

ফকীরকে ভিক্ষা দেয়ার পর বলবেন না, আমার জন্য দু'আ করো

🎀 মহান আল্লাহ বলেন,

وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا (8) إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنْكُمْ جَزَاءً وَلَا شُكُورًا

‍"তারা আল্লাহর ভালোবাসায় অভাবগ্রস্ত, এতীম ও বন্দীকে আহার্য দান করে। তারা বলেঃ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যে আমরা তোমাদেরকে আহার্য দান করি এবং তোমাদের কাছে কোন প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না!

-- (সুরা দাহার: ৮-৯)🍁

ইমাম ইবনে তাইমিয়াহ্ (রাহিমাহুল্লাহ) বলেন, যে ব্যক্তি ফকীরকে সাহায্য করার পর তার কাছে দু'আ বা কৃতজ্ঞতা চাইবে সে এই আয়াতের অন্তর্ভুক্ত হবে না।

এই কারণে যে, দুয়া সবচেয়ে বড় প্রতিদান ও উচ্চ পর্যায়ের কৃতজ্ঞতা। দানকারী যখন এগুলো চাইবে, তখন সে যেন তার দানের বিনিময় চাইল!

(মাজমূ'ঊ ইবনে তাইমিয়াহঃ ১১/১১১ পৃ)

20/06/2025

আপনি গান শুনবেন, আবার আল্লাহকে চাইবেন, এটা কস্মিনকালেও সম্ভব নয়..!

সকল গুনাহই ইবাদতের ঝুলিতে ছিদ্র করে -
কিন্তু গান এমন একটি গুনাহ, যা ইবাদতের মূল ঝুলিতে ছিদ্র করে ফেলে..!
হৃদয়ে শান্তি পাবার জন্য নিজের উপর গানকে হারাম করবেন, কারণ - হৃদয়টাকে হারাম দিয়ে পরিপূর্ণ করে রাখলে সেই হৃদয়ে কীভাবে আল্লাহর রহমত প্রবেশ করবে?!

< তুমি যদি পাপে জর্জরিত গুনাহগার হয়ে থাকো -তোমার ওপরে আল্লাহর গজব আসবেই।
তবে তুমি যদি তোমার জীবন থেকে তোমার পাপের সাজা হিসেবে আল্লাহর গজব সরাইতে চাও তাহলে আল্লাহর রহমত যেখানে যেখানে আছে সেই কাজগুলো করে যাও...!

কারণ -
আল্লাহর রাগের থেকে দয়ার পরিমাণ বেশি..! আজাবের থেকে রহমতের পরিমাণ বেশি...!

আল্লাহ তোমার উপর যতই রেগে থাকুক...তুমি যদি তার কাজ করে যাও... অবশ্যই তোমার উপর থেকে রাগ চলে যাবে এবং তোমার উপরে আল্লাহর রহমত নেমে আসবে...!

< তোমার আমলনামায় আমল উঠাও, তোমার হৃদয় প্রশান্তিতে বদলে যাবে! ইনশাআল্লাহ!

05/06/2025

রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"সর্বোত্তম দো'আ হলো আরাফার দিনের দো'আ, আর সর্বোত্তম কথা যা আমি ও আমার পূর্ববর্তী নবীগণ বলেছেন তা হলো:
لَا إِلَٰهَ إِلَّا ٱللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ ٱلْمُلْكُ وَلَهُ ٱلْحَمْدُ، وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
উচ্চারণ: "লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িং কাদির।"
অর্থ: "আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি এক, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।"
(তিরমিজি: ৩৫৮৫; মুয়াত্তা মালিক: ৫০০)

04/06/2025

রাসূলুল্লাহ (সা.) বলেছেন: "আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে, তা বিগত এক বছর এবং আগত এক বছরের গুনাহের কাফফারা হবে।" (সহিহ মুসলিম)

29/05/2025

যাদের দোয়া কবুল হচ্ছে না তারা জিলহজ্জ মাসের প্রথম ১০দিন কোমর বেঁধে নামুন! প্রতিটি রাত শবে ক্বদরের রাতের মতো উত্তম।

জিলহজ্জ মাসের চাঁদ উঠার পর থেকে ৯ তারিখ পর্যন্ত দিনে রোজা পালন করা, রাতে বেশি বেশি ইবাদত করা উচিত। যেমন- নফল নামাজ, কুরআন তেলাওয়াত, তাসবিহ-তাহলিল, দোয়া-দরুদ, তওবা-ইস্তিগফার ইত্যাদি।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত নবীজি(ﷺ) বলেন, ‘জিলহজ্জের ১০ দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয়, প্রতিটি দিনের রোজা এক বছরের রোজার মতো আর প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো।’

(তিরমিজি, খণ্ড-১, পৃষ্ঠা: ১৫৮)

26/05/2025

অতঃপর কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, অবশ্যই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি! 🤍
- সুরা ইনশিরাঃ ৫-৬!

14/09/2024

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেন,

وَ اَنْكِحُوا الْاَیَامٰی مِنْكُمْ وَ الصّٰلِحِیْنَ مِنْ عِبَادِكُمْ وَ اِمَآىِٕكُمْ ؕ اِنْ یَّكُوْنُوْا فُقَرَآءَ یُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ؕ وَ اللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ۝۳۲

তোমাদের মধ্যে যারা বিবাহহীন (তারা পুরুষ হোক কিংবা নারী), তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা বিবাহের উপযুক্ত তাদেরও। তারা যদি অভাবগ্রস্ত হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ অতিপ্রাচুর্যময়, সর্বজ্ঞ।

সূরা আন-নূর, আয়াত

শুক্রবার দরুদপাঠের দিন🫶
06/09/2024

শুক্রবার দরুদপাঠের দিন🫶

30/08/2024

আমি একজন ব্যক্তিকে চিনি যে জু'মআর দিন ১০০০ বার দুরুদ পাঠ করে এবং বহু বছর ধরে সে এমন করছে যা কখনও বাদ দেয়নি

একদা আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এত দুরুদ পাঠ করে কি ফায়েদা পেয়েছ?

তার জবাবঃ আল্লাহর কসম! আমি নবী ﷺ এর উপর দুরুদ পাঠ করে আল্লাহর কাছে হাজত পূরণের জন্য প্রার্থনা করি, দিনের সূর্য অস্ত হওয়ার আগেই আল্লাহর রহমতে আমার উদ্দেশ্য পূরণ হতে শুরু করে...
(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)

– শায়েখ নাবুলুসী (হাফিযাহুল্লাহ)

💗
27/08/2024

💗

ইনশাআল্লাহ 😊
26/08/2024

ইনশাআল্লাহ 😊

Address

Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabr صبر posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share