
14/06/2024
🗣️🎉ফ্রিল্যান্সিং সবাই করতে চায়! কিন্তু, যখনই শোনে যে ৭থেকে ৮হাজার টাকা ভর্তি ফি। তখনই হতাশ হয়ে যায়, প্রিয় ভাই ও বোন হতাশ হওয়ার কিছুই নেই এখানে!
আজকাল মানুষ ৭/৮ হাজার টাকাকে টাকাই মনে করে না, বিভিন্ন সময় অযথা কাজে অপচয় করে!
কিন্তু এটাও সত্য যে আবার এই টাকাটাই অনেকের কাছেই বিরাট কিছু। কিন্তু,এই টাকার বিনিময়ে যদি আপনি যোগ্যতা সম্পন্ন হতে পারেন, এবং লক্ষ টাকা ইনকাম করতে পারেন সমস্যাটা কোথায় ?
আমরা অহেতুক কত টাকা নষ্ট করে ফেলি যেটা আমাদের কাজে আসে না !
আর এই টাকাটা ভালো কাজে ব্যয় করলে আমাদের কাজে আসবে, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ হবে ইনশাআল্লাহ। -আমরা ১৫/১৭ বছর পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে ও চাকরির জন্য ছুটে ও চাকরি পাইনা।
আর ফ্রিল্যান্সিং এমন একটি মুক্ত পেশা যেখানে ৪/৫ মাস কাজ শিখে ভালো একটি ক্যরিয়ার গড়া যায় যদি সত্যিই কেউ মন থেকে ফ্রিল্যান্সিং নিয়ে উঠে পড়ে লাগে তো,
আমি বলবো পড়াশোনার পাশাপাশি নিজের দক্ষতা বৃদ্ধির জন্য ফ্রিল্যান্সিং এর বিভিন্ন বিষয় শিখা হবে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবংকি চাকরীর বাজারেও দক্ষতা প্রদর্শন করলে চাকরী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
#কেন_ছাত্র_থাকা_অবস্থাতেই_ফ্রিল্যান্সিং_শুরু_করা_বুদ্ধিমানের_কাজ