Bheramara news 24

Bheramara news 24 GET NEWS EVERYDAY ALSO GET MEDEA NEWS (bheramara kushtia)
we want give u news every day

কুষ্টিয়ায় বজ্রপাতে চারজনের মৃত্যুকুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর...
09/10/2024

কুষ্টিয়ায় বজ্রপাতে চারজনের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকেলে সাড়ে ৪ টায় বৃষ্টির মধ্যে উপজেলার হোসেনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকার কৃষক নিজামুদ্দিন, তরিকুল ইসলাম, আওলাদ হোসেন ও একই উপজেলার ফারাকপুর গ্রামের জহুরা খাতুন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বৃষ্টির মধ্যে হোসনাবাদ এলাকায় মাঠে কৃষি কাজ করছিলেন কৃষক নিজাম, আওলাদ ও তরিকুল। হঠাৎ বজ্রপাত শুরু হলে নিরাপদ আশ্রয় মনে করে বাঁশের ছাউনি দেওয়া একটি ঘরে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাত শুরু হলে তারা গুরুতর আহত হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে জহুরা খাতুন নামে এক নারী নিজ বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। বজ্রপাতে এক সঙ্গে চারজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এছাড়াও দৌলতপুরে বজ্রপাতে আরও সাতজন ব্যক্তি আহত হওয়ার হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, বজ্রপাতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হোসেনাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে।

ভারতের ফারাক্কা থেকে কুষ্টিয়ার হার্ডিঞ্জ ব্রীজ পয়েন্টের দূরত্ব ১৬০ কি.মি ।ফারাক্কা বাধের পানি আসতে সময় লাগবে ৭২ ঘন্টা...
27/08/2024

ভারতের ফারাক্কা থেকে কুষ্টিয়ার হার্ডিঞ্জ ব্রীজ পয়েন্টের দূরত্ব ১৬০ কি.মি ।ফারাক্কা বাধের পানি আসতে সময় লাগবে ৭২ ঘন্টা। হার্ডিংব্রীজ পয়েন্ট এর বিপদ সীমা ১৪.২৫। ১৪.২৫ হলেও ভেড়ামারা শহরে পানি ঢুকবে না।পাবনা জেলার পদ্মা নদীর তীরবর্তী অঞ্চল ভেড়ামারা এবং কুষ্টিয়ার তুলনায় নিচু থাকায় বেশি ঝুকিতে থাকবে।

আজ সন্ধ্যা ০৬ টার সময় পানির লেভেল ছিলো ১১.৯৮ সেঃমিঃ। যদি পানির লেভেল ১৬ সেন্টিমিটার অতিক্রম করে তাহলে ভেড়ামারা, কুষ্টিয়া সহ পাবনা অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে। ১৬ সেন্টিমিটার অতিক্রম করা নির্ভর করবে বিহার,ঝাড়খণ্ড এর বন্যাপরিস্থিতি এবং ভারত সরকার কতক্ষন যাবত বাধ খোলা রাখবে তার ওপর। যদিও ১৬ সেন্টিমিটার অতিক্রম করা প্রায় অসম্ভব।

🔴রেড এলার্ট🔴খুলনা, যশোর,পাবনা কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, ও দক্ষিণ অঞ্চলের সকল জেলাকে  সতর্ক অবস্থানে  থাকতে বলা হয়ে...
26/08/2024

🔴রেড এলার্ট🔴
খুলনা, যশোর,পাবনা কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, ও দক্ষিণ অঞ্চলের সকল জেলাকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। প্রয়োজনীয় আসবাবপত্র,শুকনা খাবার , মোমবাতি বা হারিকেন প্রস্তুত রাখতে বলা হয়েছে।যে কোন মুহুর্তে এসকল এলাকা প্লাবিত হতে পারে।

26/08/2024

জরুরি বার্তা:

খুলনা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, ও দক্ষিণ অঞ্চলের সকল জেলাকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। প্রয়োজনীয় আসবাবপত্র,শুকনা খাবার , মোমবাতি বা হারিকেন প্রস্তুত রাখতে বলা হয়েছে।যে কোন মুহুর্তে এসকল এলাকা প্লাবিত হতে পারে।

আবার এদিকে পশ্চিমবঙ্গের বন্যার অবস্থাও শোচনীয় পর্যায়ে,যদি দুই এক দিনের মধ্যে তারা নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে ফারাক্কা বাঁধকে উপেক্ষা করে এই অঞ্চল দিয়ে বন্যার পানি প্রবেশ করবে।এমতাবস্থায় রাজশাহী,চাপাইনবয়াবগঞ্জ, নাটোর,পাবনা,কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর,সাতক্ষীরা প্লাবিত হয়ে পানি বঙ্গোপসাগরে নামতে পারে।

বিঃ দ্রঃ ইতিমধ্যে বন্যার পানি ভৈরব নদীতে পৌঁছে গিয়েছে, সকলে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ ছাড়া এই বিপদে আর কেউ নেই।

26/08/2024
ভারতের ত্রিপুরার বন্যা প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশের ফেনী, নোয়াখালি, লক্ষ্মীপুর, কুমিল্লার বন্যা মানবসৃষ্ট। আরো স্পেসিফি...
22/08/2024

ভারতের ত্রিপুরার বন্যা প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশের ফেনী, নোয়াখালি, লক্ষ্মীপুর, কুমিল্লার বন্যা মানবসৃষ্ট। আরো স্পেসিফিকলি বললে ভারতসৃষ্ট।

বাঁধ খুলে দিলেই বন্যা হয়, জিনিসটা এত সহজ না। বিষয়টা বাঁধ খোলা নিয়ে না। বিষয়টা বাঁধ খোলার টাইমিং নিয়ে। শুকনা মৌসুমে আর পুরা বর্ষার মৌসুমে পানি না দিয়ে জমাইছে। আমাদের নদীগুলো সব শুকায় মরে ভরাট হয়ে গেছে। এরপর যখন অতিবৃষ্টিতে বন্যা হয়ে বাঁধ ফাটার উপক্রম হয়েছে তখন একসাথে সব স্লুইস গেট খুলে দিছে। এখন এই ভরাট নদীতে এই পানি যাবে কোথায়?

নদীতে বাঁধ না থাকলে এই সমস্যা হয় না। পানি যাওয়ার রাস্তা ঠিক থাকলে এই পানি নদী হয়ে বঙ্গোপসাগরে চলে যেত। আমাদের নদীগুলোও সারা বছর প্রাণবন্ত থাকতো। সেটা না করে নদীর মুখে বাঁধ দিয়ে আমাদের নদীগুলোকে মেরে ফেলেছে। এখন পানি সামলাতে না পেরে রাতের আঁধারে কোন রকম সতর্কতা ছাড়াই একবারে সব পানি ছেড়ে দিয়েছে। বাঁধের পানি আস্তে আস্তে এবং রেগুলেটেড ম্যানারে ছাড়ার কথা। সেটা তো বন্ধুরাষ্ট্র মানে না। আরো ভয়ংকর হলো, তারা বাঁধ খুলে দেওয়ার আগে একটা ওয়ার্নিং দেওয়ারও দরকার মনে করে না। উদ্দেশ্য পরিষ্কার।

এই বন্যা কোন প্রাকৃতিক দুর্যোগ না।
এই বন্যা প্রতিহিংসার।

সময় এসে গেছে ফারাক্কার ৪০কিলোমিটার দুরে ৭৫০০ ফিট দৈঘ্য দ্বিতীয় ফারাক্কা বাধ নির্মাণের।
মাঝ রাতে মানুষের ঘুমন্ত অবস্থায় বাধ ছেড়ে দিয়ে তারা আজীবনই পৈচাশিক আনন্দ পায়।
তারা বর্ষায় যা পানি দেবে এই ৪০ কিলোর মধ্যেই থাকবে আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তো তাদের দেশেই সেই পানি চলে যাবে কারন তাদের বাধের দৈঘ্য ৭৩৫০।
আর গ্রীষ্মকালে তারা পানি দিতে চায়না এই পানি আমরা তখন আমাদের সুবিধা মতো নিয়ে নিবো।

তাই সময় এসেছে এখন আমাদের দ্বিতীয় বাধ নির্মাণের। আমরা চাইলেই সামনে দিয়ে আরেকটা বাঁধ নির্মাণ করতে পারি।

22/08/2024

• ২০২৪ আগস্ট - ডুম্বুর বাধ হঠাৎ খুলে দেওয়া হইলো। (১)
• ২০২৩ অক্টোবর - গজলডোবা বাধ হঠাৎ খুলে দেওয়া হইলো। (২)
• ২০২২ জুন - হঠাৎ তীস্তায় ৪৪টা বাধের গেইট খুলে দেওয়া হইলো। (৩)
• ২০২১ আগস্ট - হঠাৎ তীস্তায় ৪৪টা বাধের গেইট খুলে দেওয়া হইলো। (৪)
• ২০২০ জুলাই - প্রত্যেকটা তীস্তার বাধ খুলে রাখা হইলো। (৫)
• ২০১৯ সেপ্টেম্বর - হঠাৎ ফারাক্কা বাধ খুলে দিলো। (৬)
• ২০১৮ সেপ্টেম্বর - শুকনা লেকের বাধ হঠাৎ খুলে দিলো। (৭)
• ২০১৭ জুলাই - গজলডোবাতে ৫৪টা গেট খুলে দেওয়া হইলো। (৮)
• ২০১৬ আগস্ট - ফারাক্কা বাধের সব কয়টি গেট খুলে দেওয়া হইলো। (৯)
• ২০১৫ আগস্ট - হঠাৎ খইতোলা বাধ দিয়ে পশ্চিমবঙ্গের পানি বাংলাদেশে ঢুকলো। (১০)
প্রাকৃতিক কারণে (যেমন অতি বৃষ্টি) হইলে ইন্ডিয়া বাধ খুলতে বাধ্য, সেটা নিয়ে আপত্তি নাই। আপত্তি হইলো কেনো “সব গেট” অথবা “অনেক গেট” খুলে দিতে হবে, এবং সেগুলো “হঠাৎ” করে হবে কেনো?
ইন্ডিয়া যদি অল্প অল্প করে গেট খুলে যাতে বাধের পানি আমাদের উপরে ভয়ানকভাবে আছড়ে না পরে, যদি স্রোতের গতি কমায়ে আনে, পানি আসার পরিমাণ কমায়ে আনে – আর আমাদেরকে আগে থেকে জানিয়ে প্রস্তুতির সময় দেয়, তাহলে বাংলাদেশের ক্ষতি অনেক কম হইতো।
বিগত ১০ বছরের রেফারেন্স দিলাম। সুতরাং ডুম্বুর বাধ যে ইচ্ছা করে মধ্যরাতে হঠাৎ করে খুলে দেওয়া হইলো, এটা বিচ্ছিন্ন ঘটনা না। সমাধানভিত্তিক আলোচনা খুব জরুরী।

মনে রাখবেন এটা ছিলো বৈষম্য বিরোধী আন্দলননতুন কোনো বৈষম্য তৈরি করবেন না।🇧🇩🇧🇩
06/08/2024

মনে রাখবেন এটা ছিলো বৈষম্য বিরোধী আন্দলন
নতুন কোনো বৈষম্য তৈরি করবেন না।🇧🇩🇧🇩

26/11/2023

Address

BHERAMARA KUSHTIA
Kushtia
7040

Alerts

Be the first to know and let us send you an email when Bheramara news 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bheramara news 24:

Share

Category