
13/05/2025
আজকাল অনেকেই বলেন — "আমার জীবনে শুধু সমস্যা, কেউ বুঝি জাদু করেছে!"
হয়তো ঠিকই, কিন্তু মনে রেখো — আল্লাহর অনুমতি ছাড়া তোমার ক্ষতি কেউ করতে পারে না।
🔸 প্রতিদিন পড়ো:
📖 সুরা ফালাক ও সুরা নাস (৩ বার)
📖 আয়াতুল কুরসী (নামাজের পর ও রাতে)
📖 সুরা বাকারা (ঘরে চালাও বা পড়ো)
🔹 দোয়া করো:
"আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক" — সকালে ও সন্ধ্যায় ৩ বার
⚠️ তাবিজ-কবিরাজ নয়, ভরসা করো কুরআন ও রাসূল (ﷺ)-এর সুন্নাহর উপর।
🤲 আল্লাহই রক্ষাকারী। তিনিই জানেন কার অন্তরে কী আছে।
যদি ঈমান ঠিক থাকে, কোনো জাদু তোমার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ।
📿 এই পোস্টটা শেয়ার করে দাও — যেন অন্যরাও জানে সত্যিকারের বাঁচার উপায়।
❤️ Like | 🔁 Share | 💬 Comment: "Ameen" যদি বিশ্বাস করো আল্লাহই সবকিছুর উপরে।