Food Nil

Food Nil মায়ের হাতের স্বাদের খোঁজে। স্বাস্থ্য, স্বাদ আর স্নেহ একসাথে পরিবেশন করি।

এক ছিল এক ছোট্ট গ্রাম — সবুজ ধানক্ষেত আর পাখির কুহুরিতে ভরা। ওই গ্রামে থাকতো ছোট্ট মেয়ে মিষ্টি। তার মা ছিলেন গ্রামের সে...
27/04/2025

এক ছিল এক ছোট্ট গ্রাম — সবুজ ধানক্ষেত আর পাখির কুহুরিতে ভরা। ওই গ্রামে থাকতো ছোট্ট মেয়ে মিষ্টি। তার মা ছিলেন গ্রামের সেরা মিষ্টান্ন তৈরি কারিগর। সবাই বলতো, "মিষ্টির মায়ের হাতের বরফি একবার খেলে জীবন ভরে যায়।"

একদিন গ্রামের বড় উৎসব এল। মিষ্টির মা সিদ্ধান্ত নিলেন, এ বছর তিনি বানাবেন এমন এক নারিকেল বরফি, যেটা কেউ কখনো ভুলবে না। কিন্তু তার জন্য দরকার ছিল সেরা নারিকেল।

মিষ্টি হাঁটতে হাঁটতে গেল গ্রাম থেকে দূরের সেই পুরনো নারিকেল বাগানে, যেখানে একটা বিশেষ গাছ ছিল — যাকে সবাই ডাকতো "সোনালী নারিকেল গাছ"। কথিত ছিল, এই গাছের নারিকেল থেকে তৈরি খাবারে লুকিয়ে থাকে সুখ আর ভালোবাসার জাদু।

মিষ্টি গাছটার নিচে দাঁড়িয়ে মন দিয়ে প্রার্থনা করলো, "দয়া করে আমাকে একটুকরো সেরা নারিকেল দাও, যাতে মা বানাতে পারেন সেরা বরফি।" হঠাৎ, বাতাসে মৃদু মৃদু ঘ্রাণ এলো। তারপর আস্তে আস্তে গাছ থেকে পড়ে গেল এক চকচকে, সোনালি আভায় মোড়ানো নারিকেল।

মিষ্টি নারিকেল নিয়ে ছুটে গেল বাড়ি। মা সেটাকে সাবধানে কেটে, তার স্নিগ্ধ সাদা শাঁস বের করলেন। তারপর খাঁটি খেজুরের গুড়, একটু দুধ আর ঘি দিয়ে বানিয়ে ফেললেন সেরা নারিকেল বরফি — এমন বরফি, যা মুখে দিলেই গলে যেত, হৃদয় ভরে দিত আনন্দে।

উৎসবের দিনে যখন বরফি পরিবেশন করা হলো, গোটা গ্রাম অবাক হয়ে গেল। সবার মুখে হাসি, চোখে আনন্দের জল। সেদিন থেকে সবাই বলতো —
"যে বরফিতে থাকে ভালোবাসার স্পর্শ আর প্রকৃতির আশীর্বাদ, সেটাই হয় সত্যিকারের সেরা বরফি।"

আর মিষ্টির মা? তিনি নাম পেলেন, "বরফির রানী"।
মিষ্টি জানতো, সেই সোনালী নারিকেল আর তার ভালোবাসাই ছিল মায়ের সাফল্যের আসল রহস্য।

ওই জিল্লু বরফি দে!
13/04/2025

ওই জিল্লু বরফি দে!

14/03/2025

"তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো।"

(সূরা আল-মুমিন, ৪০:৬০)

আমাদের নারিকেল বরফি একটি মিষ্টান্ন যা নারিকেল, খেজুরের গুড়, ঘি,এলাচ, এবং দুধের মিশ্রণে তৈরি হয়। এর কিছু গুণাগুণ তুলে ধ...
13/03/2025

আমাদের নারিকেল বরফি একটি মিষ্টান্ন যা নারিকেল, খেজুরের গুড়, ঘি,এলাচ, এবং দুধের মিশ্রণে তৈরি হয়। এর কিছু গুণাগুণ তুলে ধরা হলো

✓পুষ্টিগুণ সমৃদ্ধ: নারিকেল দুধে ভিটামিন সি, ই এবং বি থাকে। এছাড়াও, এতে ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান রয়েছে, যা শরীরের সামগ্রিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে।

✓শক্তি প্রদানকারী: নারিকেল এবং দুধের সমন্বয়ে তৈরি এই মিষ্টান্ন শরীরে দ্রুত শক্তি প্রদান করে।

✓হজমে সহায়ক: নারিকেল ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি হজম প্রক্রিয়া উন্নত করতে সহায়ক।

গ্রাম বাংলার ছোটবেলার সেই স্মৃতি জড়িয়ে আছে এই খাবারের সাথে আপনারা কি বলতে পারবেন এই খাবারের নাম কি?
10/03/2025

গ্রাম বাংলার ছোটবেলার সেই স্মৃতি জড়িয়ে আছে এই খাবারের সাথে আপনারা কি বলতে পারবেন এই খাবারের নাম কি?

09/03/2025

আল্লাহু ইসলামের নীতি অনুযায়ী সকলকে ব্যবসা করার তৌফিক দান করুন

15/01/2025

Address

Khulna
Kushtia
7000

Alerts

Be the first to know and let us send you an email when Food Nil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share