
16/09/2025
দিন যতই যাচ্ছে ততই মুফতি আমির হামজা'র জনপ্রিয়তা বাড়ছে। বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচনে শিবিরের নিরঙ্কুশ বিজয়ের পর সারাদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা অনেক বেড়ে গিয়েছে। তাই আজ জননেতা মুফতি আমির হামজা কে নিয়ে একটি কবিতা লিখলাম।
জননেতা মুফতি আমির হামজা
কবি খাইরুল বাসার
জননেতা মুফতি আমির হামজা,
কুষ্টিয়া সদর আসনের এমপি নমিনি।
জেল জুলুম শত বাধা-বিপত্তিতেও,
কোনো সময় সে দমেনি।
দিনরাত ছুটে চলেছে সারা বাংলায়,
আবার ইসলাম করিতে জিন্দা।
কলিজা টা তার চিবায়ে খেতে চায়,
এ যুগের নব্য হিন্দা।
ইনশাল্লাহ এবার ভোটে জিতবে সে,
যতই করো নিন্দা।
দিনের আলো ঢাকবেনা আর,
বাধার পর্বত বিন্ধ্যা।
ছেড়ে দাও জোর করে সিল মেরে
ভোটে জিতার ধান্ধা।
জামায়াত ছাড়া সব দলেরই,
ভোটের বাজার মন্দা।