17/10/2025
সংসদ ভবন থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিতে পুলিশের লাঠিচার্জ!
রাজধানীর সংসদ ভবনের সামনে আজ (শুক্রবার) দুপুরে "জুলাই জাতীয় সনদে" স্বাক্ষরের দিন ঘটে এই ঘটনাটি।
ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
অন্যদিকে, "জুলাই যোদ্ধা” পরিচয়ে একদল তরুণ সংসদ ভবনের সামনে অবস্থান নিয়ে সনদে তাদেরও স্বাক্ষরের সুযোগ চান।
তাদের অভিযোগ
“যে আন্দোলনের ফলেই জুলাই সনদের সূচনা, সেই যোদ্ধাদের বাদ দিয়ে সনদে স্বাক্ষর করা হচ্ছে – এটি লজ্জাজনক।"
পরে পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে কয়েকজন আহত হন।
বিশ্লেষক ড. আসিফ নজরুল বলেন
“জুলাই যোদ্ধারা পরেও সনদে স্বাক্ষর করতে পারবেন, তবে তাদের রাজপথে নামতে হওয়া দুঃখজনক।"