Digital Marketer

Digital Marketer পাও বা না পাও আল্লাহর কাছে চাওয়া শেষ করো না।
আল্লাহ যখন দিবে তখন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না।

I am a student.I am doing B.Sc Civil Engineering degree.I have some experience Fiverr companyat Digital marketing and Graphics design platform.

03/02/2025

https://www.facebook.com/share/v/1Ek9s9BGcm

🛑 ১০০% খাঁটি ও অর্গানিক দেশি ঘি 🛑

✅ পুষ্টিগুণে ভরপুর – ভিটামিন A, D, E, K ও স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ।
✅ হজম শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় – গাট হেলথ ভালো রাখে ও রোগ প্রতিরোধে সহায়ক।
✅ হার্ট ও মস্তিষ্কের জন্য উপকারী – হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়ায় ও স্মৃতিশক্তি উন্নত করে।
✅ ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে – মেটাবলিজম বাড়িয়ে ফ্যাট বার্ন করতে সহায়ক।
✅ পরম্পরাগত পদ্ধতিতে তৈরি – খাঁটি গরুর দুধ থেকে বিলোনা পদ্ধতিতে প্রস্তুত, সর্বোচ্চ বিশুদ্ধতা নিশ্চিত।

🌿 সোর্সিং: খাঁটি দেশি গরুর দুধ থেকে প্রস্তুত, কোনো কেমিক্যাল বা প্রিজারভেটিভ নেই।
📦 হাইজেনিকভাবে প্রস্তুত ও প্যাকেজ করা – প্রাকৃতিক স্বাদ ও ঘ্রাণ অটুট রাখা হয়।

💬 অর্ডার করুন ইনবক্সে! 🚚 সারাদেশে ডেলিভারি সুবিধা রয়েছে।

🤩ডেলিভারি চার্জ ফ্রি🤩ডেলিভারি চার্জ ফ্রি🤩
বাড়িতে তৈরি ১কেজি ঘি ২০% ছাড়ে ১৪৫০ টাকা।❤️
বাড়িতে তৈরি ৫০০ গ্রাম ঘি ২০% ছাড়ে ৭২৫ টাকা।❤️

06/11/2024

মৃত্যু ও বিয়েতে কী অদ্ভুত মিল??

04/11/2024

নদী ও জীবনের মাঝে কিছু বাস্তোবতা

Homework:Class:13Class topic:YouTubeInstructor:GM Hosain
03/11/2024

Homework:
Class:13
Class topic:YouTube
Instructor:GM Hosain

02/11/2024

জীবনের পথে চলতে চলতে রিয়াদের মনে হয়, সবকিছু যেন একটা ছকের মতো। সকাল থেকে রাত, কাজ থেকে বিশ্রাম, হাসি-কান্নার মধ্যে বাঁধা পড়ে আছে সে। একদিন হঠাৎ ভাবল, জীবন মানেই হয়তো নতুন কিছু খোঁজা। সে রাস্তায় নামল, ছক ভাঙার নেশায় বিভোর হয়ে নতুনকে খুঁজে ফিরল।

জুম্মা মুবারক 🥰
01/11/2024

জুম্মা মুবারক 🥰

The WishMira found an old lamp at the back of her grandmother's attic. With a shrug, she polished it—and out puffed a ti...
30/10/2024

The Wish

Mira found an old lamp at the back of her grandmother's attic. With a shrug, she polished it—and out puffed a tiny, tired-looking genie.

"You get one wish," he said with a yawn.

Mira thought hard. Fame? Riches? Wisdom?

Then she remembered her grandmother, always alone in that quiet house, missing Grandpa.

"I wish for Grandma to be happy again," Mira said softly.

The genie blinked, surprised. With a smile, he snapped his fingers and vanished.

Downstairs, Mira heard laughter. She found Grandma on the porch, her eyes sparkling, talking to a neighbor who'd just moved in.

Magic, after all.

গুচ্ছ কি?কোথায় হয় পরীক্ষা?ভর্তি পরীক্ষায় কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসে?পাস মার্কস কত?আবেদনের যোগ্যতা কি?সব বিস্তারিত...
29/10/2024

গুচ্ছ কি?কোথায় হয় পরীক্ষা?ভর্তি পরীক্ষায় কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসে?পাস মার্কস কত?আবেদনের যোগ্যতা কি?সব বিস্তারিত দেখে নাও -

গুচ্ছ মানে হলো ২৪ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা৷আগে এইসব পাবলিক বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা ভর্তি পরীক্ষা নিতো৷ কিন্তু এখন ২৪ টি বিশ্ববিদ্যালয় মিলে একসাথে পরীক্ষা নেয়।এজন্যই এর নাম " গুচ্ছ "।গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতেই এটার ভর্তি পরীক্ষা হয়। সেকেন্ড টাইম আছে।রিটেন নেই।শুধু MCQ পদ্ধতিতে পরীক্ষা হবে।সিলেকশন নেই।যারা আবেদন করবে তারা সবাই পরীক্ষা দিতে পারবে
গুচ্ছতে আবেদনের যোগ্যতা:

A UNIT : (বিজ্ঞান)
SSC, HSC তে আলাদাভাবে কমপক্ষে ৩.৫০ থাকতে হবে। আর SSC + HSC মিলে মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে।

B UNIT : (মানবিক) -
SSC, HSC তে আলাদাভাবে কমপক্ষে ৩.০০ থাকতে হবে। আর SSC + HSC মিলে মোট জিপিএ কমপক্ষে ৬.০০ হতে হবে।

C UNIT : (বিজনেস স্টাডিজ)
SSC, HSC তে আলাদাভাবে কমপক্ষে ৩.০০ থাকতে হবে। আর SSC + HSC মিলে মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ হতে হবে।

গুচ্ছের সকল ইউনিটের মানবন্টন:

A UNIT (বিজ্ঞান বিভাগ) :

পদার্থবিজ্ঞান - ২৫, রসায়ন - ২৫,জীববিজ্ঞান - ২৫,
গণিত - ২৫

পদার্থবিজ্ঞান ও রসায়ন এই দুটি বিষয়ের উত্তর বাধ্যতামূলকভাবে দিতে হবে।

গণিত ও জীববিজ্ঞানের মধ্যে যেকোন একটি বিষয়ের উত্তর করতে হবে। তবে কেউ চাইলে গণিত এবং জীববিজ্ঞান দুটো বিষয়েরই উত্তর করতে পারবে।জীববিজ্ঞান ও গণিতের মধ্যে যেকোন একটি বিষয়ের উত্তর করলে তাকে বাংলা অথবা ইংরেজি এই ২ টি বিষয়ের যেকোনো একটি উত্তর করতে হবে।

B UNIT (মানবিক)
বাংলা - ৩৫,ইংরেজি - ৩৫,সাধারণ জ্ঞান- ৩০

C UNIT (ব্যবসায় শিক্ষা)

বাংলা- ১৫, ইংরেজি - ১৫, হিসাব বিজ্ঞান - ৩৫,
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - ৩৫

পরীক্ষায় কৃতকার্য হতে হলে ১০০ নম্বরের মধ্যে নূন্যতম ৩০ পেতে হবে।নেগেটিভ মার্কিং আছে।(০.২৫ নম্বর)।ভর্তি পরীক্ষায় প্রাপ্তনম্বর দিয়েই মেধাক্রম দিয়ে দেওয়া হয়।

বিভাগ পরিবর্তন ইউনিট নেই।অর্থাৎ তুমি সাইন্সের স্টুডেন্ট হলে সাইন্সের সাবজেক্টেই পরীক্ষা দিতে হবে।নিজের ইউনিটে পরীক্ষা দিয়েই বিভাগ পরিবর্তন করতে পারবে।ধরো তুমি বিজ্ঞানের শিক্ষার্থী তুমি ১০০ তে ৫০ নম্বর পেয়েছ।এই নম্বর দিয়ে তুমি সাবজেক্ট চয়েস দেওয়ার সময় বিজ্ঞানের পাশাপাশি বাণিজ্য ও মানবিকের সাবজেক্টগুলোও চায়েস দিতে পারবে।

28/10/2024

এক গ্রামে রুমি নামে একটি ছোট মেয়ে থাকত। রুমি খুবই দয়ালু আর সাহায্যপ্রবণ ছিল। প্রতিদিন সে স্কুল থেকে ফিরে গ্রামের পাশের বনের পথে হাঁটতে যেত, যেখানে নানা রকম পাখি ও পশুদের দেখা মিলত। একদিন হাঁটার সময় রুমি লক্ষ্য করল, একটি ছোট্ট পাখি মাটিতে পড়ে আছে, তার ডানা ভাঙা। পাখিটি যন্ত্রণায় কাঁপছিল।

রুমি ধীরে ধীরে পাখিটির কাছে গিয়ে তাকে হাতে তুলে নিল। বাড়িতে এসে সে পাখিটির ডানায় সাদা কাপড় দিয়ে ব্যান্ডেজ বেঁধে দিল এবং এক পাত্রে পানি ও কিছু খাবার দিল। রোজ সে পাখিটির যত্ন নিত। কয়েকদিন পর পাখিটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল।

একদিন সকালে রুমি দেখল, পাখিটি তার সামনে দাঁড়িয়ে ডানা ঝাপটাচ্ছে। সে বুঝল, পাখিটি উড়তে প্রস্তুত। রুমি পাখিটিকে ভালো করে বিদায় জানাল, আর পাখিটিও যেন কৃতজ্ঞতাস্বরূপ রুমির চারপাশে এক চক্কর দিয়ে উড়ে চলে গেল।

এরপর থেকে প্রতিদিন রুমি যখন বনে যেত, সেই পাখিটি দূর থেকে তার সঙ্গ দিত, যেন সে তার বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। রুমি জানত, তার ছোট্ট সহানুভূতির জন্য সে আজীবন একটি পাখির ভালোবাসা পেয়েছে।

Address

Doyrampur
Kushtia

Alerts

Be the first to know and let us send you an email when Digital Marketer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share