রানা রুমার সংসার

রানা রুমার সংসার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রানা রুমার সংসার, Digital creator, Khulna, Khustia.
(5)

আমার পরিবার আমার কাছে স্বর্গরাজ্য।
হয়তো নাই দালান কোঠা কিন্তু আছে
পরিবারের সবার প্রতি সবার জন্য ভালোবাসা ও মায়া মমতা দিয়ে ঘেরা অটুট বন্ধন।
এটাই রানা রুমার সংসার।

28/11/2025

আলহামদুলিল্লাহ 🤲 সুরা ইয়াসিন থেকে মুখস্ত বলে শুনাচ্ছে ২য় শ্রেণীতে পড়া রমিম। সবার কাছে দোয়া চাই আমার সন্তানের জন্য।

13/09/2025

আলহামদুলিল্লাহ।
অনেক প্রতীক্ষার পর আমার ছোট্ট ছেলে মুরসালিন ইসলাম রমিম আজকে মাদ্রাসাতে প্রথম কোরআন শরীফ ধরলো। আলহামদুলিল্লাহ 🤲
মাদ্রাসাতে উপস্থিত গণ্যমান্য আলেম ও ওস্তাদগণ কোরআন শরীফ তুলে দেওয়ার সবক প্রদান করছে।
এ এক বিশাল আনন্দময় মুহূর্ত ও চরম পাওয়া।
আজকে ওর দাদা পৃথিবীতে থাকলে আমার চাইতে আরো অনেক বেশি খুশি হত।
সবার কাছে আমার বাবা ও সন্তানের জন্য মন থেকে দোয়া চাইছি। 🤲

18/07/2025

📣 ১৮ জুলাই সকল মোবাইল ব্যবহারকারীর জন্য পাচ্ছেন
৫ দিন মেয়াদী ১ জিবি ফ্রি ইন্টারনেট!

📞 ফ্রি ডাটা পেতে নিচের কোডে ডায়াল করুন ১৮ তারিখে:

🔹গ্রামীণফোন:*121*1807 #
🔹 রবি: *4*1807 #
🔹বাংলালিংক:*121*1807 #
🔹 টেলিটক: *111*1807 #

⚠️ শর্ত: অবশ্যই ১৮ জুলাই তারিখে ডায়াল করতে হবে।

29/05/2025

এই নিয়ম তো সবার জন্যই প্রযোজ্য। এখন পর্যন্ত পৃথিবীতে কারো জন্য কখনো বিন্দু পরিমাণ পরিবর্তন হয়নি হবেও না। তাহলে তুমি কেন মানছো না? মেনে নাও হে আমার অবুঝ মন.....

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
17/04/2025

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

17/03/2025

সুখ ও সফলতা মূলত কাকে বলে?

বাবা ছিলেন আমার শক্তি, আমার সাহস, আমার নির্ভরতার একমাত্র কেন্দ্রবিন্দু। কিন্তু কালের নির্মম পরিহাসে চলে গেলেন তিনি। আজ আ...
15/03/2025

বাবা ছিলেন আমার শক্তি, আমার সাহস, আমার নির্ভরতার একমাত্র কেন্দ্রবিন্দু। কিন্তু কালের নির্মম পরিহাসে চলে গেলেন তিনি। আজ আমার চারপাশে শুধু শূন্যতা, পরিপূর্ণ সব কিছু দিয়ে গেছেন আপনি তবুও বুকে বাসা বেঁধেছে শূন্যতার অসহ্য এক যন্ত্রণা।😢
মাঝে মাঝে মনে হয় খুব জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে যদি বুকের জমানো যন্ত্রণা একটু হালকা করতে পারতাম হয়তোবা আমার আমার বুকটা একপু হালকা হতো আর বেঁচে থাকাটা একটু সহজ হতো। কান্না করতে মন চাইলেও কাঁদতে পারিনা পরিবারের অন্যদের কথা ভেবে।😢😥😢
ছোটবেলায় বাবার বকাঝকা ছিল অসহ্য, আজ বুঝতে পারছি, প্রতিটি বকায় ছিল লুকিয়ে কতটা গভীর ভালোবাসা। বাবা চলে যাওয়ার পর বুঝতে পারছি, তার শূন্যতা কতটা ভয়ঙ্কর! 😢 বাবা তুমি চলে যাওয়ার পর আমি শিখে গেছি, জীবন কতটা অনিশ্চিত হতে পারে। 😢 বাবা শুধু শব্দ নয়, এক অনুভূতি। যাদের বাবা নেই, তারাই জানে সেই অনুভূতির অভাব কতটা বেদনাদায়ক। জীবনের সবচেয়ে কঠিন যন্ত্রণা হল বাবাকে হারানো। বাবার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত এখন আমার কাছে শুধুই স্মৃতি। ভাবলেই চোখে টলমলে জলে ঝাপসা হয়ে উঠে। 😥
😢 তোমার বলা প্রতিটা কথা, তোমার বলা প্রতিটা অছিয়ত আজও আমার মনে বেঁচে আছে, আর বেঁচে থাকবে চিরকাল ইনশাআল্লাহ।
🤲 পরম করুনাময় ও অসীম দয়ালু আল্লাহ তায়ালার কাছে দোয়া করি তিঁনি যেন আপনাকে তাঁর সবচেয়ে উত্তম নিয়ামতে পরিপূর্ণ রাখেন🤲🤲🤲আমিন।

14/03/2025

কত কথা বলা হয়নি, কত অনুভূতি প্রকাশ করা হয়নি, এখন সে সব কিছুই শুধু আক্ষেপ হয়ে থাকবে। বাবা, তোমার অভাবটা খুব মনে পড়ে তোমায় ছাড়া এই জীবনের পথ চলা বড়ই কঠিন!

বাবার নিজ হাতে পলিতে মোড়ানো পেয়ারা। পাড়তে গিয়ে খেতে গিয়ে বার বার শুধুই বাবার কথাই মনে পড়েছে। 😢😢😢😢😢😥😥😥😥পৃথিবী বড়ই এক আজ...
12/03/2025

বাবার নিজ হাতে পলিতে মোড়ানো পেয়ারা। পাড়তে গিয়ে খেতে গিয়ে বার বার শুধুই বাবার কথাই মনে পড়েছে। 😢😢😢😢😢😥😥😥😥
পৃথিবী বড়ই এক আজব জায়গা, এখানে কারো জন্য অপেক্ষা বা থমকে থাকার কোন অবকাশ নেই। না আমার জন্য, না আপনার জন্য সব কিছুই চলছে চলবে তার আপন গতিতে, কেউ থাকলো কি চলে গেল তাতে কারো কোন যায় আসে না। শুধু থমকে যায় তার একান্ত আপন মানুষের পৃথিবী। ঠিক তেমনি থমকে গেছে আমার পৃথিবী।
আমি শুধু বাবা হারাইনি, হারিয়েছি আমার একান্ত কাছের বন্ধু, আমার একমাত্র অভিভাবক, বটবৃক্ষের ছায়া, সুখ দুঃখের ভাগীদার, দুঃখের দিনের সমবেদনা, অভাবের কান্ডারী, বিপদে আপদের ঢাল, আশা ও ভরসার উৎস...ইত্যাদি... ইত্যাদি........
😢😥😢😥

08/03/2025

আজ দীর্ঘ ২০ দিন পার হয়ে গেল বাবাকে ছাড়া, অনেক চেষ্টা করছি মানিয়ে নেওয়ার কিন্তু পারছিনা। আবার মন খুলে উচ্চস্বরে চিল্লিয়ে চিল্লিয়ে হাও মাউ করে কাঁদতে চাইলেও কাঁদতে পারছি না।
ভালো থাকতে চেয়েও ভালো থাকতে পারছি না। সারাক্ষণ শুধু এটাই মনে হচ্ছে যে-----
কি যেন হারিয়ে ফেলেছি আমি😢
কি যেন নাই 😢
কে যেন চলে গেছে😥
কে যেন আসছে না 😢
কে যেন বলছে না রানা আসুক তারপর খাবো 😥
কে যেন আর বলছে না, রানা ভাত খায়ি নেও গো😢
কে যেন আর নাম ধরে আর ডাকছে না, রানা বাড়ি আই ই ছে গো গেট কি মেরে দিবো 😥
কে যেন আমার বুকের ভিতর চাপা কান্না করছে কিছুতেই তাকে বোঝাতে পারছি না😢
কে যেন পরিপূর্ণ সব কিছু রেখে গিয়েছে তবুও আমার বুকের ভেতরটা একেবারে ফাকা ও শূন্য লাগছে😢
কে যেন 😥 কি যেন😥 কেন যেন😥😥😥😥😥😥😥😥😥😥😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 এ ব্যাথা শুধু তারাই বুঝবে যাদের বাবা নেই। এক সময় আমিও বুঝতাম না। তাই সময় থাকতে থাকতেই অবশ্যই বাবা ও মায়ের সেবা যত্ন ভালোবাসা এবং ভক্তি করে নিজের মনের খায়েশ মিটিয়ে নিন। হারিয়ে গেলে কোথাও খুঁজে আর পাবেন না।😥😥😥😥😥 ভালো থাকুক পৃথিবীর সকল বাবা ও মা

18/02/2025

পৃথিবীর সবচেয়ে কাছের ও সব চাইতে আপন মানুষ আমার বাবাকে হারিয়ে এতিম হলাম আজ 😢😢😢😥😥😥
১৮ ০২ ২০২৫ ইং

Address

Khulna
Khustia
7050

Alerts

Be the first to know and let us send you an email when রানা রুমার সংসার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share