05/06/2025
আল্লাহ মশা মাছি দিয়েও বড় বড় কাজ করাতে পারেন, ইনশা আল্লাহ ইব্রাহিম ট্রাওড়ে একদিন গ্লোবাল লিডার হবেন এবং সব শোষন বঞ্চনার অবসান ঘটাবেন।
ভিডিওটি এ আই দিয়ে তৈরী করা।
কিন্তু এই বক্তব্যের ভেতরে থাকা তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পশ্চিমা বাঘা বাঘা মিডিয়া কিভাবে মিথ্যার উপর ভিত্তি করে শোষণকারীদের স্বার্থে কাজ করে,
ফ্রান্স সহ ইউরোপীয় দখলদাররা কিভাবে আফ্রিকাকে নিংড়ে খাচ্ছে,
ত্রাণের নামে কিভাবে আফ্রিকার সম্পদ লুটে নিচ্ছে,
আফ্রিকা নিয়ে তৈরি নেতিবাচক ধারনার পিছনের মূল রহস্য আলোচিত হয়েছে এখানে।