21/06/2025
একটি বিশেষ বিজ্ঞপ্তি
উৎসাহ সংগঠনের সদস্য সংগ্রহ চলছে:-
একটি অরাজনৈতিক মানব কল্যাণ ও সেবামূলক সংগঠন।
উৎসাহ সংগঠন একটি স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক সংগঠন। উক্ত সংগঠনে নতুন সদস্য নেয়া হচ্ছে। আপনি যদি স্বেচ্ছাসেবী হিসেবে সমাজ সেবায় অবদান রাখতে চান, তাহলে হয়ে যান উৎসাহ সংগঠনের পরিবারের একজন গর্বিত সদস্য। সমাজ সেবা এবং শিক্ষার উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে অঙ্গীকার বন্ধু সংগঠন আপনার জন্য প্লাটফর্ম তৈরী করে দিচ্ছে
**উৎসাহ সংগঠনের সদস্য হওয়ার প্রক্রিয়া**
১. যোগাযোগ করে:
প্রথমে, আগ্রহী ব্যক্তিকে উৎসাহ সংগঠনের সাথে যোগাযোগ করতে হবে।
২. ফর্ম পূরণ করা:
সাধারণত, সদস্য হওয়ার জন্য একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হয়। এই ফর্মে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, আগ্রহ এবং সংস্থার প্রতি অঙ্গীকার ইত্যাদি উল্লেখ করতে হয়।
৩. ফি প্রদান:
উৎসাহ সংগঠনের সদস্য হওয়ার জন্য একটি নির্দিষ্ট ফি দিতে হয় না।
৪. উৎসাহ সংগঠনের নিয়মকানুন মেনে চলা:
সদস্যদের অবশ্যই সংগঠনের নিয়মকানুন ও নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
৫. কার্যক্রমে অংশগ্রহণ:
প্রত্যেক সদস্যদের উচিত সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা।
***সদস্য সংগ্রহের উদ্দেশ্য***
উৎসাহ সংগঠনের কার্যক্রমের চলমান রাখার জন্য সদস্য সংগ্রহ করা।
উৎসাহ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সহায়তা করা।
(১) দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিতদের মানুষের পাশে দাঁড়ানো।
(২) পরিবেশ সৌন্দর্য্য রক্ষায় সজাগ দৃষ্টি রাখা ও সবাইকে সচেতন করা।
(৩) স্বেচ্ছায় রক্ত দান করা ও সবাইকে উদ্বুদ্ধ করা।
(৪) সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করা।
(৫)সকল অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডে নারীদের উদ্বুদ্ধ করা।
(৬) বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক ও নারী নির্যাতন দমনে গনসচেতনা তৈরি করা।
(৭) মাদকদ্রব্য,সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি প্রতিরোধে সদা সজাগ দৃষ্টি রাখা।
(৮) সকলের মনে দেশপ্রেম জাগ্রত করা ও নিজের মাতৃভাষা সঠিক চর্চা করা।
(৯) তরুণ ও যুবকদের মধ্যে ব্যক্তিত্ব বিকাশ ও নেতৃত্বদানে উদ্বুদ্ধ করা।
(১০) সমাজের ইতিবাচক সকল কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য সবাইকে আগ্রহী করা।
(১১) সমাজের উন্নয়নে কাজ করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা।
(১২) উৎসাহ সংগঠন সদস্য সংগ্রহ করে থাকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করার জন্য, অথবা পরিবেশ সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণের জন্য।
যোগাযোগ:-
মো সুজন বিশ্বাস
whatsapp
০১৮৯২৪৮৪২৪২