16/06/2025
🔍 গীতা আগুনে পুড়ল না কেন? 🔥
অনেকেই ভাবেন এটা অলৌকিক ঘটনা, কিন্তু আসুন একে বিজ্ঞানসম্মতভাবে দেখি! 🧪📚
🔥 আগুন জ্বলার জন্য লাগে তিনটি উপাদান:
1️⃣ জ্বালানি
2️⃣ অক্সিজেন
3️⃣ উপযুক্ত তাপমাত্রা
👉 যদি এই তিনটির যেকোনো একটি না থাকে, তাহলে আগুন জ্বলে না বা কিছু পুড়ে না।
📘 যেমন – যদি কোনো মোটা বইয়ের পাতাগুলো খুব চেপে থাকে এবং ভেতরে বাতাস (অক্সিজেন) না ঢোকে, তাহলে পুরো বইটি পুড়ে না।
🔬 বিজ্ঞান এই ব্যাখাটিই দেয় কেন অনেক সময় গীতা বা অন্য কোনো ধর্মগ্রন্থ আগুনে সম্পূর্ণ পুড়ে না।
🌟 গীতা পুড়লেও তার মাহাত্ম্য অক্ষুণ্ণ থাকে, আবার না পুড়লেও তা বাড়ে না।
🙏 তাই আসুন, অলৌকিক না ভেবে বাস্তবকে বুঝি।
🔥📘✨