TUSAR

TUSAR জীবন একটি সুন্দর গল্প
যেটি দু:খ-বেদনা,হাসি, আনন্দ
আর ঘটনায় পরিপূর্ণ।

বুকে থাকলেই সবাই আপন হয় না,,বরং অনেক সময় বিশাল ক্ষতি করে বসে।অতএব,কাউকে বুকে জড়ানোর আগে তাকে নিয়ে ভাবেন,, তার সম্পর্কে ...
25/02/2025

বুকে থাকলেই সবাই আপন হয় না,,
বরং অনেক সময় বিশাল ক্ষতি করে বসে।
অতএব,
কাউকে বুকে জড়ানোর আগে তাকে নিয়ে ভাবেন,, তার সম্পর্কে জানুন..!!

যুগের পর যুগ বেঁচে থাকুক ভাষা শহীদেরা সকল বাঙ্গালীর মনে। সবাইকে জানাই ২১শে ফেব্রুয়ারির শুভেচ্ছা।
19/02/2025

যুগের পর যুগ বেঁচে থাকুক ভাষা শহীদেরা সকল বাঙ্গালীর মনে। সবাইকে জানাই ২১শে ফেব্রুয়ারির শুভেচ্ছা।

লোকমান হাকীম বলেন কেউ সম্মানিত হতে চাইলে ৯টি কাজ করতে হবে-১. চোখের হেফাজত করা।২. জবানের হেফাজত করা।৩. লজ্জাস্থান হেফাজত ...
15/11/2024

লোকমান হাকীম বলেন কেউ সম্মানিত হতে চাইলে ৯টি কাজ করতে হবে-

১. চোখের হেফাজত করা।

২. জবানের হেফাজত করা।

৩. লজ্জাস্থান হেফাজত করা।

৪. ওয়াদা পুরণ করা।

৫. হালাল রুজী অল্প হলেও তাতে সন্তুষ্ট থাকা।

৬. সত্য কথা বলা, হকের উপর অটল সুদৃঢ় থাকা।

৭. মেহমানদারী করা।

৮. এমন কথা ও কাজ করিওনা যা পরকালে কাজে আসবে না।

৯. প্রতিবেশীর খুজ খবর নেওয়া।🥀💖

❝প্রেমিক হলে নির্লজ্জ হও...🖤🖤-যতবার কোনো পুরুষ তোমার প্রেমিকার দিকে মন্দ নজর দেবে, ততবার সেই পুরুষের সামনে নিজের প্রেমিক...
12/11/2024

❝প্রেমিক হলে নির্লজ্জ হও...🖤🖤
-যতবার কোনো পুরুষ তোমার প্রেমিকার দিকে মন্দ নজর দেবে, ততবার সেই পুরুষের সামনে নিজের প্রেমিকাকে চুমু খাও, শক্ত করে জড়িয়ে ধরো। সবাই জানুক, তোমার একটি প্রেমিকা আছে, তোমার প্রেমিকার একটি প্রেমিক আছে।
গোপনীয়তা কীসের?
প্রেম করলে নির্লজ্জের মতো প্রেম করো...! 🖤🥀

১."যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তাঁর কর্মক্ষেত্রে বিপদের আশংকা থাকে কম। — র...
05/11/2024

১."যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তাঁর কর্মক্ষেত্রে বিপদের আশংকা থাকে কম। — রবীন্দ্রনাথ ঠাকুর।

২.বৌয়েরা ঘরের লক্ষ্মী হয়। এদেরকে যত বেশি ভালোবাসা দেওয়া হয়, তত বেশি সংসারে শান্তি আসে। — হুমায়ুন আহমেদ।

৩. স্ত্রীকে যথেষ্ট পরিমাণে সময় দিন, নাহলে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করুন। সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না। — সুনীল গঙ্গপাধ্যায়।

৪. সেই পুরুষই কাপুরুষ যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি। — কাজী নজরুল ইসলাম।

৫.প্রতিদিন একবার স্ত্রীকে '' আমি তোমাকে ভালোবাসি '' বললে মাথার সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। — সত্যজিৎ রায়।

৬• স্ত্রীকে সপ্তাহে একদিন ফুচকা খাওয়াতে এবং মাসে একদিন ঘুরতে নিয়ে গেলে স্বামীর শরীর স্বাস্থ্য ভালো থাকে। — সমরেশ মজুমদার।

৭• অন্য নারীর সাথে পরকীয়া করার চেয়ে স্ত্রীকে একবেলা পেটানো ভালো। তবে পেটানোর পরে তিনগুণ বেশি ভালোবাসা আবশ্যক। — জহির রায়হান।

৮• মন ভালো রাখতে বৌকে ফেসবুক, ফোনবুক, নোটবুক সহ সব ধরণের একাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন। — মার্ক জুকারবার্গ।

৯• মেয়েদের মনে ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি। তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবে না। তাই স্বামীদের উচিৎ স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো! — ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

১০• একটা শিশুকে দুনিয়ার মুখ দেখাতে মা যে কষ্ট সহ্য করে তা বাবা সারাজীবন ভালোবেসেও শোধ করতে পারে না। তাই প্রত্যেকটা স্বামীর উচিৎ তাঁর সন্তানের মাকে কোনোরকম কষ্ট না দেয়া। — জীবনানন্দ দাশ।

১১• যুদ্ধে বিজয়ী হলেই বিপ্লবী হওয়া যায় না৷ প্রকৃত বিপ্লবী তো সেই যে স্ত্রীর মনের একমাত্র বীরপুরুষ। — চে গুয়েভারা।

১২• স্ত্রীর সাথে হাসি ঠাট্টা মজা করা স্বামীর কর্তব্য। — হযরত মোহাম্মদ (সঃ)

নারীহল মায়ের জাত তাদের সম্মান দিলে তাতে নিজের সম্মান বারে কমে না ❤💙💚
(সংগৃহীত)

পুরুষ মানুষের দুর্বলতা আর রাগ, এই দুটো জিনিসের ঔষধ নারীর ঠোঁট!🖤
03/11/2024

পুরুষ মানুষের দুর্বলতা আর রাগ, এই দুটো জিনিসের ঔষধ নারীর ঠোঁট!🖤

আপনার স্ত্রী যদি প্রচুর রাগি হয় তাহলে আপনি একজন ভাগ্যবান পুরুষ!!!!!ভাবছেন কিভাবে??????রাগি স্ত্রী কখনো ভালোবাসার অভিনয় ক...
02/11/2024

আপনার স্ত্রী যদি প্রচুর রাগি হয় তাহলে আপনি একজন ভাগ্যবান পুরুষ!!!!!

ভাবছেন কিভাবে??????

রাগি স্ত্রী কখনো ভালোবাসার অভিনয় করতে জানেনা।
কারণ তার ভালোবাসার মধ্যেও শুধুই ভালোবাসায় থাকে।
তার রাগ, অভিমান, নিস্তব্ধতা, উৎফুল্লতা সব কিছুর মধ্যে শুধুই মায়া আর ভালোবাসা লুকিয়ে থাকে।

রাগি স্ত্রী নিয়ে অভিযোগ কারা করে জানেন??????
যারা নিজের স্ত্রীর অভিমানের ভাষা বুঝতে অক্ষম।

কিন্তু মজার বেপার হচ্ছে একজন রাগি স্ত্রীর অন্তর কঠিন হয়। কেমন কঠিন জানেন!!!!!!

তার অন্তরের ভেতরে শুধুমাত্র তার স্বামীর মায়া আর ভালোবাসা থাকে। সেইখানে অন্যকেও জায়গা পাইনা।

এইজন্য আপনি আপনার স্ত্রীর কাছে যান পাশে বসুন, আর তাকে নরম সুরে বলুন।

ওই শুনোনা ময়না 🥰
আমি জানি তুমি আমাকে অনেক মায়া করো।তুমি আমাকে আমার চেয়েও বেশি ভালোবাসো।
আমার সুখ তোমাকে আনন্দিত করে আর আমার দুঃখ তোমাকে ব্যাথিত করে।

আমি তোমার কার্বনডাইঅক্সাইড আর তুমি আমার অক্সিজেন।
তোমার ভালোবাসা, শাসন, বকা, হাসি, চোঁখ রাঙানো,জিভ ভ্যাঙ্গানো সব কিছুতেই আমি সমান ফিল পাই। কারণ আমি জানি এই সবগুলো তোমার ভালোবাসার ভাষা।

তোমার মুখে I love u না
I hate u এর মধ্যেই আমি ভালোবাসার ফিল পাই।

আমি জানি তুমি আমার সামান্য কষ্ট সইতে পারোনা।
আমার তোমাকে নিয়ে কোনো কষ্ট নেই। প্যারা নেই তবে ভয় আছে।
হারিয়ে ফেলার।
কিন্তু আমি জানি তুমি আমাকে কখনোই ছেড়ে যাবেনা।
সো রিলাক্স।
I love u মেলা
I love u অনেক

I love u বিসি বিসি

আমি তোমাকে অনেক ভালোবাসি 🥰🥰🥰🥰।

এটা আপনার অন্তর থেকে যদি বলতে পারেন নিজের স্ত্রী কে।
আপনার জীবন আপনাকে ছেড়ে যাবে কিন্তু আপনার স্ত্রীর প্রতিটি হাসি আর আনন্দ আপনাকে ঘিরেই বেঁচে থাকবে মৃত্যু পর্যন্ত।

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, ত...
27/10/2024

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো।
নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে, ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা।
শক্ত হও।
নিজেকে নিজেকে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই,
ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।

কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না।
মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।

জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।

নিষ্ঠুর!!!

যার সামনে তুমি পুরোপুরি ভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব?একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভাল...
27/10/2024

যার সামনে তুমি পুরোপুরি ভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব?

একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন?
এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার। যিনি তাঁর স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর। তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল। ঝগড়া তো দুরের কথা, দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি।
একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যপারে জানতে চাইলেন।
কী ছিল সে রহস্য? মজার মজার খাবার বানানো? দৈহিক সৌন্দর্য? বেশী সন্তান জন্ম দেয়া? নাকি অন্যকিছু?
বৃদ্ধা বললেন, দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা অতপর স্ত্রীর হাতেই। একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরো বানাতে পারেন আবার চাইলে এটাকে জাহান্নামেও পরিনত করতে পারেন।
কীভাবে? অর্থ দিয়ে? তা তো হতে পারে না। কেননা অনেক অর্থশালী মহিলা আছেন, যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই, যাদের স্বামী তাদের কাছেই ভিড়তে চান না।
সন্তান জন্ম দান? না, তাও নয়। কারণ, অনেক মহিলা আছেন, যাদের অনেক সন্তান আছে, অথচ স্বামী পছন্দ করেননা। এমনকি এ অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয়।
ভালো খাবার বানানো? এটাও না, কারণ অনেক মহিলা আছেন, যারা রান্না বান্নায় বেশ দক্ষ, সারা দিন রান্না ঘরে কাজ করে, অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন।
তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন। বললেন, তাহলে আসল রহস্যটা কী?
বৃদ্ধা বললেন, যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন, আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নিরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম।
সাবধান! বিদ্রুপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না, কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে, এটা সহজেই বুঝতে পারে।
সাংবাদিক: ঐ সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন?
বৃদ্ধা: সাবধান! সেটা কখনো করবেননা। তখন তিনি মনে করবেন, আপনি তাঁর কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন। আপনার উচিত, চুপ থেকে ওর প্রতিটি কথায় হা সুচক সায় দেওয়া, যতক্ষণ না তিনি শান্ত হন।
অতপর আমি তাকে বলি, আপনার শেষ হয়েছে? এবার আমি যেতে পারি? তারপর আমি চলে যাই, আর আপন কাজে লেগে যাই। কারন চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার বিশ্রাম প্রয়োজন।
সাংবাদিক: এরপর কি করেন? এক সপ্তাহ খানেক তার থেকে দূরে থাকেন, এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়?
বৃদ্ধা: সাবধান! এধরনের বদভ্যাস থেকে দূরে থাকুন।
যা দুধারী তরবারির চেয়েও মারাত্মক। স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান, তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। কখনো কখনো এ অবস্থা তাকে প্রচন্ড জিদের দিকে ঠেলে দেবে।
সাংবাদিক: তাহলে কি করবেন তখন?
বৃদ্ধা: দুই ঘন্টা পর এক গ্লাস দুধ বা এক কাপ গরম চা নিয়ে তার কাছে যাই, আর বলি, নিন, এগুলো খেয়ে নিন, আপনি খুব ক্লান্ত। এসময় তার সাথে অত্যন্ত স্বাভাবিক ভাবেই কথা বলি। তারপর তিনি বলেন, রাগ করেছো? আমি বলি, না।
তারপর, তার দূর্ব্যবহারে দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন।
সাংবাদিক: আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন?
বৃদ্ধা: অবশ্যই। কেন নয়? শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে, রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব?
সাংবাদিক: তাহলে আপনার ব্যক্তিত্ব?
বৃদ্ধা: আমার স্বামীর সন্তুষ্টিই আমার ব্যক্তিত্ব। আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব। আর স্বামী স্ত্রীর মধ্যে কোন ব্যক্তিত্ব থাকে না। যার সামনে তুমি পুরোপুরি ভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব?
মহান রব আমাদের দুনিয়ার জীবন ও আখেরাতের জীবনে কল্যান দান করুন। আমীন

পুরুষ তার নারীর কিছু তুচ্ছ বিষয়ের প্রেমে পড়ে যায়। যেমন─০১. দৃষ্টিঃপুরুষ বাড়ি ফিরলে, তার দিকে তার নারীর তাকানোটা, পুরুষের...
26/10/2024

পুরুষ তার নারীর কিছু তুচ্ছ বিষয়ের প্রেমে পড়ে যায়। যেমন─

০১. দৃষ্টিঃ
পুরুষ বাড়ি ফিরলে, তার দিকে তার নারীর তাকানোটা, পুরুষের কাছে ভীষণ সুখকর প্রাপ্তি। যতোই ব্যস্ত থাকো, একটুকুন তাকাও চোখ মেলে। একটু ঘাড় ফিরিয়ে তাকালে চুলার রান্না পুড়ে যাবে না, একটু চোখ তুলে তাকালে ফোনের মুভিটা চিরতরে মিস হয়ে যাবে না। তোমার অমন অপরূপ চোখ দু'টির গাঢ় দৃষ্টির অপার্থিব সুখ তাকে দাও না!

০২. ধন্যবাদঃ
পুরুষ তার নারীর প্রতি স্বাভাবিক দায়িত্বগুলোই পালন করে। তবুও, তার কাজটুকুকে ধন্যবাদ দিলে, সে অকল্পনীয় সুখ পায়। একটি ফুল উপহার পেলে যে ধন্যবাদটুকু দিতে ইচ্ছে করে তোমার, সেই ধন্যবাদই তোমার দিকে তার এগিয়ে দেওয়া জলের গ্লাসটি আশা করে। এই ধন্যবাদ তাকে বুঝিয়ে দেয়─ তার প্রেমটুকু মূল্যহীন নয়। সবসময় শব্দ দিয়ে ধন্যবাদ দিতে হয় না, মিষ্টি হাসির আভাতেই নিঃশব্দে জানিয়ে দাও─ 'থাঙ্কু।'

০৩. মানসিক আশ্রয়ঃ
পুরুষ তার নারীর কাছে আমৃত্যু একটি জিনিশই চায়─ মায়ের মতো আশ্রয়। তাকে অনুপ্রেরণা দাও পজিটিভ আচরণের মাধ্যমে। তুমি তার স্বস্তি হও। নিজের চাওয়াপাওয়া নিয়ে বলতে থেকো না, তাকে বলো─ "এমাসে তুমি একটি শার্ট কিনবে।" এবং তুমিই কিনে দাও। এটি তার কাছে উপহার নয়, তার চেয়েও বেশিকিছু─ প্রেমময় আশ্রয়। তোমার পুরুষ কি একটি চুমুর সাথে একটি কলম পাওয়ার যোগ্যতা রাখে না তোমার কাছ থেকে?

০৪. বন্ধুতাঃ
তুমি নিজেকে তোমার পুরুষের পুরস্কার ভেবো না। এই ভুলটি প্রায়ই করে নারীরা। মারাত্মক ভুল এটি! নারী ভেবে বসে থাকে─ 'আমি রূপবতী, আমি দেহসৌষ্ঠবে অতুলনীয়া, অতএব সে যে আমাকে পেয়েছে, এটাই বিশাল সৌভাগ্য তার।' না, সে তোমাকে পেয়েছে তার অতোটা যোগ্যতা আছে বলেই। নইলে তুমি তাকে ছেড়েই যেতে। নারীর ওই আচরণে পুরুষ মানসিকভাবে তীব্রভাবে আহত হয়। তুমি নিজেকে তোমার পুরুষের 'ট্রফি' ভেবো না। তুমি তোমার পুরুষের 'প্রাইজ' নও, ঠিক যেমন তোমার পুরুষ তোমার 'সার্টিফিকেট' নয়। একটি স্বাস্থ্যকর প্রেমজ সম্পর্কের পূর্বশর্ত হলো─ বন্ধুতা। বন্ধুতা তুচ্ছাতিতুচ্ছ আচরণেও প্রকাশ পায়: তার চুলে হাত রাখো, তাকে মিষ্টি কটাক্ষে বলো─ "শেভ করো, খোঁচা লাগছে।" বলো─ "আজকের চা তুমি বানাবে।"

সম্পর্ককে জটিল করে তুলো না, ছোট্টছোট্ট কমপ্লিমেন্টে ভরিয়ে তোলো। হ্যাঁ, এরকম তুচ্ছাতিতুচ্ছ বিষয়গুলোই পুরুষকে নারীর তীব্রতম প্রেমিক করে তোলে।

একটা সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখার জন্য কিছু বিষয় মেনে চলতে হয়... #বিশ্বাস - আপনার ভালোবাসার মানুষটির বিশ্বাস অর্জন করুন...
25/10/2024

একটা সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখার জন্য কিছু বিষয় মেনে চলতে হয়...

#বিশ্বাস - আপনার ভালোবাসার মানুষটির বিশ্বাস অর্জন করুন। দেখবেন সব ভালো ভাবে চলবে। কখনোই যেন সন্দেহ সৃষ্টি না হয় দুজনার মাঝে। একটা সম্পর্কে যদি সন্দেহ চলেই আসে তবে নিজে নত হোন। বুঝিয়ে বলুন। দেখবেন মানুষটা আপনাকে বুঝবে।

#ত্যাগ - আপনার সম্পর্ক মধুর করে গড়ে তোলার জন্য অনেক ত্যাগ করতে হবে। হয়ত ভাববেন সে তো করছে না, কিন্তু মনে রাখবেন আপনাকে দেখেই সে ত্যাগ করা শিখবে।

#সময় - ভালোবাসার মানুষটিকে সময় দিতে শিখুন। তার সাথে নিজের কথা বলুন। তাকে বুঝতে পারলেই আপনি সফল। আর এই সফলতা আনার জন্য সময় দিতেই হবে।

#বুঝা - অনেক সময় নানা সমস্যার জন্য আপনার ভালোবাসার মানুষটা মন খারাপ করে থাকবে। কিন্তু সে আপনাকে কিছু না বলতে পারে। এক্ষেত্রে আপনার তাকে বুঝতে হবে। তার মনকে আপনার মন দিয়ে পড়ুন। দেখবেন তার মনের সব কথা আপনার সামনে চলে আসবে।

#পবিত্রতা - আমি এই যুগের ছেলে, কিন্তু তবু বলবো, এখন প্রেম মানেই মানুষ শারীরিক সম্পর্কের কথা ভাবে। ভুলেও এসব করবেন না। প্রথমত আপনার ধর্ম তা আপনাকে করতে না করেছে। আর দ্বিতীয়ত আপনার এই লালসার জন্য একটা সুন্দর সম্পর্কের ইতি ঘটিয়ে ফেলতে পারেন নিজের অজান্তেই।

#উপহার - হ্যা, আপনি ভাবতে পারেন অনেক দামী কিছু কিনে দিলেই হলো। তাই যদি ভাবেন তাহলে বলবো আপনি ভুল। কাচা ফুলের চাইতে কিন্তু নকল ফুলের দাম বেশি। তাও মানুষ কাচা ফুল ভালোবাসে। তাই সে কি দিলে খুশি হবে সেটা ভাবুন।

#যত্ন - ভুলেও আপনার ভালোবাসাকে এতটুকুও অবহেলা করবেন না। যত্ন করতে শিখুন। মনে রাখবেন প্রিয় মানু্ষের অবহেলার চেয়ে কষ্টের আর কিছু নাই।

#ভালোকথা - তাকে ভালো কথা বলুন। যাতে করে সে বুঝতে পারে আপনি একজন ভালো মানুষ। তাকে ধর্ম নিয়ে কথা বলুন। তার পড়াশোনা নিয়ে কথা বলুন। ভালো থাকবে সম্পর্ক।

মূলত আপনার সম্পর্ক কেমন যাবে সেটা আপনার উপরে নির্ভর করে। সে আগে এটা সেটা করবে এমনটা ভাববেন না। নিজেকে আগে তুলে ধরুন দেখবেন সেও আপনার মত হয়ে যাবে।

পৃথিবীর প্রতিটা সম্পর্ক হোক মধুর। এক হয়ে যাক সকল ভালোবাসা 💏💝

একটা গল্প বলি!আমার আসলে কোনো বন্ধু নাই। আবার আছেও। বলতে গেলে বিশেষ কেউ নেই। যে কিনা খোঁজখবর নিবে, আইডি অফ দেখলে কল দিবে।...
04/10/2024

একটা গল্প বলি!

আমার আসলে কোনো বন্ধু নাই। আবার আছেও। বলতে গেলে বিশেষ কেউ নেই। যে কিনা খোঁজখবর নিবে, আইডি অফ দেখলে কল দিবে। খুব প্ল্যান করে দেখা করবে। কেন নাই!? সেটার উত্তরও আমার জানা নাই। এমন না যে মানুষের সাথে আমার মিশে না। সবার সাথে আমার ভালোই বন্ডিং, ভালোভাবেই কথা হয়। কিন্তু কেন জানি তাও আমার কেউ নেই!

মাঝেমধ্যে খুব খারাপ লাগে। খুব কান্না পায়। এরপর আবার নিজেই নিজেরে সামলায় ফেলি। যখন খুব লোয়েস্ট সময় চলে, তখন ফোনের কনটাক্ট লিস্টে খুঁজে এমন কাউকে পাবো না যে কল দিয়ে সব বলে ফেলি।

আমি কেন!?

Address

Khoksa
Kushtia
7021

Alerts

Be the first to know and let us send you an email when TUSAR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share