Entertainment Hub

Entertainment Hub First online newspaper in Kushtia
http://dailyandolonerbazar.com

07/06/2023

জ্বালানী সঙ্কটের এই সময়ে একটি সুখবর!

চট্টগ্রামের বাঁশখালির এসএস পাওয়ার প্ল্যান্ট থেকে আগামী ৩-৪ দিনের মধ্যেই প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে।

লোডশেডিং এর মাত্রা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে বড় ভূমিকা রাখবে।

চীন থেকে এরই মধ্যে সেখানে কয়লা চলে এসেছে।

পাশাপাশি ২ সপ্তাহের মধ্যেই বড় একটা কয়লার চালান এসে পৌঁছাবে চট্টগ্রামে।

07/06/2023

রাজধানীতে বস্তিবাসীদের জন্য হচ্ছে ১০০১টি ফ্ল্যাট !
নৌকা মানেই উন্নয়ন, শেখ হাসিনা মানেই দেশ ও জাতির উন্নয়ন!

07/06/2023

৬ দফা দেশের শোষিত ও বঞ্চিত মানুষের মুক্তির সনদ- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

04/06/2023

NID থাকলেই কর দিতে হবে ২০০০ টাকা শিরোনামে প্রকাশিত তথ্যটি মিথ্যা

বাজেটে NID থাকলেই ২০০০ টাকা কর দিতে হবে এমন কোন প্রস্তাবনা করা হয়নি।

শুধুমাত্র যারা e-Tin সার্টিফিকেট নিবন্ধন করেছে, এবং তার বিপরীতে বিভিন্ন সেবা গ্রহন করবে তাদের ক্ষেত্রে ২০০০ টাকা ন্যূনতম কর প্রযোজ্য।

এই ঘোষণাটা শুধুই e-TIN নম্বরধারীদের জন্য। যাদের e-TIN(টিন) নাম্বার নাই তাদের কোনো কর দিতে হবে না।

আর যারা অনলাইনে e-TIN নিয়েছেন, কিন্তু কোন কাজে ব্যবহার করেন না, তারা অনলাইনেই এপ্লাই করে সেটি ক্যান্সেল করতে পারবেন।

গুজব বিভ্রান্ত হবেন না

04/06/2023

ভারতে ট্রেন দূর্ঘটনায় হতাহতে মাননীয় প্রধানমন্ত্রীর শোক!

04/06/2023

মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প ঘর পেয়েছেন ৫ লাখ ৫৫ হাজার গৃহহীন মানুষ।

30/05/2023

'সামরিক আদালতে সৈনিক-মুক্তিযোদ্ধা হত্যায় জিয়া সরাসরি জড়িত'

‘ওই সময়ে (১৯৭৫ সালের পর) একটা ক্যু হয়েছিল। প্রতিটি ক্যুতে সেনাবাহিনীর হাজার হাজার অফিসার, মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছিল। জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিল। তার নির্দেশে প্রহসনের বিচারের জন্য সামরিক আদালত বসানো হয়েছিল। কত মানুষ মারা গিয়েছিলেন তার প্রকৃত সংখ্যা বের করা যায়নি।’

- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৭ নভেম্বর ২০২১

30/05/2023

মার্কিন আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ বাংলাদেশের প্রথম রাজনীতিবিদ হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ১৫ বছর আগে এই নিষেধাজ্ঞা জারির সময় তিনি ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান। উইকিলিকসের ফাঁস করা দলিলে এ তথ্য বেরিয়ে এসেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভয়ংকর রাজনীতিক এবং দুর্নীতি ও চুরির মানসিকতাসম্পন্ন সরকারের প্রতীক হিসেবে উল্লেখ করেছিল যুক্তরাষ্ট্র। তাকে বাংলাদেশে মার্কিন স্বার্থের প্রতি হুমকি হিসেবেও দেখেছিল ঢাকার মার্কিন দূতাবাস। ২০০৮ সালের ৩ নভেম্বর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির ওয়াশিংটনে পাঠানো এক তারবার্তায় তারেক রহমানকে এভাবেই বর্ণনা করা হয়েছে।

বার্তায় তারেকের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার সুপারিশ করা হয়। ২০১১ সালের ৩০ আগস্ট সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের ফাঁস করা গোপন মার্কিন নথি থেকে পাওয়া যায় এমন তথ্য।

ভুলে যায়নি বাংলাদেশ!

30/05/2023

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পুরস্কার (জুলিও কুরি শান্তি পদক) পেয়েছেন, শান্তির বাণী শুনিয়েছেন। কিন্তু তাকে জীবনটা দিতে হয়েছে। আমরা আর অশান্তি চাই না, সংঘাতও চাই না। শান্তি চাই, মানুষের জীবনযাত্রার উন্নতি চাই।’

রোববার (২৮ মে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদকপ্রাপ্তির ৫০ বছরপূর্তি’ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

29/05/2023

গাজীপুর সিটির নির্বাচনই প্রমাণ করে, আওয়ামী লীগ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়।

এটাই শেখ হাসিনার বাংলাদেশ

29/05/2023

আগামী অক্টোবরে রাজধানীতে চলবে ১০০টি বৈদ্যুতিক বাস!
এটাই শেখ হাসিনার বাংলাদেশ।

29/05/2023

Address

Mojompur
Kushtia
7000

Telephone

+8801711450944

Website

Alerts

Be the first to know and let us send you an email when Entertainment Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Entertainment Hub:

Share

:: আন্দোলনের বাজার ::

সব পাঠকের প্রতিদিনের পত্রিকা। এ অঞ্চল থেকে প্রকাশিত সর্বপ্রথম আধুনিক মানের জাতীয় দৈনিক।

ভারপ্রাপ্ত সম্পাদকঃ আনিসুজ্জামান ডাবলু

সম্পাদক ও প্রকাশকঃ মনজুর এহসান চৌধুরী

যোগাযোগঃ মজমপুর গেইট, কুষ্টিয়া-৭০০০, বাংলাদেশ ।