Kushtia Satsang Bangladesh

Kushtia Satsang Bangladesh ⚜️মানুষ আপন টাকা পর ⚜️
⚜️যত পারিস মানুষ ধর⚜️

16/06/2025

🔍 গীতা আগুনে পুড়ল না কেন? 🔥

অনেকেই ভাবেন এটা অলৌকিক ঘটনা, কিন্তু আসুন একে বিজ্ঞানসম্মতভাবে দেখি! 🧪📚

🔥 আগুন জ্বলার জন্য লাগে তিনটি উপাদান:
1️⃣ জ্বালানি
2️⃣ অক্সিজেন
3️⃣ উপযুক্ত তাপমাত্রা

👉 যদি এই তিনটির যেকোনো একটি না থাকে, তাহলে আগুন জ্বলে না বা কিছু পুড়ে না।

📘 যেমন – যদি কোনো মোটা বইয়ের পাতাগুলো খুব চেপে থাকে এবং ভেতরে বাতাস (অক্সিজেন) না ঢোকে, তাহলে পুরো বইটি পুড়ে না।

🔬 বিজ্ঞান এই ব্যাখাটিই দেয় কেন অনেক সময় গীতা বা অন্য কোনো ধর্মগ্রন্থ আগুনে সম্পূর্ণ পুড়ে না।

🌟 গীতা পুড়লেও তার মাহাত্ম্য অক্ষুণ্ণ থাকে, আবার না পুড়লেও তা বাড়ে না।

🙏 তাই আসুন, অলৌকিক না ভেবে বাস্তবকে বুঝি।

🔥📘✨

16/06/2025

🌿 থানকুনি পাতা — প্রকৃতির উপহার 🌿
🕉️ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের শিখিয়েছেন —
“প্রকৃতির পথে চললেই শরীর-মন থাকবে সুস্থ ও নির্মল।”

🍃 থানকুনি পাতার অসাধারণ উপকারিতা:
✅ জ্বর কমায়
✅ গ্যাস্ট্রিক দূর করে
✅ পেটের পীড়া ভালো করে
✅ হজমশক্তি বৃদ্ধি করে
✅ ক্ষত ও কাশি উপশম করে
✅ আমাশয় ভালো করে
✅ লিভারের সমস্যা দূর করে
✅ রক্তদূষণ প্রতিরোধে কার্যকরী

🌱 আসুন আমরা ঠাকুরের নির্দেশ মতো প্রাকৃতিক খাদ্য ও ভেষজের দিকে ফিরে যাই 💚

📌 নিয়মিত খান থানকুনি পাতা – সুস্থ থাকুন, নির্মল থাকুন ✨

#থাকুরবলেছেন #থানকুনি #ভেষজউপকারিতা #সত্যানুশীলন

14/06/2025

শ্রীমদ্ভাগবত গীতা কেন আগুনে পোড়ে না।

10/06/2025

জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে।

07/06/2025

শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ পরমতীর্থ হিমাইতপুর ধাম পাবনা।। (কেন্দ্রীয় আশ্রম)

02/06/2025

🌸 আজকের প্রার্থনা 🙏
আজ শুক্রবার।
দিনটি কাটল ভক্তিময় পরিবেশে —
পাশের গ্রাম রাজীব দাদার বাড়িতে প্রার্থনা হয়েছিলো শ্রদ্ধা, ভালবাসা ও অনুগত্যে পূর্ণ হয়ে 💖

শ্রীশ্রী ঠাকুরের নামগান, বচন পাঠ ও পরস্পরের সৎ সঙ্গ —
সত্যিই আজকের দিনটি হয়ে থাকল আশীর্বাদময়! 🌼

🔆 জয়গুরু 🔆
🔱 শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জয় 🔱

#সৎসঙ্গ #জয়গুরু #ঠাকুরঅনুকূলচন্দ্র #সত্যানুসন্ধান #প্রার্থনা #সৎসঙ্গজীবন #ভক্তিভাবনা #জয়শ্রীশ্রীঠাকুর #শুদ্ধপথ #শান্তিরসন্ধানে 🙏✨

31/05/2025

শ্রীশ্রী ঠাকুর ও সৎসঙ্গকে নিয়ে অপপ্রচার কবে বন্ধ হবে?

কেউ বলতে পারবেন?

28/05/2025

জয় গুরু।

28/05/2025

🌸 হিমাইতপুর আশ্রম - শান্তি, সাধনা ও স্বপ্নের ঠিকানা 🌸

“সৎ হতে শেখো, সত্যে স্থিত হও, দায়িত্ব নাও—এটাই জীবন।” – শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র

শান্ত নিরিবিলি পরিবেশে, হৃদয়ের গভীরে যে আশ্রয় খোঁজি—তারই বাস্তব রূপ হিমাইপুর আশ্রম। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ, প্রেম, ও প্রেরণার আলয় এই পবিত্র স্থান। এখানে এসে অন্তরজগৎ যেমন আলোকিত হয়, তেমনি জীবনের পথে মেলে সঠিক দিকনির্দেশনা।

🙏 প্রতিদিন শত শত ভক্তের আগমন ঘটে এখানে—কে একজন সত্যিকারের মানুষ হতে চায়, কে চায় জীবনের গভীর উপলব্ধি!

📍 অবস্থান: হিমাইতপুর, পাবনা।
🕊️ আসুন, ঠাকুরের সান্নিধ্যে নিজেকে আবিষ্কার করুন।
💬 আপনি কখন গিয়েছেন হিমাইপুর? আপনার অনুভব শেয়ার করুন কমেন্টে।

#শ্রীশ্রীঠাকুর #হিমাইপুরআশ্রম #ঠাকুরঅনুকূলচন্দ্র #সৎসঙ্গ #আত্মউন্নয়ন #ভক্তিরপথ fans

"তোমায় ভালবাসি বলে,                    কত লোকে কত বলেবলে বলুক কি যায় আসে,                   তোমাায় ছাড়া দিন কি চলে"(য...
26/05/2025

"তোমায় ভালবাসি বলে,
কত লোকে কত বলে
বলে বলুক কি যায় আসে,
তোমাায় ছাড়া দিন কি চলে"

(যত বাধাই আসুক,,,,face করার শক্তি দিও,, দয়াল)

Address

Kushtia

Telephone

+8801405304691

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kushtia Satsang Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share