Kushtia Satsang Bangladesh

Kushtia Satsang Bangladesh ⚜️মানুষ আপন টাকা পর ⚜️
⚜️যত পারিস মানুষ ধর⚜️

21/10/2025

🌸🙏 আলোচনায়: নীলিমা বাকুলী 🙏🌸

এক দাদা তার প্রিয় কন্যার 💍✨ বিয়ের আশীর্বাদের জন্য নিবেদন করলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র-কে।
ঠাকুরের কৃপায় জীবনের প্রতিটি পর্ব হোক শুভ, মঙ্গলময় ও প্রেমে পরিপূর্ণ 💖🌿

🌼 ঠাকুরের আশীর্বাদই জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। 🌼

🙏
💫
🎀
💐
💞
💖
💍
🌸

18/10/2025

সে হচ্ছে শ্রেষ্ঠ যাজক,
যে কথা না বলেও অন্যকে উদবুদ্ধ করতে পারে। 💫
তার উপস্থিতিই অনুপ্রেরণা,
তার নীরবতাই বার্তা। 💖

🌺

17/10/2025

✨ শ্রী শ্রী ঠাকুর যে অন্তরযামি 💫 জানুন আজকের আলোচনায়

তিনি জানতেন আমাদের মনের কথা, অনুভব করতেন আমাদের ভাবনা ❤️
ঠাকুর অনুকূলচন্দ্র শুধু একজন মহাপুরুষ নন — তিনি ছিলেন অন্তরযামী, যিনি হৃদয়ের গভীর সত্য জানতেন।

আজকের আলোচনায় শুনুন সেই অলৌকিক দৃষ্টির কথা, যিনি প্রতিটি ভক্তের মনে অনুপ্রেরণা জাগান 🌸

🙏 “যিনি অন্তরে আছেন, তিনিই বাহিরে প্রকাশিত।” — শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র

🎥 দেখুন সম্পূর্ণ ভিডিওটি YouTube-এ 👉 Kiron English Academy / Kushtia Satsang Bangladesh

💬 আপনার অনুভূতি কমেন্টে জানাতে ভুলবেন না 🌿

🔖 Hashtags:
#শ্রীশ্রীঠাকুরঅনুকূলচন্দ্র #অন্তরযামি 💫

🌼 Suggested Caption (Short version for Instagram reels or story):
“তিনি জানতেন হৃদয়ের কথা 💖
শ্রী শ্রী ঠাকুর — সত্যিই অন্তরযামী ✨”

17/10/2025

আপলোড দিতে একটু দেরি হয়ে গেলো। জয় গুরু

15/10/2025

🙏 নামি পুরুষ নাম দিতে এসেছেন —
✨ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ✨

তাঁর আগমন শুধু নাম নয়, এনেছিলো নতুন জীবনের দিশা, আত্মজাগরণের পথ এবং প্রেমময় মানবতার আহ্বান 💫

💖 তাঁর দান করা নাম মানে —
একটি পবিত্র স্পন্দন,
একটি জীবন্ত সম্পর্ক,
একটি চিরন্তন অনুপ্রেরণা 🌿

🌺

15/10/2025

✨ ও কী আনন্দ পরমানন্দ ✨
💫 পুরুষোত্তম লীলা অভিনব 💫

জগৎ যেন থেমে যায় তাঁর প্রেমসুধায়...
যে লীলা দেখে প্রাণ পায়, সেই পুরুষোত্তমের গৌরব অনন্ত! 🙏💖

🕉️ জয় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 🌸

14/10/2025

আমরা শুধু চেয়েই যাই…
কিন্তু কী চাইতে হয় — তা জানা নেই 💭

জীবনের প্রতিটি মুহূর্তে যদি আমরা জানতাম সঠিক প্রার্থনা কেমন হওয়া উচিত,
তাহলে হয়তো দুঃখ, বিভ্রান্তি, ব্যর্থতা—সবই আলোতে মিলিয়ে যেত ✨

🌼 আলোচনায়: Preety Rupa Basu
🕉️ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ
📍 Kushtia Satsang Bangladesh

চলো, ঠাকুরের বাণীতে আত্মাকে জাগ্রত করি 🙏💫
“সৎসঙ্গে জীবনের আলোকিত পথ খুঁজে নাও…” 🌿

🌸 – ঠাকুরের বাণী 🌸🕊️ শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন —“সৎসঙ্গ যদি এমন মানুষ পরিচালনা করে, যার চরিত্রের সংহতি ফুটে ওঠে...
11/10/2025

🌸 – ঠাকুরের বাণী 🌸

🕊️ শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন —
“সৎসঙ্গ যদি এমন মানুষ পরিচালনা করে, যার চরিত্রের সংহতি ফুটে ওঠেনি,
তবে সাধারণের মধ্যে সংহতি নষ্ট হয়।
চরিত্রের মানুষ না হলে কাজ হবে না।
তাদের হতে হবে চেতনায়দেবের মত কঠোর সন্ন্যাসী।”

🌿 চরিত্র, সংহতি ও শৃঙ্খলাই সৎসঙ্গের মূলভিত্তি।
চলো, আমরা সবাই ঠাকুরের আদর্শে নিজেদের গড়ে তুলি —
মানবসেবা, সত্য আর ভক্তির পথে। 🙏

#সংঘসৎসঙ্গ #শ্রীশ্রীঠাকুর #অনুকূলচন্দ্র #ঠাকুরেরবাণী #আলোকে_ঠাকুর

স্বস্তয়নী ব্রত গ্রহন করলেন শ্রদ্ধেয় গুরুভ্রাতা Rajib Sen   শুরু হলো নতুন করে পথ চলা। পরমপিতার রাতুল চরণে দীর্ঘ আয়ু কামনা...
18/09/2025

স্বস্তয়নী ব্রত গ্রহন করলেন শ্রদ্ধেয় গুরুভ্রাতা Rajib Sen শুরু হলো নতুন করে পথ চলা। পরমপিতার রাতুল চরণে দীর্ঘ আয়ু কামনা করি। আমাদের আঞ্চলিক সৎসঙ্গে প্রথম স্বস্তয়নী ব্রতধারী ( সুব্রত সেন রাজিব)

15/09/2025

✨❤️ প্রেমময়ে রূপে দিব্য আর্বিভাবো 🙏🌸
সকল হৃদয়ে সঞ্জীবনী হয়ে উঠুক স্নেহ, প্রেম আর করুণার ধারা। 🌺🕊️

14/09/2025

fans✨🙏 নিতাই নিতাই নিতাই নিতাই গৌরাঙ্গ বলো 🙏✨

🪔 হৃদয়ে শান্তি, জীবনে আনন্দ, আর অন্তরে ভক্তি জাগাতে
বারবার জপো 👉 “নিতাই নিতাই গৌরাঙ্গ”

🌸 এই মহামন্ত্রে লুকিয়ে আছে অনন্ত প্রেম ও করুণা 🌸

Address

Kushtia

Telephone

+8801405304691

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kushtia Satsang Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share