20/07/2025
আসসালামু আলাইকুম।
এই ফেসবুক প্লাটফর্মে কাজ করতে এসে জানতে পারলাম এখানে নাকি মিউজিক ভিডিও ,অন্যের ভিডিও বা ছবি দিয়ে ভিডিও তৈরি এগুলো করলে কনটেন্ট মনিটাইজেশন পাওয়া যায় না। তো সেই হিসাবেই কাজ করে যাচ্ছি কিন্তু কথা সেটা না। কথা হল আমার দেখা অনেকেই যেগুলো করলে কনটেন্ট মনিটাইজেশন আসবে না সেগুলো করার পরেও তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে কিন্তু এত নিয়ম মেনেও যারা মনিটাইজেশন পাচ্ছিনা তাদের এত রুলস মানার কি প্রয়োজন আছে আমি বুঝতে পারছি না। ফেসবুকের রুলস যদি এত কড়াকড়ি হয়ে থাকে তাহলে তারা কিভাবে কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছে আর সেখান থেকে আর্নিং ও হইতেছে এটাই আমার বুঝে আসছে না। তাই সিদ্ধান্ত নিলাম আজকে থেকে কোন নিয়ম মানবো না নিজের গতিতে নিজের মত কাজ করে যাব কন্টেন মনিটাইজেশন পেলে পাবো না পেলে নাই।💯👍💔