
07/03/2025
ছাত্রশিবির টাকা কই পায়? এটা নিয়ে প্রশ্নের শেষ নাই। প্রায় প্রতিটি টকশোতে টাকার উৎস নিয়ে শিবিরের নেতারা জবাব দেয়। ইউটিউব/ফেসবুক ঘাটলে এরকম প্রশ্নের উত্তর হাজারটা পাবেন।
তাও ছাত্রদল সংবাদ সম্মেলন করে শিবিরের টাকার উৎস জানতে চাইবে।
এবার আসুন, ছাত্রদলের টাকার উৎস কি?
আজ পর্যন্ত কোনো টকশোতে ছাত্রদল সভাপতি বা সাধারণ সম্পাদককে এই প্রশ্নটা কোনো হোস্ট করেছে? করে নাই। টকশোর কোনো আলোচক এই প্রশ্নটা রেখেছে? রাখে নাই। তারা নিজ থেকে কোথাও নিজেদের আর্থিক উৎসের খবর স্পষ্ট করেছে? করে নাই।
হা হা হা, এটা পলিটিস!
Copy post