Sonali's Kitchen

Sonali's Kitchen Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sonali's Kitchen, Digital creator, Kushtia Sador, Kushtia.

গুরো দুধের রসমালাই রেসিপি উপকরণ গুঁড়া দুধ: ১ কাপময়দা: ১/২ কাপ বেকিং পাউডার: ১/২ চা চামচদুধ (রসমালাই তৈরির জন্য): ৩-৪ ক...
05/09/2025

গুরো দুধের রসমালাই রেসিপি
উপকরণ
গুঁড়া দুধ: ১ কাপ
ময়দা: ১/২ কাপ
বেকিং পাউডার: ১/২ চা চামচ
দুধ (রসমালাই তৈরির জন্য): ৩-৪ কাপ
চিনি: স্বাদমতো (দুধে দেওয়ার জন্য)
এলাচ: ২-৩টি (দুধে সুগন্ধের জন্য)
তেল বা ঘি: ১-২ টেবিল চামচ (ডো-এর জন্য
প্রণালী
1. ডো তৈরি:
একটি পাত্রে গুঁড়া দুধ, ময়দা, বেকিং পাউডার এবং ১ টেবিল চামচ তেল বা ঘি একসাথে ভালো করে মিশিয়ে নিন। সামান্য পানি বা দুধ দিয়ে একটি নরম ডো তৈরি করুন। ডো থেকে ছোট ছোট বল তৈরি করে নিন।
2. দুধ জ্বাল দেওয়া:
একটি পাত্রে ৩-৪ কাপ দুধ গরম করুন। দুধ ফুটে উঠলে এতে চিনি ও এলাচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
3. রসমালাই তৈরি:
মাঝারি আঁচে দুধ ফুটে উঠলে একে একে গুঁড়া দুধের বলগুলো দুধে ছেড়ে দিন।
4. রান্না করা:
বলগুলো দুধে ফুটতে শুরু করলে ঢাকনা দিয়ে ঢেকে দিন এবং অল্প আঁচে ১৫-২০ মিনিট রান্না করুন।
5. মিষ্টি তৈরি:
একটি আলাদা পাত্রে ১/২ কাপ গুঁড়া দুধ, চিনি এবং সামান্য পানি দিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন।
6. পরিবেশন:
রান্না করা রসমালাইগুলো ঘন দুধের মিশ্রণে ভিজিয়ে দিন। ঠান্ডা হলে পরিবেশন করুন।
কিছু টিপস
ডো তৈরির সময় বেশি পানি দেবেন না।
দুধ জ্বাল দেওয়ার সময় আঁচ কমিয়ে দিন, যাতে দুধ পুড়ে না যায়।

💁🏻‍♀️💁🏻‍♀️কিছু টিপস জেনে রাখুন যা আপনার রান্নার কাজে আসবে। 🍁🍁
09/08/2025

💁🏻‍♀️💁🏻‍♀️কিছু টিপস জেনে রাখুন যা আপনার রান্নার কাজে আসবে। 🍁🍁

মুরগির রোস্ট রেসিপিউপকরণ:মুরগি – ১টি (১.৫ কেজি, ৪ টুকরা করে কাটা)পেঁয়াজ – ৩টি (কুচি করা)রসুন বাটা – ১ টেবিল চামচআদা বাট...
11/07/2025

মুরগির রোস্ট রেসিপি

উপকরণ:
মুরগি – ১টি (১.৫ কেজি, ৪ টুকরা করে কাটা)
পেঁয়াজ – ৩টি (কুচি করা)
রসুন বাটা – ১ টেবিল চামচ
আদা বাটা – ১ টেবিল চামচ
দই – ১/২ কাপ
টক দই – ২ টেবিল চামচ
লবণ – স্বাদমতো
চিনি – ১ চা চামচ
লাল মরিচ গুঁড়া – ১ চা চামচ
গরম মসলা গুঁড়া – ১/২ চা চামচ
জিরা গুঁড়া – ১/২ চা চামচ
দারুচিনি, এলাচ, লবঙ্গ – ২/৩টি করে
তেজপাতা – ২টি
ঘি/তেল – ১/২ কাপ
কেওড়া জল – ১ চা চামচ (ঐচ্ছিক)
পেয়াজ বেরেস্তা – ১/২ কাপ

🍳 প্রণালী:
মেরিনেট করা:
মুরগির টুকরাগুলো ভালো করে ধুয়ে নিন। এরপর এতে দই, আদা-রসুন বাটা, লবণ, লাল মরিচ গুঁড়া, গরম মসলা ও জিরা গুঁড়া দিয়ে মেখে ১-২ ঘণ্টা মেরিনেট করে রাখুন।
রোস্ট তৈরি:
একটি বড় হাঁড়িতে ঘি/তেল গরম করে দারুচিনি, এলাচ, লবঙ্গ ও তেজপাতা দিয়ে দিন। সুগন্ধ এলে কুচানো পেঁয়াজ দিন এবং হালকা বাদামি করে ভাজুন।
মুরগি রান্না:
এরপর মেরিনেট করা মুরগি দিয়ে দিন। মাঝারি আঁচে ভালোভাবে নেড়ে নিন। ঢেকে দিন এবং মাঝে মাঝে নেড়ে দিন যাতে লেগে না যায়।
রোস্টের ঘনতা:
মুরগি নরম হয়ে গেলে টক দই, চিনি ও কিছু বেরেস্তা দিন। আরো কিছুক্ষণ রান্না করে ঘন গ্রেভি করে ফেলুন।
শেষে:
নামানোর আগে কেওড়া জল ও বাকি বেরেস্তা ছিটিয়ে দিন। ঢেকে কিছুক্ষণ দমে রাখুন।
পোলাও, পরোটা, নান অথবা খিচুড়ির সাথে পরিবেশন করুন।
🍁🍁

🪷🍁থাকছে মজাদার ও সুস্বাদু ৬ টি চাউমিন এর রেসিপি--📌📌📌📌📌📌--------🔸🔸ডিম চাউমিন🔸🔸🌼ডিম চাউমিন একটি জনপ্রিয় ও সহজ চাইনিজ ডিশ,...
10/07/2025

🪷🍁থাকছে মজাদার ও সুস্বাদু ৬ টি চাউমিন এর রেসিপি--📌📌📌📌📌📌
--------

🔸🔸ডিম চাউমিন🔸🔸

🌼ডিম চাউমিন একটি জনপ্রিয় ও সহজ চাইনিজ ডিশ, যা ঝটপট তৈরি করা যায়। এটি বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। সহজলভ্য উপকরণ দিয়ে আপনি ঘরেই তৈরি করতে পারবেন এই সুস্বাদু খাবার।

✍️উপকরণঃ
-------------
▪️নুডলস – ২৫০ গ্রাম
▪️ডিম – ২টি
▪️গাজর – ১টি (পাতলা লম্বা কাটা)
▪️ক্যাপসিকাম – ১টি (সবুজ, পাতলা লম্বা কাটা)
▪️বাঁধাকপি – ১ কাপ (পাতলা কাটা)
▪️পেঁয়াজ – ১টি (পাতলা কাটা)
▪️আদা-রসুন বাটা – ১ চা চামচ
▪️সয়া সস – ২ টেবিল চামচ
▪️চিলি সস – ১ টেবিল চামচ
▪️টমেটো সস – ১ টেবিল চামচ
▪️গোলমরিচ গুঁড়ো – ১ চা চামচ
▪️তেল – ৩ টেবিল চামচ
▪️লবণ – স্বাদ অনুযায়ী

🧑‍🍳প্রস্তুত প্রণালীঃ
---------------
✅নুডলস সেদ্ধ করুন:
▪️বড় পাত্রে পানি ফুটিয়ে তাতে নুডলস সেদ্ধ করুন। নরম হয়ে গেলে ঠান্ডা পানিতে ধুয়ে ছেঁকে রাখুন।

✅ডিম রান্না করুন:
▪️একটি প্যানে ১ টেবিল চামচ তেল গরম করুন। তাতে ডিম ফাটিয়ে দিন এবং লবণ দিয়ে স্ক্র্যাম্বল করুন। ডিম নামিয়ে রেখে দিন।

✅সবজি ভাজুন:
▪️একই প্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম এবং বাঁধাকপি ভাজুন। সবজি হালকা নরম হলে আদা-রসুন বাটা যোগ করুন।

✅মশলার মিশ্রণ:
▪️সয়া সস, চিলি সস, টমেটো সস এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেশান।

✅নুডলস ও ডিম মেশান:
▪️সেদ্ধ করা নুডলস এবং স্ক্র্যাম্বলড ডিম সবজির সাথে মেশান। কয়েক মিনিট ধরে নাড়ুন, যাতে সবকিছু ভালোভাবে মিশে যায়।

👉পরিবেশন করুন:
-----------------
▪️গরম গরম পরিবেশন করুন। উপরে কিছু ধনেপাতা কুচি ছিটিয়ে পরিবেশন করতে পারেন।

👉টিপস:
---------
▪️নুডলস সেদ্ধ করার সময় পানিতে এক চা চামচ তেল যোগ করুন, যাতে নুডলস লেগে না যায়।
▪️ঝাল স্বাদ চাইলে কিছু চিলি ফ্লেক্স যোগ করতে পারেন।
-------------------------------------------

🔸🔸স্পাইসি চাউমিন🔸🔸

🌼চাউমিনকে একটু ঝাল-মশলা দিয়ে ভারতীয় স্টাইলে তৈরি করা হলে এর স্বাদ হয় অতুলনীয়। এটি একটি সহজ এবং দ্রুত তৈরি করা যায় এমন রেসিপি, যা ঘরে বানিয়ে আপনিও চমকে দিতে পারেন প্রিয়জনদের।

✍️উপকরণঃ
-------------
▪️নুডলস – ২৫০ গ্রাম
▪️চিকেন/মটন/চিংড়ি (ঐচ্ছিক) – ২০০ গ্রাম (ছোট ▪️টুকরো করে কাটা)
▪️পেঁয়াজ – ১টি (পাতলা করে কাটা)
▪️গাজর – ১টি (পাতলা লম্বা কাটা)
▪️ক্যাপসিকাম – ১টি (লাল ও সবুজ)
▪️বাঁধ

05/07/2025
১ কেজি চাল দিয়ে জরদা পোলাও রান্নার উপকরণ লিস্ট আকারে দেওয়া হলো:✅ জরদা পোলাও রান্নার উপকরণ (১ কেজি চালের জন্য) 1. বাসমতি ...
18/06/2025

১ কেজি চাল দিয়ে জরদা পোলাও রান্নার উপকরণ লিস্ট আকারে দেওয়া হলো:

✅ জরদা পোলাও রান্নার উপকরণ (১ কেজি চালের জন্য)
1. বাসমতি / পোলাও চাল – ১ কেজি
2. চিনি – ১ কেজি
3. পানি – ১.৫ লিটার
4. ঘি – ২০০ গ্রাম
5. দুধ – ১ কাপ (ঐচ্ছিক)
6. দারচিনি – ২–৩ টুকরা
7. এলাচ – ৪–৫টা
8. লবঙ্গ – ৪–৫টা
9. তেজপাতা – ২টি
10. ফুড কালার / কেশর – সামান্য
11. কিসমিস – ৫০ গ্রাম
12. কাজু বাদাম – ৫০ গ্রাম
13. পেস্তা বাদাম – ২৫ গ্রাম (ঐচ্ছিক)
14. গোলাপ জল / কেওড়া জল – ১ টেবিল চামচ (ঐচ্ছিক)
15. এক চিমটি লবণ (স্বাদ ভারসাম্য রাখতে)
16. মোরব্বা, কিসমিস, বেবি সুইট , ডালিম

🥘 জরদা পোলাও রান্নার পদ্ধতি (১ কেজি চাল)

🔹 প্রস্তুতির ধাপ:
1. চাল ধোয়া ও ভিজানো:
চাল ভালোভাবে ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন, তারপর পানি ঝরিয়ে রাখুন।
2. ফুটানো পানি তৈরি:
পাত্রে ১.৫ লিটার পানি দিন। এতে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ও এক চিমটি লবণ দিন। পানি ফুটে উঠলে চাল দিন।
3. চাল সেদ্ধ:
চাল ৮০% সেদ্ধ হলে ছেকে পানি ফেলে দিন। চাল বেশি সেদ্ধ হলে ঝরঝরে থাকবে না।



🔹 মিষ্টি ঘন মিশ্রণ তৈরি:
4. চিনি মেশানো:
অন্য একটি পাত্রে দুধ ও চিনি একসাথে দিয়ে চুলায় দিন। ফুড কালার বা কেশর দিন। মিশ্রণ একটু ঘন হলে নামিয়ে রাখুন।



🔹 চাল ও চিনি একসাথে রান্না:
5. ঘি ও বাদাম ভাজা:
বড় হাঁড়িতে ঘি গরম করে তাতে বাদাম ও কিসমিস হালকা ভেজে তুলে রাখুন।
6. চাল বসানো:
সেই ঘিতে সেদ্ধ চাল দিয়ে হালকা নেড়ে দিন। এবার তার উপর চিনি-দুধের মিশ্রণ ঢেলে দিন।
7. দম দেওয়া:
ঢেকে খুব অল্প আঁচে (চুলার নিচে তাওয়া রাখলে ভালো হয়) ১৫–২০ মিনিট দমে রাখুন। চাইলে গোলাপ জল বা কেওড়া জল ছিটিয়ে দিন।



🔹 পরিবেশন:
8. পোলাও ভালোভাবে মেশানো হলে গরম গরম পরিবেশন করুন। উপরে ভাজা বাদাম-কিসমিস মোরব্বা, বেবি সুইট , ডালিম, আনারস কুচি দিয়ে পরিবেশন করুন।



✅ টিপস:
• চিনি একটু কমিয়ে নিলে অতিরিক্ত মিষ্টি হবে না।
• দুধ ব্যবহার করলে স্বাদ আরও মোলায়েম হয়।
• কেশর না থাকলে ফুড কালারেই যথেষ্ট।

হুম 🍁🍁
18/06/2025

হুম 🍁🍁

🎇🥚ভাইরাল ডিম রেসিপি:🥚🥚উপকরণ:সিদ্ধ ডিম – ৮টিশসা (কুচি বা গ্রেট করা) – ১/২ কাপভাজা শুকনো মরিচ – ৫টিপেঁয়াজ (মিহি কুচি) – ২...
11/04/2025

🎇🥚ভাইরাল ডিম রেসিপি:🥚

🥚উপকরণ:

সিদ্ধ ডিম – ৮টি

শসা (কুচি বা গ্রেট করা) – ১/২ কাপ

ভাজা শুকনো মরিচ – ৫টি

পেঁয়াজ (মিহি কুচি) – ২ টেবিল চামচ

লবণ – স্বাদমতো

বিট লবণ – ১/৪ চা চামচ

ধনিয়াপাতা (কুচি) – ১/৪ কাপ

কাসুন্দি – ১ টেবিল চামচ

তেঁতুলের সস – ২ টেবিল চামচ

টমেটো সস – ২ টেবিল চামচ

লেবুর রস – ১ টেবিল চামচ

🥚প্রস্তুত প্রণালী:
১. প্রথমে সিদ্ধ ডিমগুলো আলাদা করে রাখুন।
২. এরপর বাকি সব উপকরণ একসাথে একটি পাত্রে ভালোভাবে মেখে নিন।
৩. ডিমগুলোর মাঝ বরাবর লম্বালম্বি করে কেটে নিন (পুরো না কেটে অল্প ফাঁক করে)।
4. প্রতিটি ডিমের কাটা অংশে মেখে রাখা মসলা ভরে দিন।
৫. চাইলে উপরে আরও একটু তেঁতুলের চাটনি ছিটিয়ে পরিবেশন করতে পারেন।

🥚নোট:
মসলার পরিমাণ আপনার রুচি অনুযায়ী কম-বেশি করতে পারেন।

চিকেন কোরমা রেসিপিউপকরণ:মুরগি – ১ কেজিপেঁয়াজ – ২ কাপ (ভাজা ও বাটা)টক দই – ১/২ কাপআদা-রসুন বাটা – ১ টেবিল চামচ করেকাজু ব...
29/03/2025

চিকেন কোরমা রেসিপি

উপকরণ:

মুরগি – ১ কেজি
পেঁয়াজ – ২ কাপ (ভাজা ও বাটা)
টক দই – ১/২ কাপ
আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ করে
কাজু বাটা – ২ টেবিল চামচ
দুধ – ১/২ কাপ
গরম মসলা – ১ চা চামচ
জিরা ও ধনে গুঁড়া – ১ চা চামচ করে
কাঁচা মরিচ – ৪-৫টি
ঘি – ২ টেবিল চামচ
তেল – ১/২ কাপ
লবণ– পরিমাণ মতো

প্রস্তুত প্রণালী:

১/ পেঁয়াজ ভেজে কিছুটা তুলে রেখে বাকি বেটে নিন।
মুরগি মেরিনেট করুন দই, আদা-রসুন বাটা, লবণ ও কাশ্মিরি মরিচ গুঁড়া সবগুলো উপকরণ একসাথে মিক্স করে রেস্টে রাখবো ৩০ মিনিট।

২ / কড়াইতে ঘি-তেল গরম করে গরম মসলা দিন, মুরগি দিয়ে কষান।

৩/ কাজু,ধনে-জিরা গুঁড়া ও পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিন।

৪/ দুধ দিয়ে ঢেকে দিন, সেদ্ধ হলে কাঁচা মরিচ দিন

৫/ ভাজা পেঁয়াজ ছিটিয়ে ৫ মিনিট দমে রাখুন।

গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে!

🌹🌹🌹

চিকেন টিকিয়া কাবাব রেসিপি 🌺উপকরণ:হাড় ছাড়া মুরগির বুকের মাংস -২কাপ।বুটের ডাল-১কাপ।আদা বাটা-১চা চামুচ। রসুন বাটা-১চা চামুচ...
27/03/2025

চিকেন টিকিয়া কাবাব রেসিপি

🌺উপকরণ:

হাড় ছাড়া মুরগির বুকের মাংস -২কাপ।
বুটের ডাল-১কাপ।
আদা বাটা-১চা চামুচ।
রসুন বাটা-১চা চামুচ।
হলুদ গুড়া-হাফ চা চামুচ।
মরিচ গুঁড়া -১চা চামুচ।
লবন-স্বাদ মতো।
গরম মসলার গুড়া -১চা চামুচ।
ভাজা জিরার গুড়া -১চা চামুচ।
তেল-২/৩টে চামুচ।
পানি-১/দেড় কাপ/ডাল মাংস সেদ্ধ হতে যতটুকু লাগে।

🌺প্রস্তুত প্রণালী:

সব উপকরণ একসাথে মিশিয়ে মাখিয়ে সেদ্ধ করে নিতে হবে।
সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে অথবা পাটায় বেটে নিতে হবে। এবার ব্লেন্ড করা মাংসের মিশ্রনের সাথে দিতে হবে-

পেঁয়াজ বেরেস্তা -হাফ কাপ।
লেবুর রস-১পিস লেবুর।
ডিম-১টা।
কাঁচা মরিচ কুচি -২টে চামুচ।
ধনেপাতা কুচি -২টে চামুচ।
কাবাব মসলা-১টে চামুচ।
ব্রেড ক্রামস-২টে চামুচ।

সব একসাথে করে ভালো ভাবে মাখিয়ে নিতে হবে।
মাখিয়ে নেয়ার পর যদি মনে হয় মিশ্রন টি বেশি শক্ত হয়ে গেছে তাহলে আর ও একটি ডিম দিয়ে মাখিয়ে নিতে হবে। আর যদি মনে হয় মিশ্রন টি নরম হয়ে গেছে তাহলে আরেকটু ব্রেড ক্রাম্ব দিয়ে মাখিয়ে নিতে হবে।
মাখানো মাংসের মিশ্রন থেকে পরিমাণ মতো মিশ্রন হাতে নিয়ে কাবাবের সেপে সবগুলো কাবাব বানিয়ে নিতে হবে। সবগুলো বানানো হয়ে গেলে গরম তেলে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে-চিকেন টিকিয়া কাবাব।

🌺কাবাব ভাজতে হবে গরম তেলে। অল্প গরম তেলে কাবাব দিলে ভেঙে যাওয়ার ভয় থাকে।

🛑 চিকেন বটি কাবাব, নান রুটি ও রাইতা রেসিপি১. চিকেন বটি কাবাব রেসিপিউপকরণ:মুরগির মাংস – ৫০০ গ্রাম (বোনলেস, বড় টুকরা)দই – ...
26/03/2025

🛑 চিকেন বটি কাবাব, নান রুটি ও রাইতা রেসিপি

১. চিকেন বটি কাবাব রেসিপি

উপকরণ:

মুরগির মাংস – ৫০০ গ্রাম (বোনলেস, বড় টুকরা)

দই – ৩ টেবিল চামচ

লেবুর রস – ১ টেবিল চামচ

আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ

মরিচ গুঁড়া – ১ চা চামচ

গরম মসলা গুঁড়া – ১/২ চা চামচ

জিরা গুঁড়া – ১/২ চা চামচ

ধনে গুঁড়া – ১ চা চামচ

হলুদ গুঁড়া – ১/২ চা চামচ

গলানো মাখন বা ঘি – ২ টেবিল চামচ

লবণ – স্বাদ অনুযায়ী

কাঁচা মরিচ ও ধনেপাতা কুচি – সাজানোর জন্য

প্রস্তুত প্রণালী:

1. মুরগির টুকরাগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

2. একটি পাত্রে দই, লেবুর রস, আদা-রসুন বাটা, সব গুঁড়া মসলা, লবণ এবং ১ টেবিল চামচ ঘি দিয়ে মিশিয়ে মেরিনেড তৈরি করুন।

3. মুরগির টুকরাগুলো মেরিনেডের সাথে ভালোভাবে মিশিয়ে ২-৩ ঘণ্টা বা সারারাত ফ্রিজে রেখে দিন।

4. কাঠি (স্কিউয়ার) বা গ্রিল স্টিকের মধ্যে মুরগির টুকরাগুলো গেঁথে নিন।

5. ওভেন, চারকোল গ্রিল বা ফ্রাইপ্যানে মাঝারি আঁচে ঘি/তেল দিয়ে সোনালি করে গ্রিল করুন।

6. গরম গরম পরিবেশন করুন ধনেপাতা ও কাঁচা মরিচ কুচি দিয়ে সাজিয়ে।

---

🌺 ২. নান রুটি রেসিপি

উপকরণ:

ময়দা – ২ কাপ

ইস্ট – ১ চা চামচ

গরম দুধ – ১/২ কাপ

চিনি – ১ চা চামচ

লবণ – ১/২ চা চামচ

তেল/মাখন – ২ টেবিল চামচ

দই – ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী:

1. গরম দুধের মধ্যে চিনি ও ইস্ট দিয়ে ১০ মিনিট রাখুন, যেন ইস্ট ফেনা ওঠে।

2. একটি বড় বাটিতে ময়দা, লবণ, দই ও তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

3. ইস্ট মিশ্রণ দিয়ে ভালোভাবে ময়দা মেখে নরম ডো তৈরি করুন।

4. ঢেকে ১ ঘণ্টা রেখে দিন, যেন ডো ফুলে ওঠে।

5. ডো থেকে ছোট ছোট বল তৈরি করে লেচি বানিয়ে ওভাল বা গোল আকৃতির নান তৈরি করুন।

6. রুটি গরম তাওয়ায় সেঁকে নিন অথবা ওভেনে ২০০°C তাপমাত্রায় ১০-১২ মিনিট বেক করুন।

7. উপরে মাখন ব্রাশ করে পরিবেশন করুন।

---

🌺 ৩. রাইতা রেসিপি

উপকরণ:

টক দই – ১ কাপ

শসা কুচি – ১/২ কাপ

গাজর কুচি – ১/৪ কাপ (ঐচ্ছিক)

কাঁচা মরিচ কুচি – ১ টি

ভাজা জিরা গুঁড়া – ১/২ চা চামচ

লবণ – স্বাদ অনুযায়ী

ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী:

1. টক দই ভালোভাবে ফেটিয়ে নিন।

2. শসা, গাজর, কাঁচা মরিচ, লবণ, ও ভাজা জিরা গুঁড়া দিয়ে মিশিয়ে নিন।

3. পরিবেশন করার আগে ধনেপাতা ছড়িয়ে দিন।

গরম গরম চিকেন বটি কাবাব, নান রুটি ও রাইতা পরিবেশন করুন আর উপভোগ করুন!

সুজি তো সবার ঘরেই থাকে। সুজি দিয়ে মজার মজার কয়েকটি পিঠার রেসিপি শেয়ার করছি--📌📌📌🔸🔸সুজির গোলগুল্লা🔸🔸✍️উপকরণঃ▪️সুজি ২ কাপ ▪...
18/03/2025

সুজি তো সবার ঘরেই থাকে। সুজি দিয়ে মজার মজার কয়েকটি পিঠার রেসিপি শেয়ার করছি--📌📌📌

🔸🔸সুজির গোলগুল্লা🔸🔸

✍️উপকরণঃ
▪️সুজি ২ কাপ
▪️ডিম - ২ টা
▪️বেকিং পাউডার -আধা চা চামচ
▪️চিনি- আধা কাপ
▪️এলাচ গুড়া ১/২ চা চামচ
▪️লবণ সামান্য
▪️তেল- ভাজার জন্য

👉প্রস্তুত প্রণালিঃ
▪️একটি পাত্রে সুজি, ডিম, চিনি, এলাচ গুড়া, বেকিং পাউডার ও লবণ নিয়ে মিশিয়ে ডো তৈরি করে নিন।১০ মিনিট ঢেকে রেস্টে রাখুন।

▪️চুলায় প্যান বসিয়ে তেল গরম করে গোল চামচ দিয়ে ডো থেকে সমান পরিমান করে যতটা সম্ভব গোলা শেইপ করে তেলে ছাড়ুন। অল্প আঁচে সময় নিয়ে হালকা সোনালী করে ভেজে নিন। খেয়াল রাখতে হবে, যেন পিঠা বেশি ভাজা না হয়। বেশি ভাজলে গোল্লা শক্ত হয়ে যাবে।
▪️সুজির গোলগোল্লা এভাবেও খাওয়া যায় ,আবার চাইলে চিনির পাতলা সিরায় দিয়েও খাওয়া যায়।

-----//------------//------------//---------

🔸🔸সুজির বিস্কুট পিঠা🔸🔸

✍️উপকরণঃ
▪️সুজি- ১ কাপ
▪️গুঁড়া দুধ- ৪ টেবিল চামচ
▪️চিনি- ১/২ কাপ
▪️লবণ- স্বাদ মত
▪️ঘি- ১ চা চামচ
▪️তেল- ভাজার জন্য

👉প্রস্তুত প্রণালীঃ
▪️একটি পরিষ্কার পাত্রে ডিম, চিনি, লবণ ও ঘি নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর তাতে সুজি ও গুঁড়া দুধ মিশিয়ে ভালোভাবে মেখে নিন। ডিমের গন্ধ দূর করার জন্য ভ্যানিলা এসেন্স বা এলাচের গুঁড়া মেশাতে পারেন। ডো তৈরি করা হয়ে গেলে মিনিট পাঁচেকের জন্য এভাবে রেখে দিন।

▪️তৈরি করা ডো থেকে অল্প করে নিয়ে হাতের তালুতে চেপে চেপে পছন্দমতো শেপ দিয়ে তৈরি করে নিন। এভাবে সবগুলো তৈরি করে নিন। এরপর চুলায় কড়াই বসিয়ে তাতে পরিমাণমতো তেল দিন। তেল গরম হলে তাতে পিঠাগুলো ছেড়ে দিন। আঁচ কমিয়ে সময় নিয়ে ভাজুন। বাদামী রং হয়ে এলে নামিয়ে পরিবেশন করেন। এটি স্বাভাবিক তাপমাত্রায় দুইদিন পর্যন্ত ভালো থাকে।

-------//-----------//----------//----------

🔸🔸সুজির রসভরি🔸🔸

✍️উপকরণঃ
▪️সুজি ২ কাপ
▪️ডিম - ২টি
▪️বেকিং পাউডার -আধা চা চামচ,
▪️চিনি- এক কাপ,
▪️দুধ- ২ লিটার,
▪️পেস্তা, কাঠবাদাম ও কাজু বাদাম পেস্ট ২ টে চামচ
▪️তেল- ভাজার জন্য

👉প্রস্তুত প্রণালিঃ

👉সুজির গোল্লার জন্য-
▪️একটি পাত্রে সুজি, ডিম, দুই টেবিল চামচ চিনি, বেকিং পাউডার নিয়ে মিশিয়ে ডো তৈরি করে নিন।

▪️চুলায় প্যান বসিয়ে তেল গরম করে গোল চামচ দিয়ে ডো থেকে সমান পরিমান করে যতটা সম্ভব গোলা শেইপ করে তেলে ছাড়ুন। হালকা করে ভেজে তুলে ফেলতে হবে।

Address

Kushtia Sador
Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonali's Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share