Kushtia Tv কুষ্টিয়া টিভি

Kushtia Tv কুষ্টিয়া টিভি আপনার চারপাশের ঘটনা জানতে ও জানাতে আমাদের সাথেই থাকুন।

নিখোঁজ সংবাদ...নাম আমিনুর রহমান (ঝন্টু) আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল থেকে কলেজ মোড় (কোটপাড়া) থেকে হারিয়ে গিয়েছে। সে...
15/09/2025

নিখোঁজ সংবাদ...

নাম আমিনুর রহমান (ঝন্টু) আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল থেকে কলেজ মোড় (কোটপাড়া) থেকে হারিয়ে গিয়েছে। সে একজন মানষিক ভারসাম্যহীন রোগী। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকেন দয়া করে নীচের নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

মোবাইল নাম্বারঃ ০১৭৩০-৯৯২৯২৩ (সুমন)

পুলিশি মামলার প্রতিবাদে নির্বাচন অফিস, ইউএনও কার্যালয় ও থানা ভাংচুরের পর অগ্নিসংযোগ!ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমান...
15/09/2025

পুলিশি মামলার প্রতিবাদে নির্বাচন অফিস, ইউএনও কার্যালয় ও থানা ভাংচুরের পর অগ্নিসংযোগ!

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস ও পুলিশের করা মামলার প্রতিবাদে ভাঙ্গা উপজেলা নির্বাচন কার্যালয়, ইউএনও কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা।

এসময় ভাঙ্গা থানা ঘেরাওসহ পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর, সেনাবাহিনীর এপিসি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

সোমবার দুপুর ১টার পর ভাঙ্গা উপজেলা সদরের একাধিক স্থানে এই ঘটনা ঘটে।

14/09/2025

কুষ্টিয়া পৌর গোরস্থানে জানাজা নামাজ শেষে বাবা মায়ের কবরে দেশ বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের দাফন সম্পন্ন; জেলা প্রশাসকের শ্রদ্ধাঞ্জলি

ইবি এলাকার এক মানব পাচারকারীর হাতে এই মানুষগুলো জিম্মি  হয়েছিল। দিনের পর দিন তাদেরকে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে একটি ছোট...
14/09/2025

ইবি এলাকার এক মানব পাচারকারীর হাতে এই মানুষগুলো জিম্মি হয়েছিল। দিনের পর দিন তাদেরকে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে একটি ছোট রুমে ৮৬ জনকে আটক করে রেখেছিলো।

কে এই মানব পাচারকারী জানতে সাথে থাকুন.....

14/09/2025

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
মাত্রা ছিলো: ৫.৯

জাকসুতে  নির্বাচিত প্রার্থীদের প্রাপ্ত ভোট। শিবির ২০ টিবাগছাস ২ টি স্বতন্ত্র ৩ টি।মোট ২৫ টি।
13/09/2025

জাকসুতে নির্বাচিত প্রার্থীদের প্রাপ্ত ভোট।
শিবির ২০ টি
বাগছাস ২ টি
স্বতন্ত্র ৩ টি।
মোট ২৫ টি।

13/09/2025

কুষ্টিয়া সদর উপজেলা
দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ইসমাইল হোসেন মুরাদ ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব বিজয়ী!

13/09/2025

আজ কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির'র সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত, চলছে ফলাফলের অপেক্ষা!

13/09/2025

দ্রুত সমাধান না হলে খেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ি সংঘর্ষে জড়াতে পারে ইবির দুই ইউনিয়ন!

কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ও বাখইল গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির কারনে উজানগ্রাম পশুহাট, ও বিত্তিপাড়া পান বাজার বন্ধ হওয়ার পথে হাটছে বলে জানিয়েছেন গ্রামের সচেতন মহল।

গতকাল খেলাকে কেন্দ্র করে শশুরবাড়ি থেকে বাড়ি যাওয়ার পথে ৬৭ বছরের বৃদ্ধকে মারার অভিযোগ ও তুলেছে এবং বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়েছে বলে জানিয়েছেন তারা।বাখইল গ্রামের ফুটবল খেলোয়াররা জানিয়েছেন যে আমরা ভালো খেলি বলেই আজকে ফাইনালি গেছে।আমাদের ডেকে নিয়ে তাদের নিজের মাঠে এইভাবে মারার কোন ভিত্তিই আসে না।

এইদিকে বাখইল গ্রামের কয়েকজনের সাথে কথা বল্লে জানা যায় যে, তারা বার বার খেলাকে কেন্দ্র করে আমাদেরকে মারধোর করে।তারা আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে কারণ ছাড়া আমাদেরকে অপমানি করে এবং স্টিল ব্রিজের পাশ থেকে অটো থেকে নামিয়ে মারার ও অভিযোগ তুলেছে।৯/১০ বছর আগেও তারা আমাদেরকে খেলাকে কেন্দ্র করে মেরেছিলো।

তবে খেলার মাঠের মারামারি অতিদ্রুত সমাধানের পথে না গেলে ইউনিয়ন ভিত্তিক রক্ত খেলার হলিতে যুক্ত হতে পারে বলে ধারনা করছেন জনসাধারণ।

13/09/2025

২য় দফায় ইবির খোর্দ বাকইল ও উজানগ্রামের মধ্যে তুমুল সংঘর্ষের পূর্বে এভাবেই মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়....

13/09/2025

কুষ্টিয়া মিরপুরের লক্ষ্মীধরদিয়ার লবেরা মোড়ে চোর সন্দেহে দুই যুবককে ধরেছে স্থানীয়রা...

13/09/2025

দালালি ছাড়া কি সফল হওয়া সম্ভব?

Address

268 Tamiz Uddin Market, Level 2, Pach Rastar Mor
Kushtia
7000

Alerts

Be the first to know and let us send you an email when Kushtia Tv কুষ্টিয়া টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kushtia Tv কুষ্টিয়া টিভি:

Share